Shares 2
Pulsar Stuntmania – চতুর্থ পর্বের বিস্তারিত । বাইকবিডি
Last updated on 15-Nov-2023 , By Raihan Opu Bangla
Pulsar Stuntmania চলছে পুরোদমে । গত শুক্রবার এই চতুর্থ এপিসোড সম্প্রচার করা হয়েছে । এই চতুর্থ এপিসোডে অনেক মজার এবং এক্সাইটিং গেম হয়েছে, যা আজ আমরা এই আর্টিকেলে তুলে ধরব । পালসার স্ট্যান্টম্যানিয়া বাংলাদেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হওয়া স্টান্ট রিয়েলিটি শো । পালসার স্টান্ট ম্যানিয়া সিজন এক এর এপিসোড গুলো গত কিছু দিন ধরে টিভিতে সম্প্রচারিত হচ্ছে । প্রত্যেক এপিসোডেই আছে প্রতিযোগীদের জন্য আছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং যারা এই চ্যালেঞ্জ গুলো পার করতে পেরেছে তারা শুধু মাত্র পরবর্তি রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছে ।
Pulsar Stuntmania – চতুর্থ পর্ব
পালসার স্টানম্যানিয়ার চতুর্থ এপিসোড শুরু হয়ে গর্জিয়াস হোস্ট ইন্দ্রানী দাস এর উপস্থাপনায় । এছাড়া অভিনয় শিল্পী এবিএম সুমন এবং সোহানা সাবা স্টান্ট ম্যানিয়ার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ।
Also Read: Pulsar Stuntmania - তৃতীয় পর্ব ও বিস্তারিত | বাইকবিডি
নয়জন প্রতিযোগী শুধু মাত্র তাদের পারফর্মেন্স দেখানোর সুযোগ পাবেন এবং তাদের কে একে অপরের বিরুদ্ধে লড়াই করে চ্যালেঞ্জ জয় করতে হবে । তাদের সামনে রয়েছে কঠিন সব চ্যালেঞ্জ । স্টান্ট রাইডারদের দুটি চ্যালেঞ্জ পুরোন করতে হবে এবং পয়েন্ট কালেক্ট করতে হবে পরবর্তি রাউন্ডে যাওয়ার জন্য । সেখানে দুটি চ্যালেঞ্জ ছিল, উভয় চ্যালেঞ্জ ই এক সাথে পার করতে হবে । প্রথম চ্যালেঞ্জ ছিল, ব্রেক দ্যা পট বা হাড়ি ভাঙ্গা । এটি আমাদের গ্রাম বাংলার প্রচলিত একটা খেলা । তবে এখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে । স্টান্ট রাইডারদের একটা নির্দিষ্ট দুরত্ব থেকে শুরু করে হাড়ি গুলোর কাছে যেতে হবে, সেখানে ব্রেক এর মাধ্যমে স্টপি করে রেয়ার চাকা দিয়ে হাড়ি গুলো ভাঙ্গতে হবে । এছাড়া হাড়ি গুলোর নিচে ছিল কুপন, যা বোনাস পয়েন্ট পেতে রাইডারদের সহায়তা করে । এছাড়া রাইডারদের সময় দেয়া সময় দেয়া হয় আড়াই মিনিটের মত এই স্টান্ট কম্পিলিট করার জন্য । দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল পালসার হকি, স্টান্ট গ্রাউন্ডের সামনে একটি হকি গোলপোস্ট এবং তার সামনে ৬টি হকি বলো রাখা হয় । বাইকারকে এক হাতে বাইক রাইড করতে হবে এবং হকি বল গুলোকে গোল পোস্টে গোল করতে হবে, রাইডার কে ছয়টি সুযোগ দেয়া হয় । কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া, সব রাইডাররা এই চ্যালেঞ্জ কম্পিলিট করতে সক্ষম হয় । যদিও অনেকে আবার সম্পূর্ন ভাবে টাস্ক করতে পারেননি ।
চ্যালেঞ্জ শেষ করার পর ফলাফল ঘোষনা করা হয় । স্টান্ট ম্যানিয়ার রাইডারদের মধ্যে একজন সানোয়ার হোসেন দিনের সেরা রাইডার নির্বাচিত হন । তার রাইডিং স্টাইল, এটিটিউড এবং হাড়ি ভাঙ্গা চ্যালেঞ্জ এ তার পারফর্মেন্স এর জন্য সেরা নির্বাচিত হন । এই এপিসোড এর এলিমেনেশন এর প্রক্রিয়াটি একটু জটিল ছিল । কারন পয়েন্টের ভিত্তিতে টাই হয়েছিল দু জনের মাঝে । তাই একটা বোনাস রাউন্ড করা হয় কে পরবর্তি রাউন্ডে যাবে সেটা নির্নয় করার জন্য । এই রাউন্ডটি ছিল ব্রেক দ্যা পট বা হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা । তবে এবার কিছুটা ভিন্ন ভাবে হয় । দুজন রাইডার মুখোমুখি একই সাথে হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা শুরু করেন । এরপর একজন প্রতিযোগী এলিমেনেট হয়ে চলে যান । এরপর আটজন প্রতিযোগী রয়ে যান, যারা স্টান্ট ম্যানিয়া জয়ের জন্য দৃঢ় সংকল্প বদ্ধ বিজয়ী হবার জন্য । যিনি বিজয়ী হবে তিনি পাবেন নগদ ১০ লাখ টাকা এবং পাবেন একটি নতুন Bajaj Pulsar NS 160 মোটরসাইকেল ।
পালসার স্টান্ট ম্যানিয়ার পরবর্তি এপিসোড এনটিভি তে প্রচারিত হবে আগামী ২০ সেপ্টেম্বর ২০১৯ শক্রবার । তার পরবর্তি এপিসোড আবার তার পরবর্তি শুক্রবার প্রচারিত হবে । এপিসোড গুলো এনটিভি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও পালসার বাংলাদেশ এর ফেসবুক ফ্যান পেজে পাওয়া যাবে ।
T
Published by Raihan Opu Bangla