Shares 2
সুজুকি বাংলাদেশে লঞ্চ করেছে Suzuki Gixxer SF FI এবং Intruder ABS FI
Last updated on 14-Jul-2024 , By Ashik Mahmud Bangla
Rancon Motorbikes Ltd হচ্ছে বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । সম্প্রতি তারা Suzuki Gixxer SF FI এবং Suzuki Intruder ABS Fi বাংলাদেশে লঞ্চ করেছে । উভয় বাইক ই বাংলাদেশে সুজুকির সকল অথোরাইজড ডিলার শপ পাওয়া যাবে ।
Suzuki Gixxer SF FI - লঞ্চ ইন বাংলাদেশ
Suzuki Gixxer SF বর্তমানে এই সেগমেন্টে তাদের দুটি এয়ারকুল্ড বাইক রয়েছে । আশা করা যাচ্ছে এবার যেহেতু ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকেশন, তাই বাইকের এক্সেলারেশন আরও স্মুথ হবে । এছাড়া বাইকটির সব কিছুই আগের মতই রাখা হয়েছে । বাইকটির ইঞ্জিন 14.6 BHP এবং 14 Nm টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, সেই সাথে এই ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ২- দুটি ভাল্ব যুক্ত । বাইকটি ওজনে ১৪০ কেজি এবং প্রায় ১২ লিটার ফুয়েল নেয়া যায় ।
সুজুকি জিক্সার এসএফ এফআই বাইকটিতে আরও দেয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, সিঙ্গেল সুইং আর্ম, রেয়ার মনোশক সাসপেনশন যাতে ৭- স্টেপ এডজাস্টেবল সেটিং, ১৪০ সেকশন রেয়ার টায়ার, এবং রেয়ার ডিস্ক ব্রেক । বর্তমানে এই বাইকটির মুল্য ধরা হয়েছে ২,৭৯,৯৫০/- টাকা । সুজুকি আরও একটি বাইক লঞ্চ করেছে Suzuki Intruder FI । সুজুকি ইট্রুডার হচ্ছে ক্রজার বাইক, বাংলাদেশে বাইকটি লঞ্চ করা এবিএস সহ । বর্তমানে ভার্সনের সাথে ফুয়েল ইঞ্জেকশন (এফআই) যুক্ত করে নতুন ভাবে বাইকটি লঞ্চ করা হয়েছে । এফআই এর কারনে বাইকটির ইঞ্জিন আরও স্মুথ ও এক্সেলারেশন ভাল হবে । নতুন Suzuki Intruder ABS বাইকটির মুল্য ধরা হয়েছে ২,৯৯,০০০/- টাকা ।
নতুন Suzuki Intruder Fi ABS বাইকটিতে দেয়া হয়েছে নতুন ধরনের কালার স্কিম, রেয়ার সিট রেস্ট, ফুট পেগ অনেক কমফোর্টেবল করে দেয়া হয়েছে । যাতে রাইডার আরও আরাদায়ক ভাবে রাইড করতে পারেন । এমনি খাটো উচ্চতার ৫ফুট ৬ ইঞ্চি উচ্চতার রাইডাররাও অনেক সহজেই বাইকটি রাইড করতে পারবেন । এফআই ভার্সনটিতে নতুন কালার স্কিমও দেয়া হয়েছে, বাইকটির সৌন্দর্য বর্ধনের জন্য ।
আমরা Rancon Motorbikes Ltd এর অফিশিয়ালদের প্রশ্ন করে ছিলাম যে 2019 Suzuki Gixxer & Gixxer SF বাংলাদেশে কবে লঞ্চ হবে বা হবার সম্ভাবনা আছে কিনা । তবে তারা আমাদের কিছুই জানায়নি । কিন্তু আমরা আশা ছাড়ছি না, খুব শীঘ্রই আমরা আপনাদের আরও আপডেট জানাতে পারব । Lets See Suzuki Gixxer price in Bangladesh here.
T
Published by Ashik Mahmud Bangla