Shares 2
Suzuki Mega Fest - সুজুকি জিক্সারে চলছে ২০,০০০ টাকার ডিস্কাউন্ট !!!
Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla
র্যাংকন মোটরবাইকস লিমিটেড হচ্ছে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । সম্প্রতি সুজুকি নিয়ে এসেছে Suzuki Mega Fest । এই ফেস্টে সুজুকি তাদের নির্দিষ্ট ও জনপ্রিয় কয়েকটি মডেলের উপর দিচ্ছে বড় ধরনের ক্যাশব্যাক অফার ।
এই ক্যাশব্যাক অফারে বাংলাদেশে যারা সুজুকির অথোরাইজড ডিলার শপ থেকে সুজুকির মোটরসাইকেল কিনবেন তারা এই অফারটি উপভোগ করতে পারবেন । এই অফারে সুজুকি হায়াতে মোটরসাইকেল এর দাম হয়েছে ৯১,৯৫০/- টাকা, বাইকটিতে দেয়া হয়েছে ২৩,০০০/- টাকার অফার । সুজুকি হায়াতে হচ্ছে সুজুকি বাংলাদেশের একমাত্র কমিউটার মোটরসাইকেল ।
বাইকটিতে দেয়া হয়েছে ১১০সিসি ইঞ্জিন । বাইকটি মার্কেটে থাকা Honda Dream Neo, Bajaj Discover 110, TVS Metro & Hero Splendor I Smart + এর সাথে প্রতিযোগিতা করছে । যারা স্কুটার পছন্দ করেন তাদের জন্য সুজুকি তাদের ১২৫সিসি স্কুটারে দিচ্ছে ২২,০০০ - ২৫,০০০ টাকার ডিস্কাউন্ট । বর্তমানে সুজুকি এক্সেস ১২৫সিসি ডিস্ক ব্রেক এডিশনের দাম হচ্ছে ১৪৫, ০০০/- টাকা এবং ড্রাম ব্রেক ভার্সন হচ্ছে ১৪০,০০০/- টাকা ।
স্কুটার বাংলাদেশে মেয়েদের কাছে অনেক জনপ্রিয় একটি বাহন । কারন স্কুটার সহজে রাইড করা যায়, শেখা খুব সহজ এবং সেই সাথে আরামদায়ক । তাছাড়া রয়েছে স্টোরেজ ক্যাপাসিটি যেখানে তারা তাদের জিনিসপত্র খুব সুন্দর ভাবে রাখতে পারবে ।
Suzuki Gixxer 155 Test Ride Review
Suzuki Mega Fest – অক্টোবর ২০১৯
Model Name | Old Price | New Price |
Hayate | 1,14,950 | 91,950 |
Access (Drum) | 1,62,000 | 1,40,000 |
Access (Disc) | 1,70,000 | 1,45,000 |
Gixxer (Mono Tone) | 2,09,900 | 1,89,900 |
Gixxer ( Dual Tone) | 2,29,950 | 2,09,950 |
Gixxer SF MotoGP | 2,59,950 | 2,41,950 |
সুজুকি বাংলাদেশে তাদের জিক্সার মোটরসাইকেলটির জন্য অনেক বেশি জনপ্রিয়তা পায় । মোটরসাইকেলটি ১৫০ - ১৬০সিসি সেগমেন্টের মাঝে স্পোর্টস সেগমেন্টে অবস্থান করছে । বাইকটির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ১৪.৬ বিএইচপি @ ৮০০০আরপিএম এবং ১৪ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম ।
এছাড়া দেয়া হয়েছে মোটা ফ্রন্ট সাসপেনশন, ১৪০ সেকশন রেয়ার টায়ার, এবং রেয়ার ডিস্ক ব্রেক । বাইকটি সম্পর্কে আরও জানতে আমাদের টেস্ট রাইড রিভিউটি পড়তে পারেন । র্যাংকন মোটরবাইকস বর্তমানে জিক্সার মনোটোন এবং ডুয়েল টোন বাইকে দিচ্ছে ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট । অপরদিকে মটোজিপি এডিশনে দিচ্ছে ১৮,০০০/- টাকা ডিস্কাউন্ট ।
সুজুকির লাইন আপে রয়েছে বাংলাদেশের অন্যতম স্পোর্ট মোটরসাইকেল, সুজুকি জিএসএক্স-আর ১৫০ । তবে বর্তমানে তারা এই মোটরসাইকেলটিতে কোন ধরনের ডিস্কাউন্ট দিচ্ছে না । বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে গত কয়েক মাস ধরে খুব কঠিন একটা সময় পার করছে । জাপানীজ ব্র্যান্ড গুলো যেমন হোন্ডা এবং ইয়ামাহা তাদের অফার নিয়ে হাজির হয়েছে, আর এখন সুজুকিও তাদের মোটরসাইকেলে নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার । আশা করা যাচ্ছে প্রতিযোগীতা আরও জমে উঠবে যখন অন্য কোম্পানি গুলোও তাদের অফার নিয়ে হাজির হবে ।
ধন্যবাদ ।
T
Published by Ashik Mahmud Bangla