Shares 2
New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ - ইউসুফ আলী
Last updated on 31-Jul-2024 , By Shuvo Bangla
আমি মোঃ ইউসুফ আলী । আমি সিরাজগঞ্জে থাকি , আপনাদের সাথে শেয়ার করবো New Suzuki Gixxer বাইকের মালিকানা রিভিউ । আমি ০৪-১১-২০২২ ইং তারিখে সুজুকি জিক্সার কার্বুরেটর রেড কালার মোটরসাইকেলটি ক্রয় করি।
এই বাইকটি নিয়ে এখন পর্যন্ত মোট ২৮,০০০ কিলোমিটার রাইড করেছি । আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন হই নাই । এর মধ্যে দুইটি বড় টুর ছিল একটি সিলেট যা ছিল ১০০০ কিলোমিটার এর এবং দ্বিতীয়টি সাজেক, রাঙ্গামাটি ও বান্দরবান যা ছিল ১৬০০ কিলোমিটার এর।
এই ২৮,০০০ কিলোমিটার এর মধ্য আমি বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক উপলব্ধি করেছি যা আজ আপনাদের কাছে শেয়ার করবো ।
New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক শেয়ার করি -
- লুকস এবং ডিজাইন
- বিল্ড কোয়ালিটি
- কন্ট্রোলিং
New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক শেয়ার করি -
- ৫০ থেকে ৬০ কিলোমিটার একটানা চালানোর পরে ইঞ্জিন এর স্মুথনেস হারিয়ে যায়
- হিটিং ইস্যু
- ৭০-৮০ স্পিড অনায়েসে ওঠে কিন্তু তার বেশি যখনই উঠাইতে যায় গাড়ি ভাইব্রেট শুরু হয় যা বিরক্ত কর
- পিলিয়ন সিট
বাইক বিডি গ্রুপের মডারেটর ও সকল মেম্বারদের প্রতি রইলো শুভেচ্ছা। এগুলা আমার একান্তই পার্সোনাল মতামত যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
লিখেছেনঃ মোঃ ইউসুফ আলী
T
Published by Shuvo Bangla