Shares 2

Pulsar Stuntmania – সপ্তম পর্ব ও বিস্তারিত | বাইকবিডি

Last updated on 11-Jul-2024 , By Ashik Mahmud Bangla

পালসার স্টান্ট ম্যানিয়া এখন সপ্তম পর্বে এসেছে পৌছেসে, আর মাত্র ৬ জন প্রতিযোগী রয়ে গিয়েছে এই প্রতিযোগীতায় । Pulsar Stuntmania পুরোদমে চলছে এবং সবার আগ্রহ তৈরি হয়েছে এই শো এর প্রতি, তাছাড়া এই পর্বের পর পর নির্বাচিত হবে প্রথম পাঁচজন স্টান্ট ম্যান বা টপ ফাইভ ।

Pulsar Stuntmania – সপ্তম পর্ব

এই পর্বের শুরু হয়েছিল ছয় জন প্রতিযোগীকে নিয়ে, পর্ব শেষ হতে হতে দেখা যাবে কে আজকে বিদায় নিয়ে চলে যাবে এবং কারা যাবে পরবর্তি রাউন্ডে । প্রতি পর্বেই একজন করে প্রতিযোগী বিদায় নিচ্ছে, শেষ পর্যন্ত বিজয়ী কে হবে সেটা নির্নয় করার জন্য । যিনি বিজয়ী হবে তিনি পাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন Bajaj Pulsar NS 160 মোটরসাইকেল । সপ্তম পর্বটিকে ভাগ করা হয়েছে তিন ভাগে - গেম ১, গেম ২ এবং গেম ৩ । 

প্রথম চ্যালেঞ্জটি ছিল একটি গ্রুপ গেম, যেখানে ছয় জন প্রতিযোগীকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে । প্রতি গ্রুপে ২ জন করে মেম্বার । এই গ্রুপ চ্যালেঞ্জে যারা ভাল পারফর্ম করতে পারবে তারা এই সপ্তাহের জন্য সেফ হয়ে যাবে । বাকি গ্রুপ গুলো দ্বিতীয় চ্যালেঞ্জ বিজয়ী হবার জন্য লড়াই করবে । গেম ২ এ উভয় টিম লড়াই করবে, যারা বিজয়ী হবে তারা সেফ হবেন এবং বাকি গ্রুপটি চলে যাবে এলিমেনেশন রাউন্ডে । 

যেটা হচ্ছে গেম ৩ । গেম ৩ হচ্ছে এলিমেনেশন রাউন্ড যেখানে গেম ২ এ যারা হেরে গিয়ে ছিল সেই গ্রুপের সদস্যরা একে অপরের মুখোমুখি হবে প্রতিযোগীতায় ঠিকে থাকার জন্য । এখান থেকে একজন কে বিদায় নিয়ে চলে যেতে হবে ।

Click Here For Pulsar Stuntmania – Seventh Episode


সপ্তম পর্ব | গেম ১ – কালেক্ট দ্য রিং

প্রথম গেমের জন্য প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয় এবং প্রতি গ্রুপে ২ জন করে সদস্য রাখা হয় । প্রতিটি টিম কে প্রথম গেমটি কমপ্লিট করতে হয়যা যার না হচ্ছে কালেক্ট দ্যা রিং । এই গেমটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে । প্রথম অংশে ২ মিনিট সময়ের মধ্যে রাইডারকে রিং তুলে নিতে হবে, প্রতিবার একটি করে এবং তার টিমমেট কে দিতে হবে যিনি অপর প্রান্তে থাকবেন । 

রাইডার এক সময়ে একটি মাত্র রিং তুলতে পারবেন, অপর রিং টি তোলার জন্য তাকে অবশ্যই ঘুরে আমার স্টার্ট পয়েন্টে আসতে হবে । গেমটির সেকেন্ড পার্ট যিনি টিমের সদস্য তিনি করবেন । সেখানে কয়েকটি ঝুড়ি দেয়া ছিল, রাইডার কে তার পার্টনারের কাছ থেকে রিং কালেক্ট করতে হবে এবং ঝুড়িতে ফেলতে হবে । রাইডার একবারে একটি মাত্র রিং ঝুড়িতে ফেলতে পারবেন । 

