Shares 2

TVS Apache RTR 150 ৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - বাবলু

Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla

আমি বাবলু কুমার নাথ, আপনাদের সাথে শেয়ার করবো TVS Apache RTR 150 বাইকের মালিকানা রিভিউ । আমি থাকি চট্রগ্রাম , হাটহাজারী। বাইকের প্রতি ছোটবেলা থেকেই আবেগ প্রবন ।

আমি এই বাইকটি পুরাতন ক্রয় করেছি , এটি আমার কাছে চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল। অনেক বাইক পছন্দের তালিকায় থাকলেও মধ্যবিত্ত হওয়ার ফলে স্বাদ্ধের মধ্যে সবচাইতে প্রিয় এবং ভালোবাসার বাইক হলো এই বাইকটি। আমি বাইকটি যখন নিয়ে ছিলাম তখন বাইকটি চলেছে ৩৪ হাজার কিলোমিটার । গাড়িটা নিয়ে অনেক ভ্রমণ করছিলাম চট্রগ্রাম টু বান্দরবান নীলগিরি, নিলাচল , মেঘলা আরো অনেক জায়গায় ঘুরে ছিলাম তবে বাইকটি দিয়ে আমার লং ট্রুর হলো চট্রগ্রাম টু বান্দরবান সেরা একটা ভ্রমণ ছিলো। 

TVS Apache RTR 150 ৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ

কিন্তু দুঃখে বিষয় আমার এই বাইটা ১ বছরে ৫ হাজার কিলোমিটার চালিয়ে বিক্রি করে দিয়েছিলাম। অনেক শখের বাইক ছিলো , চালিয়ে অনেক কম্ফোর্ট পেয়েছিলাম, বিক্রি করার কারণ হলো যে এইটা বিক্রি করে আর একটু দামি বাইক নিবো তাই বিক্রি করে দিলাম ভালোবাসাটাকে।

TVS Apache RTR 150 বাইকের কিছু ভালো দিক - 

  • দেখতে চমৎকার এবং স্টাইলিশ।
  • রাইড করে আমি কমফোর্টেবল মনে করেছি।
  • সাউন্ড খুব ভালো ।
  • কম দামে ভালো জিনিস।
  • রেডি পিকাপ ।

TVS Apache RTR 150 বাইকের কিছু খারাপ দিক - 

  • ইঞ্জিনের ভাইব্রেশন ।
  • টায়ার গ্রিপ ভালো না ।
  • TVS এর স্পেয়ার পার্টস এর দাম অন্যান কোম্পানির থেকে বেশি।
  • সিংগেল রাইডে হাই স্পিডে ব্যালেন্সিং ভালো লাগেনি ।
  • কবাইকটা বেশি হালকা লাগে।

এই ছিল বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা । আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 

TVS Apache RTR 150

লিখেছেনঃ  বাবলু কুমার নাথ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla