Shares 2
নতুন ডিজাইন ও লুকস নিয়ে Suzuki Samurai লঞ্চ হলো বাংলাদেশে
Last updated on 28-Jul-2024 , By Raihan Opu Bangla
Rancon Motors Ltd. বাংলাদেশে সুজুকির একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা লঞ্চ করেছে নতুন একটি বাইক Suzuki Samurai । সামুরাই সুজুকির অন্যতম ক্লাসিক বাইক গুলোর মধ্যে একটি, আবার নতুন ভাবে নিয়ে আসা হয়েছে।
নতুন ডিজাইন ও লুকস নিয়ে Suzuki Samurai লঞ্চ হলো বাংলাদেশে
সুজুকি বাংলাদেশে লঞ্চ করেছে Suzuki Samurai!
২০০০ সালের দিকে, সুজুকি সামুরাই ১০০সিসি এর অন্যতম টু-স্ট্রোক এবং বাইকটি AX100 সহ অনেক নামে পরিচিত ছিল। সুজুকি নতুন ভাবে বাইকটি নতুন ডিজাইন ও লুকস দিয়ে লঞ্চ করেছে, অরিজিনাল বাইকটির ট্রিবিউট হিসেবে। নতুন Suzuki Samurai 150 বাইকটি অগাস্ট এ লঞ্চ করেছে এবং এর মুল্য রাখা হয়েছে ১,৪৯,৯৫০/- টাকা। Suzuki Samurai 150 বাইকটি অরিজিনাল বাইকটির কমিউটিং ডিজাইন ও কনসেপ্ট এর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বাইকটির ডিজাইন এর ক্ষেত্রে বাইকটি ১৫০সিসি এর ইঞ্জিন সহ ডিজাইন করা হয়েছে। আর সেইসব কাস্টোমারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা বেশি মাইলেজ চান এবং বাইকের মেইন্টেনেন্স কম লাগে।
সুজুকি সামুরাই এর নতুন বাইকে দেয়া হয়েছে ১৪৯.৫সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 8.2 Kw পাওয়ার ও 11.5 Nm টর্ক উৎপন্ন করে থাকে। ইঞ্জিনটি ফোর-স্ট্রোক, OHC, এয়ার কুল্ড, এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। বাইকটিতে দেয়া হয়েছে সেলফ এবং কিক উভয় ধরনের স্টার্ট সিস্টেম। এর সাথে ৫ স্পিড গিয়ার বক্স, যা প্রতিটি বাইকেই দেয়া থাকে। এর সাথে বাইকটি ওজনে প্রায় ১৩৩কেজি এবং ফুয়েল ট্যাংকে প্রায় ১২.৫ লিটার ফুয়েল নেয়া যায়। সুজুকি সামুরাই এর পুরো ডিজাইন এবং পার্টস যেমন, হ্যান্ডেলবার, সিট, ফুয়েল ট্যাংক, ক্যারিয়ার সব কিছু মিলিয়ে বাইকটি পুরোপুরি ভাবে কমিউটিং কনসেপ্ট ধরে রেখেছে। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক, অপর দিকে রেয়ার হচ্ছে ডুয়েল সুইং আর্ম সাসপেনশন।
Suzuki GSX-R1000 In Bangladesh!
বাইকটির ফ্রন্ট টায়ার হচ্ছে 2.75-18 এবং রেয়ার টায়ার হচ্ছে 90/90R-18 সেকশন। টায়ার কিছুটা চিকন করা হয়েছে মাইলেজ বাড়ানোর জন্য। বাইকটির সামনে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং রেয়ার এ দেয়া হয়েছে ড্রাম ব্রেক। কিছুদিন আগেই সুজুকি Suzuki GSX 125 বাংলাদেশে লঞ্চ করেছে এবং এখন বর্তমানে লঞ্চ করেছে নতুন Suzuki Samurai 150cc । নতুন এই বাইকটি আশা করা যাচ্ছে কাস্টোমারদের আকৃষ্ট করবে এবং এই দামে বাইকটি ভ্যালু ফর মানি হবে। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla