Shares 2
ভারতীয় বাজারে লঞ্চ হল Yamaha FZ-X
Last updated on 28-Jul-2024 , By Raihan Opu Bangla
ইয়ামাহা তাদের ১৫০সিসি FZS সিরিজ এর উপর নিয়ে এসেছে নতুন Yamaha FZ-X। বাইকটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। এই বাইকটি দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় ১.১৭ লাখ টাকা।
ভারতীয় বাজারে লঞ্চ হল Yamaha FZ-X
যদিও বাইকটি FZ সিরিজের উপর বেস করে বাইকটি তৈরি করা হয়েছে, তবে বাইকটি স্ট্রীট নেকেড স্পোর্টস এর সাথে তুলনা করলে একদম সম্পূর্ন ভাবে আলাদা একটি বাইক। বাইকটি রেট্রো ডিজাইন ও লুকস দেয়া হয়েছে। শুরুতেই বলা যায় Yamaha FZ-X বাইকের হেডলাইটটির কথা, যেমন এটি ওল্ড স্কুল ডিজাইন করা হয়েছে।
হেডলাইটটিতে আধুনিক প্রযুক্তির সম্বনয় ঘটানো হয়েছে, দেয়া হয়েছে LED DRL এবং মাঝখানে দেয়া হয়েছে প্রোজেক্টর হেডলাইট। এছাড়া বাইকটিতে প্লাস্টিক গার্ড দেয়া হয়েছে এতে বাইকটিতে স্ক্র্যাম্বলার লুকস এসেছে।
বাইকটি FZ সিরিজের হলেও, বাইকটির ফুয়েল ট্যাংক পরিবর্তন করা হয়েছে। ফুয়েল ট্যাংকটি এফজেড সিরিজের অন্য বাইক গুলোর থেকে বেশ বড়। এছাড়া বাইকটির সিটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাইকটির সিট বেশ বড় এবং প্রশস্ত।
বাইকটির হ্যান্ডেলবার বেশ উচু মানে আপ রাইট। Yamaha FZ-X বাইকটির স্পিডোমিটার সম্পূর্ন রূপে ডিজিটাল। অপর দিকে এই বাইকটির একটি ব্লু টু কানেক্টিভিটি ভার্সন রয়েছে, যা স্মার্টফোন এর সাথে কানেক্ট করা থাকে। তবে এই ভার্সনটি দাম তিন হাজার রুপি বেশি। উভয় ভার্সন ই দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস।
ইঞ্জিনের দিক থেকে বাইকটির ইঞ্জিন হচ্ছে ১৪৯সিসি সিঙ্গেল সিলিন্ডার দেয়া হয়েছে। ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক একই রকম রাখা হয়েছে। আর পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইঞ্জিনের সাথে পাঁচ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।
বডি এবং চেসিস এর দিক থেকে FZ-X এবং FZ প্রায় একই রকম। এতে দেয়া হয়েছে সিঙ্গেল টিউব ফ্রেম, সামনের দিকে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ৪১ মিমি ইনার টিউব ডায়ামিটার এর সাথে ফর্ক বুট, রেয়ারে দেয়া হয়েছে ৭ স্টেপ এডজাস্টেবল মনোশক।
FZ-X এর রিম হচ্ছে ১৭ ইঞ্চির এলয় রিম। সামনের দিকের টায়ারের সাইজ হচ্ছে ১০০-৮০/১৭ এবং রেয়ার টায়ার সাইজ হচ্ছে ১৪০/৬০আর১৭। উভয় টায়ার ই হচ্ছে টিউবলেস টায়ার। বাইকটি ওজনে প্রায় ১৩৯ কেজি যা, FZ থেকে ৪ কেজি বেশি।
আমরা এখনও জানি না যে ইয়ামাহা Yamaha FZ-X বাইকটি বাংলাদেশে নিয়ে আসবে কিনা। তবে ভারতীয় বাজারে লঞ্চ হবার পর বাইকটি বাইকারদের মাঝে বেশ ভাল সাড়া ফেলেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়। আশা করি বাইকটি বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হবে। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla