Shares 2
সুজুকি বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Suzuki Access 125 2021!
Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla
বাংলাদেশে সুজুকির একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে Rancon Motorbikes Ltd। তারা সম্প্রতি লঞ্চ করেছে Suzuki Access 125 2021 স্কুটার। ২০২১ এর এই ভার্সনে দেয়ার হয়েছে Fuel Injection (FI) এবংসেই সাথে যুক্ত করা হয়েছে Combined Braking System (CBS)।
এই স্কুটারটি তিন কালারে পাওয়া যাবে। কালার তিনটি হচ্ছে, কালো, নীল ও গ্রে। স্কুটারটির দাম হচ্ছে ১৬৪,৯৫০/- টাকা, এই দামে বিক্রয়ের দিক থেকে গত দুই বছরে এই স্কুটারটি বাংলাদেশে অন্যতম বেস্ট স্কুটার।
সুজুকি বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Suzuki Access 125 2021!
Suzuki Access 125 2021 স্কুটারটির জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে, এই স্কুটারটি শুধু মাত্র সাইজের হিসেবে কম্প্যাক্ট এবং সেই সাথে রয়েহে ক্ল্যাসিক লুকস। সুজুকি স্কুটারটিকে খুব বেশি গর্জিয়াস করেনি, লুকস ও ডিজাইনে সাধারণ ভাবেই রাখা হয়েছে।
স্কুটারের ফিচার্সের দিকে রয়েছে হ্যালোজেন হেডলাইট, এবং সেই সাথে ক্রোম প্লেটিং, ইন্ডিকেটর গুলো বডির সাথে এডজাস্ট করা। এছাড়া স্কুটারটির এক্সহস্টেও ক্রোম প্লেটিং দেয়া হয়েছে। তার সাথে স্কুটারটির ড্যাশবোর্ডে রয়েছে এনালগ স্পিডোমিটার ও এর সাথে ডিজিটাল ওডোমিটার।
Suzuki Access 125 এর ফিচার্সের মধ্যে অন্যতম দিক হচ্ছে এর স্টোরেজ, এই স্কুটারটি বিক্রয়ের অন্যতম কারণও হচ্ছে এর স্টোরেজ। এই স্কুটারটির স্টোরেজ ক্ষমতা হচ্ছে ২২ লিটার, সামনের দিকে রয়েছে ব্যাগ ক্যারি করার জন্য হুক ও পকেট রয়েছে যাতে সহজে ৫০০ মিলি পানির বোতল নেয়া যায়।
স্কুটারটি ফিচারের মধ্যে আরও রয়েছে এর বড় সিট এবং সেই সাথে ফ্লোর বোর্ড। এর সিট বড় ও প্রশস্ত হবার কারণে পিলিয়ন নিয়ে রাইড করা খুব সহজ ও আরামদায়ক।
স্কুটারটির ইঞ্জিন হচ্ছে ১২৫সিসি এয়ার কুলিং ইঞ্জিন, সেই সাথে এতে দেয়া হয়েছে সেলফ ও কিক উভয় স্টার্ট সিস্টেম। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 8.5 BHP @ 7000 RPM এবং 10.2 NM of Torque @ 5000 RPM ক্ষমতা উৎপন্ন করা সম্ভব। এছাড়া এতে যুক্ত করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, যাতে এর পাওয়ার ডেলিভারি আরও স্মুথ হয়েছে।
যদি ভাল গ্রেডের ফুয়েল ব্যবহার করা হয় তবে ভাল একটি মাইলেজও পাওয়া যাবে স্কুটারটি থেকে। এর উভয় টায়ার টিউবলেস এবং ৯০টি সেকশন টায়ার। সামনের দিকে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক ও রেয়ার ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক।
অপরদিকে নতুন Suzuki Access 125 2021 স্কুটারটিতে দেয়া হয়েছে সিবিএস(কম্বাইন ব্রেকিং সিস্টেম), যাতে রেয়ার ব্রেক এপ্লাই করার সাথে সাথে দুটি ব্রেক এক সাথে কাজ করে। এটি স্কুটারটির ব্রেকিং এর দক্ষতা আরও বাড়িয়ে তুলবে।
এই স্কুটারটিতে দেয়া হয়েছে CVT ট্রান্সমিশন, মানে অটোমেটিক গিয়ার ট্রান্সমিশন। অপরদিকে সাসপেনশন এর ক্ষেত্রে দেয়া হয়েছে সামনের দিকে টেলিস্কোপিক কয়েল ওয়েল ডাম্পড, আর রেয়ারে দেয়া হয়েছে কয়েল স্প্রিং ওয়েল ডাম্পড।
স্কুটারটি ওজনে প্রায় ১০২ কেজি এর সাথে এর স্যাডেল হাইট হচ্ছে ৭৮০মিমি, যাতে কম উচ্চতার রাইডাররা খুব সহজে বাইকটি রাইড করে পারবেন। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ৫.২ লিটার।
T
Published by Shuvo Bangla