Shares 2
Suzuki Gixxer 150 Dual Disc ১১০০০ কিলোমিটার রিভিউ - হোসেইন আহমেদ
Last updated on 27-Jul-2024 , By Raihan Opu Bangla
আমি হোসাইন আহমেদ ঢাকায় বসবাস করি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার গ্রামের বাড়ি ঢাকা থেকে সুদূর কক্সবাজার শহরে। আমার জীবনের প্রথম বাইক চালানো আমার অফিসের বসের TVS Metro দিয়ে। বসের বাইক নিয়ে কাজের ফাঁকে ফাঁকে চালানোর জন্য রাস্তায় নেমে পরতাম। আজ আমি আপনাদের সাথে আমার Suzuki Gixxer 150 Dual Disc (Dual Tone) বাইকটি নিয়ে কিছু কথা ও অভিজ্ঞতা শেয়ার করব।
অফিসের বসের বাইক একদিন চালাতে গিয়ে বাম পাশের সিগনাল লাইটটি ভেঙ্গে ফেলেছিলাম পরে সাথে সাথে ঠিক করে দিয়েছি। খুব লজ্জা পেয়েছিলাম সেদিন। বস অবশ্য ঠিক করে দেয়ার জন্য আমাকে বকা দিয়েছে কেন ঠিক করালাম। যাই হোক আমি যখন বাসে করে ঢাকা কক্সবাজার আসা যাওয়া করতাম বাইকারা যেভাবে রাইডিং করে যেত আমার খুব ভাল লাগতো বাড়িতে গিয়ে যখন কলাতলি অথবা মেরিন ড্রাইভে যেতাম দেখতে পেতাম বাইকারা কতো মজা করে রাইড করছে আমি মনে মনে শুধু ভাবতাম কবে একটি বাইক নিয়ে এভাবে রাইড করব।
ব্যাক্তিগত ভাবে কেনো জানি সুজুকির প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো বাইকের ডিজাইন লুকিং সবকিছু মিলিয়ে খুব ভালোবাসতাম। সে চিন্তা ভাবনা থেকে বসের সাথে আলোচনা করলাম বস বলল আমার সাথে চলেন সুজুকি শোরুম পরিচিত আছে। তারপর বস বেগম রোকেয়া সরণী ম্যাবস ইউনিয়ন সুজুকি শোরুমে নিয়ে গেলেন।
শোরুমের ম্যানেজার মামুন ভাইয়ের সাথে কথা বলে Suzuki Gixxer 150 Dual Disc (Dual Tone) বাইকটি নেয়ার সিদ্ধান্ত নিলাম তখন দাম ছিল ২ লক্ষ টাকা। বাইক চালানো শিখার ৩মাসের মাথায় ১৪ জানুয়ারি ২০২০ তারিখে প্রথম বাইকে বসে খুব শান্তি আর ভালবাসা হাতে পাওয়ার খুশি বুঝাতে পারব না। তারপর মার্চ মাস থেকে যখন করোনার জন্য বাস বন্ধ করে দিল এর মদ্ধে কক্সবাজার ৪বার আসা-যাওয়া করেছি বাইকটির ব্যালেন্স, কন্ট্রলিং আর ব্রেকিং খুব ভালো। সেই থেকে এই পর্যন্ত ১১০০০ হাজার কিলোমিটার রাইড করেছি। আমি সবসময় সর্বোচ্চ ম্যাইন্টেনেন্স করার চেষ্টা করি যেমন সময়মতো ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার,মবিল ফিল্টার পরিবর্তন ইত্যাদি।
Suzuki Bike Price In Bangladesh
৪০০০ কিলোমিটার পর থেকে মটুল ৭১০০ ১০০% সিন্থেটিক ব্যবহার করছি যার কারনে বাইকের সাউন্ড এক্সেলারেশন খুব ভাল আর মাইলেজ এর বিষয়ে কিছু বলার নাই কারন ৪৩ - ৪৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে বিশ্বাস করেনি।
আমি ওদেরকে টেস্ট করে দেখিয়েছি আমি মাইলেজ ভালো পাই তবে তার জন্য অবশ্যই আপনাকে ভালো ফুয়েল ব্যবহার করতে হবে,স্পার্ক প্লাগ ইরিডিয়াম লেজার ব্যবহার করছি খুব ভাল পারফর্মেন্স পাচ্ছি। মোট কথা আমি সুজুকি নিয়ে খুবি ভালো, যদি কেউ বাইক কিনতে চান নিশ্চিন্তে সুজুকি নিতে পারেন ম্যাইন্টেনেন্স ভালো করলে রেজাল্ট ভালো পাবেন। ধন্যবাদ।
লিখেছেনঃ হোসেইন আহমেদ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Raihan Opu Bangla