Shares 2

TVS Bangladesh বাংলাদেশ জুড়ে একটি থ্রিলিং শো আয়োজন করেছে

Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla

TVS Bangladesh পর্যায়ক্রমে বেশ কয়েকটি জেলায় একটি রোমাঞ্চকর অনুষ্ঠানের আয়োজন করতেছে । সেই ধারাবাহিকতায়, রাজশাহীর বিমান মোড়ে একটি টিভিএস বাইক থ্রিলিং শো অনুষ্ঠিত হচ্ছে, যার চারপাশের বাইক প্রেমীদের জন্য একটি উৎসব মেলায় পরিণত হয়েছে।

TVS Bangladesh বাংলাদেশ জুড়ে একটি থ্রিলিং শো আয়োজন করেছে

TVS Bangladesh

 

রোমাঞ্চকর এই শো তে থাকছে  Apache Pro performance (APP) টিম এর অসাধারন পারফরম্যান্স। TVS Bangladesh এর এই বাইক থ্রিলিং শো রাজশাহীর সকল বাইকারদের জন্য আনন্দের একটি সংবাদ।


আনন্দময় এই থ্রিলিং শো উপভোগ করতে অসংখ্য বাইক-প্রেমী লোকেরা রাজশাহীর বিমান মোড়ে জড়ো হয়েছে। TVS Bangladesh এর দুর্দান্ত রোমাঞ্চকর অনুষ্ঠানটি রাজশাহীর বাইকারদের মধ্যে এক উত্তেজনা এবং বন্ধনের এক অনুভূতি তৈরি করেছে। 


স্টান্ট শো বাংলাদেশের সকল বাইকারদের কাছে খুব জনপ্রিয়। তাই, TVS Bangladesh বাংলাদেশের বাইকারদের জন্য এই আকর্ষণীয় স্টান শো এর আয়োজন করেছে। এই দুর্দান্ত রোমাঞ্চকর শো শুধুমাত্র বাইকারদের জন্যই নয় এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। 


TVS Bangladesh


আপনি যদি বাইক এবং স্টান শো পছন্দ করেন এবং এই রোমাঞ্চকর শো সরাসরি উপভোগ করতে চান তবে আপনি সরাসরি রাজশাহী বিমান মোড়ের ইভেন্ট ভেন্যুতে যেতে পারেন। রাজশাহীর এই আনন্দময় অনুষ্ঠানটি সম্পুর্ন আয়োজন করতেছে  TVS Bangladesh। 


এটি বর্তমান সময়ে রাজশাহীর বৃহত্তম একটি ইভেন্ট হবে। এবং এই রোমাঞ্চকর শো তে আপনি তাদের প্রদর্শনীতে টিভিএস বাইকের নতুন মডেল গুলো দেখতে পারবেন।


TVS Apache RTR 160 4v Smart XConnect With ABS First Impression Review By |Team BikeBD|


 

অত্যন্ত রোমাঞ্চকর এই শো তে TVS Bangladesh রাজশাহীর সবাইকে আমন্ত্রন জানিয়েছে। এবং এই শো টি সরাসরি উপভোগ করতে জয়েন করুন থ্রিলিং শো এর ইভেন্টে। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য TVS Bangladesh পরিবার প্রিয় রাজশাহীবাসীদের ধন্যবাদ জানিয়েছে। 


পাশাপাশি সেখানের বাইকপ্রেমীদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের পাশে থাকার জন্য। উক্ত অনুষ্ঠানের ব্যপারে যেকোনো প্রয়োজনে TVS Bangladesh এর সাথে Viber, WhatsApp এ যোগাযোগ করতে পারবেন এই নম্বরে: +৮৮০১৯১৯১৮৯১১১ +৮৮০১৯১৯১৯৪২২২ 

TVS Bangladesh পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলায় এই থ্রিলিং শো এর আয়োজন করবে। ২৮ শে মার্চ, ২০২১, যমুনা ফিউচার পার্ক ঢাকার ভিআইপি পার্কিং এ এই ইভেন্ট এর সমাপ্তি ঘোষণা করবে । উক্ত অনুষ্ঠানে টিম বাইকবিডি উপস্থিত থাকবে। ইভেন্ট ভেন্যুতে, TVS Bangladesh তাদের সর্বাধিক জনপ্রিয় TVS Apache RTR 160 4V বাইকটি সহ তাদের আকর্শনীয় মডেল গুলো প্রদর্শন করবে।


অতএব, আপনার নিকটতম স্থানে এই অনুষ্ঠান এবং টিভিএস বাংলাদেশ এর থ্রিলিং শো এর সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের বাইকবিডি ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং বাইকবিডি ফেসবুক গ্রুপে।

Published by Shuvo Bangla