Shares 2

Pulsar Thrill Mania 2020 – ওপেন ট্র্যাক রাইডিং ইভেন্ট!

Last updated on 01-Aug-2024 , By Ashik Mahmud Bangla

Bajaj Motorcycles Bangladesh এবং উত্তরা মোটরস আয়োজন করতে যাচ্ছে "Pulsar Thrill Mania 2020" । এটি বাংলাদেশী বাইকারদের জন্য একটি ট্র্যাক রাইডিং ইভেন্ট । ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ এবং ১৪ ই মার্চ ২০২০ তারিখে ।

pulsar-thrill-mania

Pulsar Thrill Mania 2020 - বিস্তারিত

পালসার থ্রীল ম্যানিয়া ২০২০ এই ইভেন্টটি হচ্ছে সেই সকল বাইকারদের জন্য যারা নিজেদের রাইডিং সবার সামনে তুলে ধরতে চান তাদের জন্য । এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১৩ এবং ১৪ ই মার্চ ২০২০ তারিখে, শহীদ পার্ক, টাউন হল, মোঃপুর । সেখানে একটি ট্র্যাকে বাইকারদের দেয়া হবে রাইড করার জন্য, সেখানে তাদের সবচেয়ে দ্রুত গতিতে কম সময়ে চ্যালেঞ্জটি শেষ করতে হবে । প্রতিদিন ছয় জন বাইকার যারা সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জটি সম্পূর্ন করতে পারবেন তাদের দেয়া হবে পুরস্কার । এই দু দিনের ইভেন্টে ছয়জন বাইকারকে মানে টপ পারফর্মাকে পুরস্কৃত করা হবে । প্রতিদিন একজন বাইকার যিনি সবচেয়ে কম সময়ে ট্র্যাক চ্যালেঞ্জ সম্পূর্ন করতে পারবে বাইকের কোন ধরনের ক্ষতি না করে, তাকে বিজয়ী ঘোষনা করা হবে । আর তিনি পেয়ে যাবে ১০,০০০/- টাকা । বাকি যারা রয়েছেন টপ ৫ জন রানার্স পেয়ে যাবেন ২৫০০/- টাকা ।

Pulsar Thrill Mania 2020 - রেজিস্ট্রশন

রাইডার যারা এই ইভেন্টে অংশ গ্রহণ করতে চান তারা অবশ্যই ইভেন্টের আগে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন স্লট অনেক লিমিটেড, প্রতিদিনের জন্য ৩০০ জনকে রেজিস্ট্রেশন করে রাইডার নেয়া হবে । রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে । বাইকারকে অংশ নিতে অবশ্যই নিচের দেয়া রেজিস্ট্রেশন লিংকে গিয়ে ফর্ম পূরন করতে হবে । এছাড়া রাইডার কে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে তিনি কোন দিন অংশ গ্রহণ করতে চান ১৩ নাকি ১৪ মার্চ ।

Pulsar Thrill Mania 2020 - রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন

pulsar-thrill-mania-2020

পালসার থ্রীল ম্যানিয়া ২০২০ বাইকারদের জন্য একটি আকর্ষনীয় ইভেন্ট হবে বলে আশা করছি । যারা তাদের রাইডিং দক্ষতা প্রমাণ করতে চান তারা এই ইভেন্টে অংশ গ্রহণ করতে পারেন । আশা করা যাচ্ছে এই ইভেন্টটি একটি সফল ইভেন্ট হবে এবং ভবিষ্যতে এই ধরনের আরও ইভেন্ট আয়োজিত হবে ।

Published by Ashik Mahmud Bangla