Shares 2
New Suzuki Gixxer বাইকটির সিটিং পজিশন অনেক কম্ফোর্ট-রিফাত
Last updated on 30-Jul-2024 , By Raihan Opu Bangla
আমার নাম রায়হানুল রিফাত। আমার বাসা মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। পেশায় আমি একজন ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক। New Suzuki Gixxer কার্বোরেটর বাইকটি আমার জীবনের প্রথম বাইক। আজ আমি আপনাদের মাঝে আমার New Suzuki Gixxer বাইকের ১০০০ কিলোমিটার চালানোর কিছু অভিজ্ঞতা শেয়ার করবো
New Suzuki Gixxer বাইকটির সিটিং পজিশন অনেক কম্ফোর্ট
প্রথমেই বলি আমার জীবনের প্রথম বাইক চালানো সম্পর্কে- আমার কাকার একটা Honda CD80 বাইক ছিলো। আমি যখন কাকার পিছনে পিলিয়ন হতাম তখন খুব ইচ্ছা হতো আমিও একদিন বাইক চালাতে শিখবো৷ তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। কাকার পিছনে বসে বসে খুব মনোযোগের সাথে খেয়াল করতাম কাকা কি করে কিভাবে চালায়।
এভাবে অনেক দিন খেয়াল করার পর আমি নিজেই কাউকে কিছু না বলে বাইক নিয়ে বেড়িয়ে পরি। তারপর দেখি যে আমি মুটামুটি পারি তবে কন্ট্রোলিং করতে পারতাম না। বাইক বন্ধ হয়ে যেতো৷ পরে কাকা দেখতে পেয়ে আমাকে ভালো করে শিখিয়ে দেয়।
বাইকিং সেই ছোট বেলা থেকেই অন্তরে গেঁথে আছে। আগে যখন রাস্তা দিয়ে Yamaha RX যেতো তখন সেই ইঞ্জিনের গন্ধটা এতো ভালো লাগতো। তখন থেকেই আসলে বাইকের সাথে ভালোবাসা। ২০১৭ সাল থেকে বাইক বিডি গ্রুপের মেম্বার। তবে বাইক ছিলো না। প্রতিদিন গ্রুপে ঢুকতাম আর বাইকের পোস্ট দেখতাম।
অনেকদিন ধরেই বাইক কিনবো কিনবো বলতেছি কিন্তু বাড়িতে কোন ভাবেই রাজি করাতে পারছিলাম না। আমার বাসা থেকে আমার দোকান ১৫ কিলোমিটার প্রতিদিন সিএনজি দিয়ে আসা যাওয়া করতে হতো অনেক সময় অপচয় হতো। তাই বাসা থেকে এক পর্যায়ে এসে রাজি হয়ে যায়।
এখন কি বাইক কিনবো এটা নিয়ে ইউটিউবে রিভিউ দেখা শুরু করলাম। তখন দেখতে পেলাম সুজুকির নতুন বাইক বাংলাদেশে এসেছে তখনই মাইন্ড সেট করে ফেল্লাম Suzuki Gixxer Fi ABS বাইকটা কিনবো। বাংলাদেশে বইক আসলো তখন একটু টাকার ঝামেলায় পরার জন্য নিতে পারিনি।
যখন টাকা হলো তখন আর বাইক নাই। খুজতে খুজতে হঠাৎ পেয়ে গেলাম New Suzuki Gixxer। তবে Suzuki Gixxer Fi ABS টা পেলাম না New Suzuki Gixxer কার্বোরেটর টাতেই সন্তুষ্ট হতে হলো।
New Suzuki Gixxer SF First Impression Review In Bangla – Team BikeBD
New Suzuki Gixxer বাইকটি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে ভালুকা, ময়মনসিংহের সুজুকি শো-রুম থেকে কিনেছি। New Suzuki Gixxer বাইকটি প্রথমবার চালানোর অনুভূতি ছিল অসাধারণ। আমি আমার বাইকে ৪২+ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ পাচ্ছি। আশাকরা যাচ্ছে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর তা ৪৫+ হয়ে যাবে।
মেইনটেইনওমডিফিকেশন- বাইকে তেমন কোন মডিফাই করি নাই। তবে ক্রাস গার্ড, শাড়ী গার্ড, পা দানি, একজস্টের মাফলারের উপরের পাদানি, স্টক হর্ণের সাউন্ড কম থাকার কারনে এক্সট্রা হর্ণ লাগাতে হয়েছে।
আমার New Suzuki Gixxer বাইকে Liqui Moly মিনারেল ইজ্ঞিন অয়েল ব্যবহার করি। 10W40 গ্রেডের। দাম ৫৫০ টাকা। লিকুমলি ব্যবহার করে আমি সন্তুষ্ট। প্রথম ড্রেন দিয়েছিলাম ২৭৫ কিলোমিটারে তখন অয়েল ফিল্টার পরিবর্তন করিনি। ২য় বার ড্রেন দেই ৭০০ কিলোমিটারে তখন অয়েল ফিল্টারও পরিবর্তন করেছি।
New Suzuki Gixxer বাইকের কিছু ভালো দিক –
- ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো।
- ABS না থাকলেও ব্রেক যথেষ্ট ভাল।
- কন্ট্রোল অনেক ভালো।
- সিটিং পজিশন অনেক কম্ফোর্ট।
- মাইলেজ ৪২+ পাচ্ছি।
- পিলিয়ন সিট আগের জিক্সার থেকে কম্ফোর্ট।
- হেড লাইড এলইডি হওয়াতে দেখতে তেমন সমস্যা হয়না।
New Suzuki Gixxer বাইকের কিছু খারাপ দিক-
- প্লাস্টিক কোয়ালিটি তেমন ভালো না।
- কিক স্টার্ট দিতে গেলে কিক লিভার ফুট রেস্টে লেগে যায়।
- ফুট রেস্টে কিছু ভাইব্রেশন লক্ষ করা যায়।
- বাইকের স্টক হর্ন এর সাউন্ড খুবই কম।
- গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম।
New Suzuki Gixxer আরো কয়েক হাজার কিলোমিটার চালানো কমপ্লিট করি তারপর ফুল রিভিউ দিবো আপনাদেরকে। বাইকটি আসলেই অনেক ভালো আমি মনে করি এই সেগমেন্ট এর বেস্ট বাইক এটা। পারফেক্ট লুক, পারফেক্ট মাইলেজ, পারফেক্ট ব্রেক, ব্রান্ড ভ্যালু সব দিক দিয়ে একদম পারফেক্ট। ধন্যবাদ।
সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
লিখেছেনঃ রায়হানুল রিফাত
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Raihan Opu Bangla