Shares 2

Suzuki Gixxer 155cc ৩,০০০ কিলোমিটার রাইড - রাকিব আহসান

Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla

আমার নাম রাকিব আহসান । আমি বরিশাল সদরে থাকি । আমি কিছুদিন আগে আমার একটি স্বপ্ন পূরন করতে সক্ষম হয়েছি , আর সেটি হচ্ছে আমার বাইক । আর আজ আমি আমার সেই প্রিয় বাইক Suzuki Gixxer 155cc নিয়ে ৩০০০ কিলোমিটার যাত্রার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি ।

Suzuki Gixxer 155cc ৩,০০০ কিলোমিটার রাইড - রাকিব আহসান

suzuki gixxer 155cc price in bangladeshছোটবেলা থেকেই বাইক এর প্রতি ভালোবাসা ছিল। তবে পরিবারের কারো বাইক না থাকায় আর শিখতে পারিনি। কারো কাছে চাইতে লজ্জা লাগত যদি কেউ না করে। তবে মনের ভিতরে খুব আশা ছিল বাইক কিনব তাও নিজের টাকায়। সেই সপ্ন বাস্তবায়ন করার জন্য। টিউশন করতাম মনে স্বপ্ন ও আশা। তারপর ফ্রিল্যান্সিং শুরু করলাম কিছু টাকা জমালাম তবে এখন আরেক সমস্যা মা, বাবা, ভাই কেউ রাজি না তাদের রাজি করাতে আমার ৩ বছর সময় লাগছে। তবে আল্লাহর রহমত এই রোজার ঈদে (২০২০) বাইক নিলাম তাও সম্পূর্ণ নিজের টাকায়। Suzuki Gixxer 155cc Single Disc (2017) সব থেকে মজার ব্যাপার বাইক কিনে তারপর চালানো শিখছি। যেহেতু বাইক নতুন আমি রাইডার ও নতুন সেহেতু আমার যাত্রাটা ছিল অন্যদের থেকে একটু ভিন্ন । এই চ্যালেঞ্জিং যাত্রার অন্যরকম অভিজ্ঞতা আজ আমি শেয়ার করতে যাচ্ছি।suzuki gixxer user in bdবাইক ভালোলাগা পছন্দ করার পিছনে বেশ কিছু কারন আছে । বাইক দিয়ে প্রকৃতি উপভোগ করা যায়, মন খারাপ থাকলে রাইডিং এ মন ভালো হয়ে যায়, যখন ইচ্ছে যে কোন জায়গায় যাওয়া যায় । বাইক বেছে নেওয়ার ব্যাপারে আমার বন্ধু সোহান আমাকে অনেক সাহায্য করছে। ও আমাকে বাইক এর ভালো ও খারাপ দিক বিবেচনায় বাইকটি সাজেস্ট করে।

আমার Suzuki Gixxer 155cc বাইকটি বেছে নেওয়ার পেছনে কিছু কারন ছিল । যেমন - বাজেট, লুকস, মাইলেজ, কম্ফোর্ট, ব্রেকিং এর সব গুলোই এই বাইকে আছে যেমনটা আমার চাওয়া ছিল। বাইকটি আমি কিনেছি ১,৬৫,০০০/- টাকায়। বাইকটি কিনেছি বরিশাল সুজুকি শো-রুম থেকে । যখন সবকিছু ঠিক হয়ে যায় এবং বাইক কেনার ফাইনাল সিদ্ধান্ত হয় তখন এর অনুভূতি ছিল অসাধারন যা বলে বা লিখে প্রকাশ করার মত নয় । এত বছর এর স্বপ্ন পূরন হতে যাচ্ছে । বাইক কিনতে যাওয়ার আগের রাতে ঘুমাতে পারিনি। সকালে শো-রুমে চলে গিয়েছি ।suzuki gixxer 155cc rideআমি বাইক কেনার আগে চালাতে পারতাম না । নিজের টাকায় নিজের প্রথম বাইক নিজে চালাচ্ছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মত নয়। তবে এটুকু বলবো এই মুহুর্ত গুলো লাইফে স্মরনীয় হয়ে থাকে, যা কখনো ভুলার নয় । বাইকটি কেনার পেছনে কারন ছিল পাবলিক পরিবহন থেকে মুক্তি পেয়ে স্বাধীন ভাবে বাইক নিয়ে যে কোন যায়গায় যাবো । বাইকটিতে আছে ১৫৫সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। বাইকটি এয়ার কুল।

সুজুকি জিক্সার সিরিজ এর নেকেড স্পোর্টস বাইক। পেছনে দেওয়া আছে ১৪০ সেকশন টায়ার। সামনে ডিক্স ব্রেক পেছনে ড্রাম ব্রেক। আমি অনেক কম্ফোর্ট নিয়ে প্রতিদিন বাইকটি রাইড করি । আমার বাইকটি এখন পর্যন্ত ১ বার সার্ভিস করিয়েছি। নতুন রাইডার হিসেবেও বাইকটিতে এখন পর্যন্ত কোন প্রকার কোন সমস্যা হয়নি। বাইকটিতে আমি ২৫০০ কিলোমিটার পূর্বে মাইলেজ পেতাম আনুমানিক ৩৫+ কিলোমিটার প্রতি লিটার তখন ভালো চালাতেও পারতাম না। আবার বাইকও নতুন ছিল ২৫০০ কিলোমিটার পরে বাইকের মাইলেজ পাচ্ছি ৪০+ কিলোমিটার প্রতি লিটার । মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট ।gixxer 155cc test ride

 আমি যেহেতু নতুন রাইডার সেহেতু আমার বাইকের ব্যাপারে একেবারেই ধারনা কম ছিল। আমার বন্ধু সোহান অনেকদিন ধরে সেইম বাইক ব্যবহার করে। আমি ওর পরামর্শে বাইকের সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করি। আমি বাইকটিতে শেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি এবং গ্রেড 20w40 মিনারেল ।

বাইকটিতে এখন পর্যন্ত আমি কোন প্রকার পার্টস পরিবর্তন করিনি। কোন অংশ পরিবর্তন বা মডিফাই করিনি। আমি যেহেতু নতুন আপাতত টপ স্পিড নিয়ে তেমন আগ্রহ নেই। তবে আমার এক ছোট ভাই ১১৭ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত স্পীড তুলেছে। রাস্তা থাকলে আরো স্পিড পাওয়া যেত । 

বাইকটির কিছু ভালো দিক -

  • রেডি পিকআপ
  • মাইলেজ
  • ব্রেকিং
  • লুকস
  • কম্ফোর্ট

suzuki bike user in bd

বাইকটির কিছু খারাপ দিক -

  • পিলিয়ন সিট কম্ফোর্ট না
  • হেডলাইটের আলো কম
  • লং রাইডে পার্ফরমেন্স ড্রপ করে
  • পার্টস এর দাম তুলনামূলক বেশি
  • হ্যান্ডেলবার স্পোর্টস বাইক হিসেবে মানায় না

বাইকটি নিয়ে এখন পর্যন্ত আমি কোন লং ট্যুর দেইনি তবে ইচ্ছে আছে বাইকে করে বাংলাদেশটা ঘুরে দেখার। বর্তমান বাজেটে এই বাইকটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। আপনি যদি কম বাজেটে ভালো লুকস ,মাইলেজ, রেডি পিকাপ , কম্ফোর্ট চান তবে আপনি Suzuki Gixxer 155cc বাইকটি দেখতে পারেন । ধন্যবাদ।   

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ রাকিব আহসান

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Raihan Opu Bangla