Shares 2

Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 এর প্রি-বুকিং নিয়ে বিস্তারিত তথ্য

Last updated on 23-Nov-2024 , By Badhan Roy

বন্ধুরা সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ থেকে আপনাদের জন্য রয়েছে এক নতুন চমক। সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ থেকে লঞ্চিং এর ডেট ও প্রাইসের পুরোপুরি নিশ্চিত তথ্য ব্যাতিত Suzuki Gixxer 250 এবং Gixxer SF 250 বুকিং নেওয়া হচ্ছে? প্রি-বুকিং করতে কি প্রয়োজন? লঞ্চিং ও ডেলিভারি কবে হবে? বাইকের প্রাইস কত হতে পারে? এসব বিষয় নিয়েই আজ কিছু তথ্য থাকছে আপনাদের জন্য।

 

Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 এর প্রি-বুকিং

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ থেকে ২৫০ সিসি সেগমেন্টে The Fastest Bike ট্যাগলাইন খ্যাত Suzuki Gixxer 250 এবং Gixxer SF 250 লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। শুধুমাত্র Fastest Bike ই নয়, বরং বেটার কন্ট্রোলিং এর জন্য বাইক দুটির Dual Channel ABS পারফর্মেন্স ও বেশ উন্নত। 

ইতিমধ্যে Rancon Motors LTD. বাইক লঞ্চিং এর আগেই তাদের সুজুকি ফ্ল্যাগশিপ সেন্টার সহ দেশের সকল ডিলারপয়েন্ট থেকে বুকিং নিচ্ছে গত ২১ নভেম্বর ২০২৪ থেকে। মাত্র ৫০০০ টাকা দিয়েও আপনি Gixxer 250 এবং Gixxer SF 250 বাইকটি প্রি বুকিং দিতে পারবেন। বাইকারদের মধ্যে নতুন এই বাইকটি নিয়ে আগ্রহ যেমন অনেক বেশি, তেমনই বাইকারদের মনে বেশ কিছু প্রশ্ন ও জেগেছে এর প্রি-বুকিং বিষয়ে। 

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে বাইকটি লঞ্চ করা হবে। তবে নামমাত্র মূল্যে অর্থাৎ মাত্র ৫০০০ টাকা দিয়েও আপনি Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 বাইকটি প্রি-বুকিং করতে পারবেন। 

আর লক্ষণীয় এবং আকর্ষণীয় বিষয় যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে লঞ্চিং এর পরদিন থেকেই বাইক ডেলিভারি দেওয়া হবে প্রি-বুকিং এর সিরিয়াল অনুযায়ী (স্টক থাকা সাপেক্ষে)। গতানুগতিক ভাবে আমরা যা দেখি বাইক লঞ্চিং এর পর প্রি-বুক করে ক্রেতাগণকে দীর্ঘ সময় ধরে অপেক্ষার প্রহর গুনতে হয়। সেখানে Suzuki Bangladesh সম্পূর্ণ বিপরীত অবস্থানে যেয়ে সম্মানিত বাইকারদের লঞ্চিং এর পরপরই বাইক হস্তান্তর করতে চায়, যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। 

আর সব থেকে বেশি যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো বাইকগুলোর দাম কত হতে পারে? বাইকের একদম এক্সাক্ট প্রাইস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না হতে পারলেও আমরা দেখেছি যারা প্রি-বুকিং অথবা বাইক সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য সুজুকি এর নিকটস্থ শো-রুম ভিজিট করছেন তাদের শো-রুম থেকে সম্ভাব্য ধারণা দেওয়া হচ্ছে। 

প্রত্যেক বাইকের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইস রেঞ্জ কেমন হতে পারে তা সম্পর্কে ক্রেতাগণকে পরিষ্কার ধারণা দেওয়ার পরেই বাইকের প্রি-বুকিং গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক মার্কেটে মেটালিক ম্যাট স্টেলার ব্লু এবং মেটালিক ম্যাট ব্ল্যাক কালার এভেইলেবল আছে। তবে দেখার বিষয় এই কালার গুলোর বাইরে বাংলাদেশের জন্য Rancon Motors LTD নতুন কোন কালার কম্বিনেশন আনে কি না। 

এখন বাইকারদের মনে প্রশ্ন আসতে পারে লঞ্চিং এর ডেট ও প্রাইসের পুরোপুরি নিশ্চিত তথ্য ব্যাতিত Rancon Motors LTD কি কারনে বাইকের প্রি-বুকিং নিচ্ছে? এ বিষয়ে আমরা জানতে পেরেছি Suzuki Bangladesh খুব লিমিটেড স্টক নিয়ে বাইক দুইটি বাংলাদেশে এনেছে এবং বাংলাদেশের সকল সুজুকি বাইক  লাভার এবং এন্থুসিয়াস্টদের জন্য লঞ্চিং আগেই প্রি-বুক অপশন চালু করেছে। এতে সুজুকির লয়াল বাইকাররা যাতে প্রায়োরিটি পায় সেই জন্যই এইভাবে প্রি-বুকিং এবং The Fastest Bike এর Fastest Delivery এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রি-বুকিং এবং Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 বাইকগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।


 𝗦𝘂𝘇𝘂𝗸𝗶 𝗙𝗹𝗮𝗴𝘀𝗵𝗶𝗽 𝘀𝗵𝗼𝘄𝗿𝗼𝗼𝗺 𝗗𝗵𝗮𝗸𝗮

226 Tejgaon Industrial Area, Dhaka.

Phone 09617999911 

𝗗𝗵𝗮𝗸𝗮 𝗙𝗹𝗮𝗴𝘀𝗵𝗶𝗽 𝗦𝗵𝗼𝘄𝗿𝗼𝗼𝗺 (𝗗𝗵𝗮𝗻𝗺𝗼𝗻𝗱𝗶)

New 80, Rangs Panorama, Shatmasjid Road, Dhanmondi 27, Dhaka.

Phone: 𝟎𝟏𝟕𝟎𝟖𝟒𝟓𝟒𝟖𝟎𝟑

Mabs Union Motors LTD (Mirpur Sheorapara)

East Side Of Metro Rail Piller NO- 323, 220/D/4 West Kafrul, Rokeya Sarani Mirpur 

Phone 01746128284

Mabs Union Motors LTD (Mirpur 60 feet)                                     

2/ka/2, Hazi Abdus Sattar Market, 60 Feet Road, North Pirerbaf (Chapra Masjid), Mirpur 

Phone 01819999954

এছাড়াও যোগাযোগ করতে পারেন Suzuki এর সকল অথোরাইজড ডিলারপয়েন্ট ও শো-রুমে।

Published by Badhan Roy