Shares 2

Suzuki GSX R150 অফিশিয়ালি লঞ্চ হলো বাংলাদেশে !!!!

Last updated on 13-Jul-2024 , By Saleh Bangla

Suzuki GSX R150 অফিশিয়ালি লঞ্চ হলো বাংলাদেশে !!!!

র‍্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে Suzuki GSX-R150 লঞ্চ করেছে । এখন পর্যন্ত বাইকটি বিভিন্ন আমদানিকারকদের হাত দিয়ে বাংলাদেশে এসেছে কিন্তু এখন র‍্যাঙ্কন মোটরবাইক আনুষ্ঠানিকভাবে Suzuki GSX-R150 বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে । বাইকারা এখন বিক্রয়োত্তর সেবা, স্পেয়ার পার্টস সহ সব ধরনের সুবিধা পাবেন। 

suzuki launching program 2019 suzuki gsx r150

র‍্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড Suzuki Burgman এবং নতুন Suzuki Hayate লঞ্চ করেছে । নতুন Suzuki GSX-R150 এর লঞ্চের সাথে সাথে এখন অফিশিয়ালি তিনটি জাপানিজ মোটরসাইকেল নির্মাতাদের ১৫০সিসি সেগমেন্টের সকল স্পোর্টস বাইকগুলো এখন অফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। Suzuki GSX-R150 তে ১৫০ সিসির ওয়াটার- কুল্ড এফআই ইঞ্জিন রয়েছে যা প্রায় ১৮.৯ বিএইচপি @ ১০,৫০০ RPM এবং ১৪ এনএম টর্ক @ ৯০০০ RPM ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম । মোটরসাইকেলটির ওজন ১৩১ কেজি, যা এই স্পোর্টস সেগমেন্টে বাইকের প্রতিদন্ধীদের মধ্যে সবচেয়ে হালকা ওজনের বাইক। 

suzuki gsx r150 launching officially in bangladesh 2019

বাইকটি খুব মসৃণ এবং এতে গাড়ির মত চাবি ছাড়া ইগনিশন সিস্টেম আছে । Suzuki GSX-R150 এর দাম ৩৯৯,০০০  টাকা । এটি এখন  তিনটি রঙে পাওয়া যাবে, MotoGP (নীল রঙ), সাদা ও কালো । ৫ম ঢাকা বাইক শো ২০১৯ থেকে এই বাইকের প্রি-বুকিং শুরু হয়েছে ।


Suzuki Burgman একটি ১২৫সিসি স্কুটার কিন্ত অন্যান্য স্কুটারের তুলনায়, এটি বেশ বড় এবং স্টাইলিশ । এই স্কুটারে রয়েছে LED হেডলাইট এবং টেল লাইট, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, অ্যালুমিনিয়াম ফুটরেস্ট, স্পোর্ট মাফলার, সুজুকির ইজি স্টার্ট সিস্টেম এবং বডি মাউন্ট ইনডিকেটরস । স্কুটারটিতে ২২ লিটার সীট স্টোরেজ এবং ২ লিটার গ্লাভস কম্পারটমেন্ট রয়েছে এবং এর সাথে রয়েছে একটি ইউএসবি চার্জার পোর্ট । এর সাইডে একটি ফুটরেস্ট রয়েছে যাতে মহিলা পিলিয়ানের এক পাশে পা রেখে বসতে কোন অসুবিধা না হয় । 

suzuki burgman 125

স্কুটারটি ১২৫সিসি কার্বুরেটর ইঞ্জিন বিশিষ্ট যা ৮.৫ বিএইচপি এবং ১০.২ এনএম টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করবে । স্কুটারের কোন গিয়ার নেই, তাই এটি নতুন রাইডার্স বা যারা মোটরসাইকেল চালানোর সাথে পরিচিত না হয়ে তাদের জন্য চালানো সহজ হবে । এর সঙ্গে টিউবলেস টায়ার এবং সামনে ডিস্ক ব্রেক এবং পিছন ড্রাম ব্রেক রয়েছে । এতে ৫.৬ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং এর ড্রাই ওয়েট হচ্ছে ১০৮ কেজি । এই স্কুটারটির মূল্য ২৪৯,০০০ টাকা। 

Also Read: Suzuki GSX-R150 Vs Yamaha YZF-R15 V3 তুলনামুলক রিভিউ

ফাইনাল বাইক Suzuki Hayate নতুন রঙে এসেছে । ফুয়েল ট্যাঙ্কের উপর সুজুকি এবং রেয়ার ব্যাক প্যানেলে হায়াতে আকর্ষণীয় গ্রাফিক্স ব্যবহার করে লিখা হয়েছে । নতুন হায়াতে তে রয়েছে এমএফ ব্যাটারি, টিউবলেস টায়ার এবং ৫ স্টেপ অ্যাডজাস্টেব্যাল সাসপেশন । 

suzuki hayate in bangladesh new color

মোটরসাইকেল ইঞ্জিনটি এখনও আগের মতই ১১০সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে, যা থেকে ৮.৩ বিএইচপি এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে । সাইকেলটি কিক এবং সেলফ- স্টার্ট উভয়ই আছে এবং এর ড্রাই ওয়েট ১১৪ কেজি। নতুন Suzuki Hayate এর দাম ১১৪,৯৫০ টাকা । নতুন এই হায়াতে একই গ্রাফিক্স এবং ডিজাইনের সাথে তিনটি রঙ নীল, সাদা ও কালোতে পাওয়া যাবে। ৫ম ঢাকা বাইক শো থেকে শুরু হবে প্রি বুকিং! র‍্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ঢাকা বাইক শো ২০১৯-তে এক্সক্লুসিভ উচ্চ সিসি মোটরসাইকেলে আনবে তাই এটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটে ।

Published by Saleh Bangla