যেই টিম ঝুড়িতে সবচেয়ে বেশি রিং ঝুড়িতে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে তারা বিজয়ী হবেন । আলী আকবর এবং আব্দুল কাইয়ূম এর টিম গেম ১ এর বিজয়ী হন, এবং পুরো সপ্তাহের জন্য তারা সেফ হয়ে যান । অপর দিকে অন্য দুই টিম তারা গেম ২ এর জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন ।

সপ্তম পর্ব | গেম ২ – পালসার সারভাইভাল টাস্ক

এই টাস্কটি দিনের দ্বিতীয় টাস্ক ছিল । এখানে গ্রুপের দুজন সদস্য কে একসাথে রাইড করতে হবে । যেখানে প্রথমে রাইডারদের যেটা পারফর্ম করতে হবে সেটা হলো হাই চেয়ার রাইডিং এবং তিনটি রাউন্ড কমপ্লিট করতে হবে । তারপর তাদের ৫টি জিরো সার্কেল সম্পূর্ন করতে হবে এবং শেষে ৫ রাউন্ড হিউম্যান কম্পাস কমপ্লিট করতে হবে । দুটি টিম ই দারুন ভাবে পারফর্ম করেছে । 

তবে খারাপ দিক বা হতাশার দিক হচ্ছে একটি টিম কে যেতে হবে এলিমেনেশন রাউন্ডে । আরএস ফয়সাল এবং সুমন এর টিমটি গেম ২ এর বিজয়ী হয় এবং সানোয়ার ও এসকে ফয়সালের টিম এলিমেনেশন রাউন্ডে চলে যায় ।

Bajaj Pulsar NS160 Review - In Depth Road Test Report


সপ্তম পর্ব | গেম ৩ – ব্রেক দ্য পিরামিড

পালসার স্টান্ট ম্যানিয়ার সপ্তম পর্বের শেষ গেম ছিল ব্রেক দ্য পিরামিড । যেখানে সানোয়ার এবং এসকে ফয়সাল লড়াই করে নিজেদের কে প্রতিযোগীতায় ঠিকিয়ে রাখার জন্য । গেমটি ছিল সেখানে তিনটি পিরামিড দেয়া ছিল এবং কোন দিয়ে একটি লাইন করা ছিল । রাইডারকে জিগজ্যাগ ভাবে কোন গুলো কাটিয়ে গিয়ে একটি বল দিয়ে পিরামিড গুলোকে ভাঙ্গাতে হবে । 

এটাই ছিল গেম ৩ এর চ্যালেঞ্জ । এসকে ফয়সাল পিরামিড ভাঙ্গাতে ব্যর্থ হন, অপর দিকে সানোয়ার দুটি পিরামিড ভাঙ্গাতে সমর্থ হন । তাই এসকে ফয়সালে কে এই পর্ব থেকে বিদায় নিতে হয় । Pulsar Stuntmania সিজন ১ এর আগামী পর্ব প্রচারিত হবে ১১ অক্টোবর ২০১৯ তারিখ এনটিভি এর পর্দায় । পরে এই পর্ব গুলো আপনারা চাইলে এনটিভি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং পালসার বাংলাদেশ ইউটিউব চ্যানেল দেখতে পাবেন ।

Published by Ashik Mahmud Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Luyuan EH 01

Luyuan EH 01

Price: 0.00

Luyuan FB 01M

Luyuan FB 01M

Price: 0.00

Luyuan EM 03

Luyuan EM 03

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

Salida ZL 3

Salida ZL 3

Price: 0.00

View all Upcoming Bikes