Shares 2
Yamaha Exciter F-155 - R15 এর মোপেড কনসেপ্ট । বিস্তারিত
Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla
ভিয়েতনামে সম্প্রতি লঞ্চ করা হলো Exciter 155 , ইয়ামাহা F-155 কনসেপ্ট প্রদর্শন করেছিল যা অনেক মানুষের নজর কেড়েছিলো। Exciter 155 প্রোটোটাইপ যা পরবর্তী প্রজন্মের জন্য বেশ বড় একটা ভূমিকা রাখবে।
আর ১৫ এর উপর ভিত্তি করে বানানো, ইয়ামাহা এক্সাইটার এফ ১৫৫ এর কনসেপ্ট দেখতে কিছুটা ভিন্ন, তব এতে বাইকের মতো চ্যাসিস, ইঞ্জিন এবং অন্যান্য উপাদানগুলির ব্যবহার করা হয়েছে। কনসেপ্টটা বানানোর মূল লক্ষ্য ছিলো মানুষের মধ্যে সারা ফেলা এবং ইয়ামাহা তাদের এই কাজে সফল হয়েছে।
R15 থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে এই বাইকটির সামনের অংশ, যার সাথে যুক্ত করা হয়েছে ram- air intake। এফ ১৫৫ কনসেপ্টে ব্যবহার করা হয়েছে সিংগেল সিট, নূন্যতম বডি ওয়ার্ক এবং রিয়ারে এয়ারো ব্লেড রয়েছে। যেখানে একটি থ্রি-স্লিট টেল লাইট ক্লাস্টার দেয়া হয়েছে। ইয়ামাহা তাদের এই কনসেপ্টে সামনের দিকে ব্যবহার করেছে USD front forks, এবং পেছনে ব্যবহার করেছে monoshock ।
বাইকটির উভয় চাকার রিমে ওরা যুক্ত করেছে রেসিং স্টিকার , উভয় চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং বাইকটিতে সুন্দর একটি underbelly exhaust ও দেয়া হয়েছে।
যে কোন কিছুর বিচার করতে গেলে সবার আগে আমাদের এটা বুঝতে হবে যানটি কি কারনে বানানো হয়েছে। তবে এই কনসেপ্ট বাইকটি যদি ইয়ামাহা বানানো শুরু করে ইন্ডিয়াতে তাহলে এই বাইকটির দাম অন্যান বাইকের থেকে তুলনামূলকভাবে কিছুটা বেশি হবে।
Yamaha Exciter F-155 Concept
- ইয়ামাহা Exciter F-155 কনসেপ্ট ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে
- ইয়ামাহা মনে করে যে R15 মোপড এমনটাই দেখাবে
- এটি ছোট স্পোর্টবাইক থেকে হ্যাভি
তবে এই Moped দেখে আমার মনে হচ্ছে এটা সেরা Moped গুলোর মধ্যে একটি হতে পারে। তথ্যসূত্রঃ MOTORBEAM
T
Published by Raihan Opu Bangla