Shares 2

TVS Metro Plus বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - সাব্বির

Last updated on 30-Jan-2025 , By Shuvo Bangla

আমি মোঃ সাব্বির হোসেন । আমি শেরপুর জেলার , শ্রীবরদী থানায় বসবাস করি। আজ আমি আমার জীবনের প্রথম বাইক TVS Metro Plus বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করব । 

ছোট বেলা থেকেই আমি বাইক খুব পছন্দ করি । প্রতিটি ছেলে অন্য কোন কিছুর প্রেমে পড়ুক বা না পড়ুক বাইকের প্রেমে একবার হলেও পড়বে। ছোট বেলায় আমি যখন আব্বুর কাছে সাইকেল কিনতে চাইতাম । তখন আব্বু বলতো আর একটু বড় হও মোটরসাইকেল কিনে দিব । তখন থেকেই আমার বাইকের প্রতি নেশা আরও বেড়ে গেছিল । আমি ছোট থেকেই আব্বুকে বলতাম কবে বাইক কিনতে যাবা , আব্বু খালি তারিখ দিত ,আমার খুব খারাপ লাগতো তখন । 

এভাবে চলতে থাকে অনেক দিন। একদিন আমি আর আম্মু নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ আব্বু ফোন করে বলে বাইক কিনতে যাব। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার আনন্দ দেখে কে । মামার সকল কাজ বন্ধ করে নানু বাড়ি থেকে আমি আর মামা চলে যাই শেরপুর , আব্বু আগেই চলে গিয়েছিল। আমরা গেলাম টি ভি এস এর অফিসিয়াল শোরুম জোহা মটরস এ, সেখানে গিয়ে আমাদের পছন্দ হয় Tvs Metro plus 110Cc বাইকটি। 

কালার ,ডিজাইন, মাইলেজ , প্রাইজ সব দিক দিয়ে পারফেক্ট , তাই বাইকটি কিনে নিয়ে এসে পড়ি বাড়িতে। বাইকটি যখন কিনি প্রাইস ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। আগে তেমন বাইক চালাতে পারতাম না তবে এই বাইক দিয়ে এখন আমার বাইক চালানো পুরাপুরি পাকা হয়ে গেছে । প্রথম যেদিন আমি বাইক চালাই, সেদিন আমার মনে কি যে আনন্দ হচ্ছিল বলে বুঝাতে পারবো না।

বাইক ছেলেদের একটা ইমোশন। ছেলে মানুষের প্রথম ভালোবাসা বাইক, সেটা বেশি দামি বা কম দামি হোক। এখন আমি মাঝে মাঝে বাইক স্কুলে নিয়ে যাই । আমার বন্ধুদের ও বাইক আছে ,সবাই মিলে লং ট্যুরে যাই মাঝে মধ্যে। এই বাইক দিয়ে লং ট্যুরে পাহাড়ে গিয়েছিলাম অনেক বার আর বিশেষ করে ইসলামপুর ডেফলাই ব্রিজ, দেওয়ানগঞ্জ বাহাদুর বাদ গিয়েছিলাম। 

লং ট্যুরে গেলেই মাইলেজ চেক করি আলহামদুলিল্লাহ ৫৫ মাইলেজ পাই । এই বাইক দিয়ে আমার সর্বোচ্চ স্পীড ৮০ । আব্বুর কাছে সবসময় বাইক থাকে । আব্বু সার্ভিস এর সময় সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করে নিয়ে আসে , নিয়মিত ইঞ্জিন অয়েল চেন্জ করা এগুলো সব আব্বু করে । প্রাইস এর দিক দিয়ে , মাইলেজ এর দিক দিয়ে বাইকটি সব দিক থেকেই ঠিক আছে । তবে আমার কাছে ভালো লাগে এই বাইকের সাইলেন্সার এর শব্দটা ।

TVS Metro Plus বাইকের কিছু ভালো দিক -  

  • তেল খরচ কম । 
  • গ্ৰাফিক্স ডিজাইন সুন্দর।
  • ইঞ্জিন বেশ শক্তিশালী এবং পারফর্মেন্স ভালো ।
  • গিয়ার চেন্জ করার সিস্টেম সহজ বলে মনে হয়। 
  • প্রাইস টাও সবার সাধ্যের মধ্যে। 

এই বাইকের কোন কোন খারাপ দিক আছে বলে আমার মনে হয় না । প্রাইস এর সাথে সব ঠিক আছে। পারিবারিক চলাচল করার জন্য পারফেক্ট। সহজেই ৩ জন বসা যায় সিটে । তাই বলবো সাধারণ যাতায়াত করার জন্য এই বাইকটি খুবই ভালো। আজকে আমার বাইক রাইডিং এর সকল অভিজ্ঞতা শেয়ার করলাম। ধন্যবাদ জানাই BikeBD কে এত সুন্দর একটা বাইকের মালিকানা রিভিউ এর ব্যবস্থা রাখার জন্য। সেই সাথে সবাইকে একটাই অনুরোধ বাইক চালানোর সময় হেলমেট পরে বাইক চালাবেন। Bike BD তে এটাই আমার প্রথম লেখা যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। আর ভালোবাসার আর এক নাম বাইক মানেই Bike BD । ধন্যবাদ । 


লিখেছেনঃ মোঃ সাব্বির হোসেন

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla