Shares 2

বিএইচএল লঞ্চ করল Honda XBlade এর নতুন ভার্সন Honda XBlade 160 PGM-Fi ABS

Last updated on 13-Feb-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে নতুন মোটরসাইকেল। যদিও বাইকটি নতুন মডেল নয়, বর্তমান মডেলের একটি আপডেট ভার্সন হচ্ছে এই মোটরসাইকেল। নতুন এই ভার্সনটি হচ্ছে Honda XBlade 160 PGM-Fi ABS

Honda XBlade 160 PGM-Fi ABS লঞ্চিং

honda xblade 160 pgm-fi abs launching in bangladesh

সম্পুর্ন ভাবে আপডেট করে এই বাইকটি বাংলাদেশের বাইকারদের জন্য লঞ্চ করা হয়েছে। অনেক দিন পর বাংলাদেশের বাজারে হোন্ডা তাদের নতুন একটি মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে। 

Also Read: Motorcycle Price In Bangladesh

এই বাইকটির লঞ্চিং ইভেন্টে হোন্ডা তাদের ডিলার এবং কাস্টোমারদের আমন্ত্রণ জানিয়েছিল। এটি ছিল একটি ডে লং ইভেন্ট। যেখানে অতিথিদের জন্য অনেক ধরনের আয়োজন ছিল। টেস্ট রাইড, জিমখানা, ফুটবল, দড়ি টানাটানি সহ অনেক ধরনের খেলাধুলা। 

সকালে লঞ্চিং ইভেন্ট এবং বিকেলে টেস্ট রাইড ও জিমখানা ছিল। লঞ্চিং ইভেন্টে বিএইচএলের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাতসুজাকি, সহ বিএইচএল এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Also Read: Honda Motorcycle Price In Bangladesh

নতুন এই Honda XBlade 160 PGM-Fi ABS এ বিশেষ কিছু ফিচার্স যুক্ত করা হয়েছে। এই বাইকটিতে দেয়া হয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, PGM-Fi, এবিএস, কিল সুইচ, রেয়ার লিন এঙ্গেল ইঞ্জিন কাট অফ সেন্সর। তবে এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স বা দিক হচ্ছে মাইলেজ। হোন্ডা দাবি করছে যে এই বাইকটি থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। 

এই বাইকটি হোন্ডা চারটি কালারে নিয়ে এসেছে, এছাড়া গ্রাফিক্সেও পরিবর্তন আনা হয়েছে। আমরা আশা করছি দ্রুত বাইকটি বাংলাদেশে সকল হোন্ডা মোটরসাইকেল শোরুম পাওয়া যাবে। তাই বিস্তারিত জানতে হোন্ডার শোরুম এ যোগাযোগ করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla