Shares 2

TVS Racing MotoSoul 2019 - ইন্ডিয়া । বাইকবিডি

Last updated on 15-Jul-2024 , By Ashik Mahmud Bangla

TVS Auto Bangladesh Ltd টিম বাইকবিডি'কে আমন্ত্রন জানিয়েছিল ভারতে অনুষ্ঠিত TVS Racing MotoSoul 2019 ইভেন্টটিতে । এই ইভেন্টি বাইকারদের জন্য দুদিনের একটি প্রোগ্রাম, যেটি আয়োজন করা হয়েছিল ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়াতে ।

tvs racing motosoul 2019

বাংলাদেশ থেকে দশজন বাইকারকে আমন্ত্রন জানানো হয়েছিল এই ইভেন্টে । এই দুদিনের প্রোগ্রামে বাইকারদের জন্য ছিল স্টান্ট শো, স্লো রেসিং, অবস্টিক্যাল রেসিং, ডার্ট রেসিং, ফ্রী সার্ভিস ক্যাম্পেইন এবং লাইভ কনসার্ট । টিভিএস তাদের TVS RTR এর সকল মডেলের মোটরসাইকেল প্রদর্শন করে এবং সেই সাথে TVS XL100 এর একটি কনসেপ্ট মডেলেরও প্রদর্শন করে । 

আপনার এবং আপনার মোটরসাইকেল এর মধ্যে একটি বন্ধন । TVS Racing MotoSoul 2019 হচ্ছে এমন একটি আয়োজন যেখানে টিভিএস মোটরস লিমিটেড এর একটি গ্লোবাল ব্র্যান্ড TVS Apache RTR । এই আয়োজনটি করা হয়েছে মোটরসাইক্লিস্ট এবং যারা মোটরসাইকেল ভালবাসেন তাদের কে দুই দিনের জন্য এক ছাদের নিচে একত্রিত করা । tvs performance gear

টিভিএস এর বর্তমানে পুরো বিশ্ব জুড়ে ৩.৫ মিলিয়নের উপর তাদের কাস্টোমার রয়েছে । TVS Apache RTR150 বাইকটি বাংলাদেশে ১৫০-১৬০সিসি সেগমেন্ট অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । এই আয়োজনটি একটি প্ল্যাটফর্ম যেখানে মোটরসাইকেল প্রেমীরা টিভিএস এর মোটরসাইকেলের পারফর্মেন্স দেখতে পারবে এবং তাদের কাস্টোমারের কোম্পানির সাথে আরও বেশি সখ্যতা গড়ে উঠবে । TVS Racing MotoSoul 2019 এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে মুলত তিন বিষয় কে লক্ষ্য রেখেঃ

  • এক্সিলারেশনঃ হাই স্পিড রেসিং এবং প্রোফেশনাল স্টান্ট শো ।
  • শিফটঃ মোটরসাইকেলিং সম্পর্কে আলোচনা এবং বর্তমান সময়ের ট্রেন্ড ।
  • ব্রেকঃ বিনোদন এবং মোটরসাইকেল কমিউনিটি ।

১৭ অক্টোবর ২০১৯ তারিখে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে প্রথমে কলকাতা, সেখান থেকে অন্য ফ্লাইটে ভারতে গোয়াতে পৌছায় । সেখানে পৌছুতে পৌছুতে সেখানকার সময় অনুযায়ী বিকেল পাঁচ টা এবং জার্নির কারনে সবাই অনেক ক্লান্ত ছিল ।tvs goa stunt event 2019

 ১৮ই অক্টোবর সকালে নাস্তার পর পুরো টিম কে নিয়ে যাওয়া হয় গোয়া এর ভেগাটোর নামক স্থানে যেখানে ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে । প্রথমে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখেছি । কোথায় কি হচ্ছে এবং কি কি আয়োজন করা হয়েছে এই ইভেন্টটে । টিভিএস রেসিং ইভেন্টের মাঝে একটি ডিসপ্লে সেন্টার করেহছিল, যেখানে তারা এপাচি সিরিজের ১৬০ থেকে ৩১০ এর প্রতিটি মডেল শো করেছে । ১৮০সিসি এর নতুন এপাচি বাইকটির কালার স্কিম অনেক দারুন করা হয়েছে । প্রোগ্রামের অন্য পাশে তারা প্রদর্শন করেছে তাদের রেসিং মোটরসাইকেল, যেগুলো মডিফাই করা এবং ওজনে হালকা । এই দুটি জিনিস ই ট্র্যাকের জন্য অতি প্রয়োজনীয় বিষয় ।moto soul 2019

ঠিক দুপুর ১২ টার পর, আমরা ভারতের অন্যতম বেস্ট স্টান্ট টিম থ্রটলার্স এর পারফর্মেন্স উপভোগ করি । এই টিমটি সেই টিম যারা কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল পারফর্ম করার জন্য ।

Click To Read – TVS Apache RTR 160 4V Review

স্টান্ট টিমের টনি এবং প্রকাশ বাইকারদের মাঝে জনপ্রিয়, বাংলাদেশের বাইকারদের মাঝে তারা স্টান্টের জন্য অনেক জনপ্রিয় দুটি মুখ । তবে দুপুরের পর শুরু হয় বৃষ্টি, যার কারনে প্রোগ্রামে কিছুটা বিঘ্ন ঘটে, তবে এরপর বাইকারদের জন্য ছিল পরিক্রমা ব্যান্ডের লাইভ কনসার্ট ।

tvs apche rr 310 দ্বিতীয় দিন আমরা ইভেন্টের স্থানে সকাল ১১ টার দিকে পৌছাই, তবে প্রথম দিন যা ছিল দ্বিতীয় দিনও সেটার পুনরাবৃত্তি করা হয়েছে । কিন্তু দ্বিতীয় দিন তরুন স্টান্ট রাইডারদের জন্য একটা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল । তরুন রাইডারদের মাঝে মিস্টার শচীন অনেক বেশি নজর কেড়েছে । দ্বিতীয় দিন টিভিএস তাদের নিজেদের পারফর্মেন্স গিয়ার লঞ্চ করেছে । তারা লঞ্চ করেছে হেলমেট, জ্যাকেট, রাইডিং প্যান্টস, রাইডিং গ্লোভস, রাইডিং বুটস, টি-শার্ট, সানগ্লাস, ক্যাপ এবং ব্যাগপ্যাক ।tvs concert 2019

 

হেলমেট গুলো ISI, ECE এবং DOT এপ্রুভড করা । টিভিএস খুব শীঘ্রই ভারতের অন্যান্য শহরে এই গিয়ার লঞ্চ করবে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্র ই বাংলাদেশে এটি লঞ্চ করা হবে । এটা আসলে খুবই দারুন একটা ব্যাপার, যে প্রতিটি মোটরসাইকেল কোম্পানি তাদের নিজের এক্সেসরিজি নিয়ে আসছে, যা তাদের কাস্টোমারদের স্পেশাল করে তুলছে । ইভেন্টের শেষ দিন ছিল, ইপোরিয়া এবং ডিজে আকবর এর লাইভ পারফর্মেন্স । বাইকবিডির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই TVS Motors Ltd এবং TVS Auto Bangladesh Ltd কে এত সুন্দর একটা ইভেন্টে আমন্ত্রন জানানোর জন্য । আশা করি টিভিএস বাংলাদেশের কক্স-বাজারে এই ধরনের ইভেন্টের আয়োজন করবে ।

Published by Ashik Mahmud Bangla