Shares 2

Pulsar Stuntmania – সেমি-ফাইনাল বিস্তারিত | বাইকবিডি

Last updated on 15-Jul-2024 , By Ashik Mahmud Bangla

Pulsar Stuntmania প্রায় শেষের দিকে চলে এসেছে । কয়েক দিন আগেই এর সেমি-ফাইনাল প্রাচারিত হয়েছে । এই পর্বেই ঘোষনা করা হয়েছে টপ চারজন প্রতিযোগীকে, যারা ফাইনালে যাবেন । চলুন দেখা যাক ফাইনালে যাওয়ার জন্য তাদের কি কি চ্যালেঞ্জ পার করতে হয়েছে । 

প্রথমেই দেখা নেয়া যাক ফাইনালিস্টদের কি কি পার করতে হয়েছে । তাদের কে প্রথমে ১০০ জন, তারপর সেখান থেকে বাছাই করে ৩০ জন, এরপর ১০ জন, প্রতি সপ্তাহে বিভিন্ন চ্যালেঞ্জ পার করে তাদের আজকে এই পর্যায়ে আসতে হয়েছে । যিনি বিজয়ী হবেন তিনি পাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন Bajaj Pulsar NS160 বাইক ।

Pulsar Stuntmania – সেমি-ফাইনাল

সেমি-ফাইনাল শুরু হয় ৫জন প্রতিযোগীকে নিয়ে । তাদের যে চ্যালেঞ্জ দেয়া হয়, সেটি ছিল এই সিজনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ । প্রথমে রাইডার কে স্টার্ট পয়েন্ট থেকে শুরু করে একটি পয়েন্টে পৌছুতে হবে, সেখান থেকে একটি ভেলাতে করে লেক পার হতে হবে । এরপর তাদের অন্য পাশে পৌছানোর পর রাইডারদের জন্য একটি বাইক রাখা ছিল যা দিয়ে পরবর্তি ধাপ গুলো পার হতে হবে ।

boat rowing in bangladesh এই কোর্সে ছিল দুটি র‍্যাম্প কোর্স, একটী জিগজ্যাগ বা আকাবাকা রাস্তার কোর্স, এবং পিচ্ছিল একটা রাস্তা যেখানে রাইডার কে খুব সাবধনার সাথে রাইড করতে হবে । সেখানে একটি খড়ের গাদা ছিল, যেখান লুকানো ছিল কিছু ডার্ট । ৮ ডার্ট লুকানো ছিল, যা রাইডার দের খুজে বের করতে হতো ।

pulsar stuntmania stunts এখানে রাইডারদের কোন সময় বেধে দেয়া ছিল না । তবে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সময় গননা করা হয় কার কত কম সময় লেগেছে কোর্স শেষ করতে । যদি কেউ ক্রাশ করে বা কোন ভুল করে থাকে তবে তার জন্য টাইম পেনাল্টি দেয়া হয় । এরপর ই সেখানে একটা টুইষ্ট ছিল ।

Click Here To Watch Pulsar Stunmania – Semi-Final


Pulsar Stuntmania – ডার্ট গেম

যদিও ডার্ট গেম সহজ, কিন্তু এখানে একটি ছোট্ট টুইস্ট ছিল । একজন প্রোফেশনাল রাইডার তার পেছনে একটি ডার্ট বোর্ড নিয়ে জিরো সার্কেল করবে । প্রতিযোগীকে যেটা করতে হবে সেটি হচ্ছে সুইসাইড বার্ন-আউট এবং তার সংগ্রহ করা ডার্ট গুলো যিনি জিরো সার্কেল করছে তার পিঠে লাগানো ডার্ট বোর্ডে লাগাতে হবে । প্রতিটি সফল ডার্ট লাগানোর জন্য প্রতিযোগী তার কোর্স টাইম থেকে ৩০ সেকেন্ড সময় কমাতে পারবেন ।

zero circles stunt সকল রাইডার ই তাদের বেশির ভাগ ডার্ট বোর্ডে লাগাতে সক্ষম হয় । চ্যালেঞ্জ শেষ হবার পর সানোয়ার হোসেন দিনের সেরা স্টান্ট রাইডার নির্বাচিত হন । রাইডারদের মধ্যে একটু খারাপ পারফর্ম করার কারনে সিয়াম কে এই সিজনের জন্য বিদায় নিতে হয়, অন্য দিকে সানোয়ার, কাইয়ূম, সাদাফ এবং আলী এই চার জন চলে যান পালসার স্টানম্যানিয়া সিজন ১ এর  ফাইনালে ।sanoar hossain pulsar stuntmania Pulsar Stuntmania এর ফাইনাল বা শেষ পর্ব প্রচারিত হবে আগামী ১ নম্ভেম্বর ২০১৯ তারিখে এনটিভি এর পর্দায় । এছাড়া পালসার বাংলাদেশ এর ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখাবে ফাইনাল । আমরা আপনাদের ফাইনাল পর্ব এবং কে বিজয়ী হয়েছেন তা আমাদের ওয়েব-সাইটের মাধ্যমে জানিয়ে দেবো ।

FAQ – Frequently Asked Questions:

  1. Pulsar Stuntmania কি? উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম স্টান্ট রিয়েলিটি শো ।
  2. কি ধরনের বাইক এই শোতে ব্যবহার করা হয়েছে? উত্তরঃ পালসার স্টান্টম্যানিয়া সিজন ১ এ ব্যবহার করা হয়েছে বাজাজ পালসার এনএস ১৬০ বাইক ।
  3. কবে পালসার স্টান্টম্যানিয়ার ফাইনাল অনুষ্ঠিত হবে? উত্তরঃ পালসার স্টান্টম্যানিয়ার ফাইনাল অনুষ্ঠিত হবে ১ নভেম্বর ২০১৯ ।
  4. পালসার স্টান্টম্যানিয়ার গ্রান্ড প্রাইজ কি? উত্তরঃ যিনি বিজয়ী হবে তিনি পাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস ১৬০ ।

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Luyuan EH 01

Luyuan EH 01

Price: 0.00

Luyuan FB 01M

Luyuan FB 01M

Price: 0.00

Luyuan EM 03

Luyuan EM 03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

Salida ZL 3

Salida ZL 3

Price: 0.00

View all Upcoming Bikes