Shares 2
Suzuki Gixxer ২৮০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - ইউসুফ
Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla
আমার নাম মোঃ ইউসুফ আলী, জেলা:বগুড়া কিন্তু আমি সিরাজগঞ্জে থাকি । আমি ০৪ - ১১ - ২০২২ ইং তারিখে Suzuki Gixxer কার্বুরেটর রেড কালার মোটরসাইকেলটি ক্রয় করি ।
Suzuki Gixxer ২৮০০০ কিলোমিটার মালিকানা রিভিউ
এই বাইকটি নিয়ে এখন পর্যন্ত মোট ২৮,০০০ কিলোমিটার রান করেছি আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হই নাই। এর মধ্যে দুইটি বড় টুর ছিল একটি সিলেট যা ছিল ১০০০ কিলোমিটার এর এবং দ্বিতীয়টি সাজেক, রাঙ্গামাটি ও বান্দরবান যা ছিল ১৬০০ কিলোমিটার এর। এই ২৮,০০০ কিলোমিটার এর মধ্য আমি বেশ কিছু ভালো দিক এবং খারাপ খারাপ দিক উপলব্ধি করেছি ।
Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক -
- লুকস
- ডিজাইন
- বিল্ড কোয়ালিটি
- কন্ট্রোলিং
Suzuki Gixxer বাইকের কিছু খারাপ দিক -
- ৫০ থেকে ৬০ কিলোমিটার একটানা চালানোর পরে ইঞ্জিন এর স্মুথনেস কমে যায়
- সিটি রাইডে হিটিং ইস্যু
- 70-80 স্পিড অনায়েসে ওঠে কিন্তু তার বেশি যখনই উঠাইতে যায় গাড়ি ভাইব্রেট শুরু হয় যা বিরক্তকর
- পিলিয়ন সিট কম্ফোর্টেবল না
এগুলা আমার একান্তই পার্সোনাল মতামত যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
লিখেছেনঃ মোঃ ইউসুফ আলী
T
Published by Shuvo Bangla