Shares 2
New Suzuki Gixxer বাইক নিয়ে মালিকানা রিভিউ - শান্ত
Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla
আমার নাম শান্ত। আমার বাসা গাইবান্ধা। শেয়ার করবো New Suzuki Gixxer বাইক নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা । বর্তমানে আমি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশুনা করছি। বাইকের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় আমি বাইক চালানো শিখি আমার বন্ধুর Apache RTR 4V দিয়ে।
চালানো শেখার পর ভাবলাম জীবনে কখনো বাইক কিনলে 4V কিনবো। তারপর আস্তে আস্তে দিন কেটে যায়, এর মধ্যে আবার আমার আর এক বন্ধুর Suzuki Carb 150cc টা চালানোর পর ওটার মজায় পড়ে যাই। ওই বাইকটা যেমন স্মুথ ছিল তেমনই থ্রটল রেসপন্স ছিল । তারপর 4v এর চিন্তা বাদ দিলাম, Gixxer এর ভুত মাথায় আসলো।
শত জল্পনা কল্পনা শেষে নিয়ে ফেললাম Suzuki Gixxer ৪ এপ্রিল ২০২২ ইং তারিখে। শুরু থেকেই খুব যত্নে চালাইতাম বাইকটা। ব্রেকিং পিরিয়ড খুব ভালো ভাবে মেইনটেইন করলাম। নিয়মিত সার্ভিস করাতাম বাইকটা। বাইকটা নিয়ে লং টুর করা হয়েছে ৪ থেকে ৫ বার। আসলে আমার বাসা গাইবান্ধা তে হওয়ায় বাইক থাকে গাইবান্ধা তে আর আমি থাকি ঢাকায়। ভার্সিটি এর জন্য ঢাকা থাকা অবস্থাতে বাইকটা বেশি সময় পড়েই থাকে বাসার গ্যারাজে। কিন্তু আমি একটা জিনিস দেখে আবাক যে এইবার উত্তরবঙ্গ এর তীব্র ঠান্ডা থাকা সত্তেও আমার বাইক ২ মাস এর মত গ্যারেজে ছিলো , ২মাস পর এসেও যখন বাইকটা সেলফ স্টাট দিলাম একবারেই হয়ে গেলো।
হাইওয়ে রাইডের অভিজ্ঞতা বলতে গেলে পিলিয়ন নিয়ে সুন্দরভাবে যাওয়া আসা করা যায়। মাইলেজ আমি সিটিতে ৪০-৪২ পাচ্ছি আর হাইওয়ে তে ৪৫-৪৯ পর্যন্ত পেয়েছি। সুজুকি বাইক আসলেই মজার বাইক । আমি আমার অভিজ্ঞ থেকে বলছি। ধন্যবাদ ।
লিখেছেনঃ শান্ত
T
Published by Shuvo Bangla