Shares 2
Yamaha FZS সিরিজে চলছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার!
Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla
এই মহামারীতে পাব্লিক ট্রান্সপোর্টে ভ্রমণ করাটা কিছুটা বিপদজনক। এছাড়া ৬০% বাস ভাড়া বাড়ানোর কারণে বাসে ভ্রমণটা এখন অনেক ঝামেলার এবং সেই সাথে পর্যাপ্ত পরিমানে বাস চলাচল করছে না, কারণ বাসে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা দেয়া হয়েছে। তাই এখনই সবচেয়ে ভাল সময় হচ্ছে একটি মোটরসাইকেল কেনার। তাই এসিআই মোটরস নিয়ে এসেছে Yamaha FZS সিরিজে দারুন এক ডিস্কাউন্ট অফার।
Yamaha FZS সিরিজে চলছে দারুন এক ডিস্কাউন্ট অফার!
ঠিক গত মাসের মত এই মাসেও Yamaha FZS Fi V2 এর দাম রাখা হয়েছে ২,০০,০০০/- টাকা। Yamaha FZS সিরিজ বাংলাদেশে বিক্রি হওয়া অন্যতম সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেল। ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ বাইকটির স্টক সীমিত হবার কারনে যারা বাইকটি ক্রয় করতে চান তারা ২ জুন থেকে ৭ জুনের মধ্যে ৫০,০০০/- টাকা দিয়ে বুকিং দিতে হবে। এই অফারটি স্টক থাকা পর্যন্ত চলবে।
Click To See Yamaha FZS FI V3 Review
গত বছর ইয়ামাহা বাংলাদেশ লঞ্চ করেছে FZS Fi V3 বাইকটি। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ২,৩৫,০০০/- টাকা এবং Yamaha Fazer এর দাম হচ্ছে ২,৬১,০০০/- টাকা, যেখানে দেয়া হচ্ছে ১০,০০০/- টাকার ডিস্কাউন্ট। ইয়ামাহা এর কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল হচ্ছে Yamaha Saluto এই জুন ২০২০ পুরো মাস জুড়ে স্যালুটোতে চলবে ৮,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। বর্তমানে ইয়ামাহা স্যালুটোর দাম হচ্ছে ১,২১,০০০/- টাকা।
এই অফার ছাড়াও ইয়ামাহা এর যেকোন বাইক ক্রয় করলে ইয়ামাহা কাস্টোমাররা পেয়ে যাবেন একটি রেইনকোট ফ্রী। অনেক বাইকার আছেন যারা শোরুম থেকে বাইক ক্রয় করবেন। আমরা বাইকবিডি থেকে আপনাদের অনুরোধ করছি যে, আপনাদের নিজের সুরক্ষায় ব্যবস্থা নিশ্চিত করে বাইরে বের হবেন।
সব সময় মাস্ক ব্যবহার করুন, গ্লাভস ব্যবহার করুন। যদি আপনি গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে কম্ফোর্ট অনুভব না করেন তবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সব সময় হাত পরিস্কার রাখুন। মোটরসাইকেল শো-রুমে প্রবেশের সময় সামাজিক দুরুত্ব এবং সুরক্ষা নিশ্চিত করুন। আপনি বাইকটি শো-রুম থেকে যখন বাসায় নিয়ে আসবেন তারপর বাইকটি ভাল ভাবে ওয়াস করবেন। বিশেষ ভাবে বাইকের হ্যান্ডেলবার, গ্রেইব রেইল, স্পিডোমিটার, সিটসহ অন্যান্য পার্টস গুলো স্যানিটাজার বা স্যাভলন জাতীয় জীবানু নাশক দিয়ে পরিস্কার করবেন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla