Shares 2
REV Trading: মোটরসাইকেল এক্সেসরিজের নতুন শো-রুম!
Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla
Rev Trading হচ্ছে ঢাকা মোটরসাইকেল এক্সেসরিজের নতুন শোরুম। শোরুমটি ঢাকার ইস্কাটনে অবস্থিত। গত তিন দশক ধরে ঢাকার ইস্কাটন হচ্ছে মোটরসাইকেল মার্কেটের সবচেয়ে বড় একটি মার্কেট। Rev Trading হচ্ছে Wings BD Ltd এর একটি সিস্টার কনসার্ন, যারা বাংলাদেশে Honda Bike এর সবচেয়ে বড় ডিলার।
REV Trading: মোটরসাইকেল এক্সেসরিজের ঢাকায় নতুন শো-রুম !
তো রেভ ট্রেডিং আমাদের জন্য কি নিয়ে এসেছে। মোটরসাইকেল রাইডারের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন সেফটি হচ্ছে হেলমেট। বর্তমানে রেভ ট্রেডিং নিয়ে এসেছে দুটি নতুন Helmet Brand।
ইনডেক্স (INDEX) এই ব্র্যান্ডটি থাইল্যান্ডের একটি হেলমেট ব্র্যান্ড। তাদের লাইন আপে তিনটি মডলের হেলমেট রয়েছে।
- Dunk - এই হেলমেটটি হচ্ছে একটি ওপেন ফেস মানে খোলা মুখের হেলমেট। এই হেলমেটটি তাদের জন্য ভাল হবে যাদের হেলমেট কেনার জন্য বাজেট কম থাকে। হেলমেটটির ওজন হচ্ছে ১০০০ গ্রাম। এই হেলমেটটির বর্তমান দাম হচ্ছে ১৫০০/- টাকা। হেলমেটটি পাঁচটি কালারে পাওয়া যাবে। চলুন দেখে নেয়া যাক হেলমেটির কিছু ফিচার্স - ১. হাই ইম্প্যাক্ট রেজিস্টেন্স প্ল্যাস্টিক ২. এন্টি স্ক্র্যাচ কোটিং ৩. পলিকার্বোনেট ভাইজর ৪. কুইক রিলিজ বাকল ৫. থাই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড
- Titan - এই হেলমেটটিও হচ্ছে ওপেন ফেস বা খোলা মুখের হেলমেট। এই হেলমেটটির দাম হচ্ছে ২৪৫০/- টাকা। এই হেলমেটটি দুটি কালারে পাওয়া যাবে।
- 811 - এই হেলমেটটি হচ্ছে ফুল ফেস হেলমেট এবং এটি ECE সার্টিফাইড। হেলমেটটির দাম হচ্ছে ৩৫০০/- টাকা
ID - আইডি এই ব্র্যান্ডটি হচ্ছে থাইল্যান্ডের অন্যতম একটি হেলমেট কোম্পানি। রেভ ট্রেডিং এই ব্র্যান্ডের একটি মডেল নিয়ে এসেছে, সেটি হচ্ছে ID Spartan। এই হেলমেটের দাম হচ্ছে ৪,৫০০/- টাকা এবং চারটি গ্রাফিক্স অপশনে পাওয়া যাবে। এদের মধ্যে একটির গ্রাফিক্স এ ৯৩ দেয়া হয়েছে, আপনি যদি মার্ক মারকুইজ এর ফ্যান হয়ে থাকেন তবে আপনার কাছে এই হেলমেটি অন্যতম পছন্দের হেলমেট হবে।
ID Spartan হেলমেটটি হচ্ছে ECE সার্টিফাইড হেলমেট। এটি ওজনে প্রায় ১৩০০ গ্রাম এবং এতে ৪টি ভেন্ট রয়েছে বাতাস প্রবাহের জন্য। এছাড়া একটি চিন স্ট্রিপ দেয়া হয়েছে। এতেও রয়েছে পলিকার্বনেট সেল কোট ও সাথে স্ক্র্যাচ রেজিস্টেন্স, নন-ডিজলিং কোটিং। হেলমেটের ভিতরে একটি ওয়াশবেল এবং রিমুভাল লিনিয়ার দেয়া হয়েছে।
T
Published by Raihan Opu Bangla