Shares 2
Lifan KPV150 - বাংলাদেশে লিফানের এডভেঞ্চার স্কুটার!
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
লিফান বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ব্র্যান্ড। লিফান কাস্টোমার সার্ভিস ও তাদের বাইকের প্রতি মানুষের আস্থা তৈরি করতে পেরেছে। আপনি বর্তমানে রাস্তায় লিফানের প্রায় ২০০০ এর বেশি স্পোর্টস ও এডভেঞ্চার বাইক দেখবেন।
এ থেকেই বোঝা যায় যে এই ব্র্যান্ড কতটা জনপ্রিয়। এখন লিফান নিয়ে আসতে যাচ্ছে Lifan KPV150, যা একটি এডভেঞ্চার স্পোর্টস স্কুটার।
Lifan KPV150 - বাংলাদেশে লিফানের এডভেঞ্চার স্কুটার!
Lifan KPV150 একটি এডিভি জাতীয় স্কুটার, এডিভি এর মানে হচ্ছে এডভেঞ্চার স্পোর্টস স্কুটার। এই স্কুটারে দেয়া হয়েছে ১৫০সিসি NBD LGC ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ওয়াটার কুলিং এবং সেই সাথে দেয়া হয়েছে রেডিয়েটর, ব্যাটারি রিলায়েবিলিটি, এবং ওয়ার রেসিজটেন্স।
স্কুটারটির ইঞ্জিন এর রেয়ার সিটের নিচে দেয়া হয়েছে। এতে করে এর সেন্টার অফ গ্রাভিটি বেড়ে গিয়েছে। এর সাথে সাথে স্কুটারটির ভাইব্রেশন কমে গিয়েছে। স্কুটারটির এক্সহস্ট এবং ভাল্ব অপটিমাইজ করা হয়েছে।
এই স্কুটারটির ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং হরাইজনটাল ভাবে পজিশন করা। এর ইঞ্জিন থেকে সর্বোচ্চ 12 BHP @ 8500 RPM & 11.8 NM of Torque @ 5000 RPM শক্তি উৎপন্ন করতে পারে। স্কুটারটিতে সাইলেন্ট স্টার্ট সিস্টেম দেয়ায় হয়েছে, এর সাথে অটো স্টার্ট যাতে ফুয়েল ইফিসিয়েন্সি বেড়েছে।
এছাড়া এতে দেয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, এতে করে ব্রেকিং ও সেফটি নিশ্চিত হয়েছে। আর স্কুটারটির সামনে ও পেছনে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক।
KPV150 এর ডিজাইনের ক্ষেত্রে স্পোর্টি এর সাথে বেশ মাসকুলার ডিজাইন। স্কুটারটিতে দেয়া হয়েছে এলইডি হেডলাইট, যা ডে টাইম রানার লাইট (DRL) যা হচ্ছে হেডলাইটের কিছু লাইট জ্বল জ্বল করে থাকে দিনের বেলাতেও । এতে করে অপর পাশ থেকে আসা যেকোন গাড়ি খুব সহজেই স্কুটারটিকে চিনতে পারে।
তবে এই লাইটটি সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে রাতের বেলা। স্কুটারটির স্পিডোমিটারটি সম্পূর্ন ডিজিটাল, যাতে সব ধরনের তথ্য দেখা যায়। এই স্পিডোমিটারে স্পিড, ফুয়েল গজ, ঘড়ি, ওডোমিটার এবং ট্রিপ মিটার, দেখা যায়। সামনের দিকে দেয়া হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে গ্যাস ফিল্ড মনোশক সাসপেনশন।
এছাড়া এতে রয়েছে ১২ভি চার্জার, যার সাথে একটি ইউএসবি পোর্ট সংযুক্ত করা হয়েছে। যেখানে আপনি আপনার ফোন সহ ইলেক্ট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন। সামনের দিকের উইন্ডশিল্ড এডজাস্টেবল, যা ভিন্ন ভিন্ন উচ্চতার রাইডারদের রাইড করার ক্ষেত্রে সহায়তা করবে। এর টায়ার গুলো হচ্ছে ১৪ ইঞ্চির অন ট্রেইন টিউবলেস টায়ার । এলয় ভেরিয়েবল ডায়ামিটার হ্যান্ডেল বার।
১১ লিটারের ফুয়েল ট্যাংক যা লিফানের মতে ৪০০ কিলোমিটার পর্যন্ত রাইডের সক্ষমতা দিতে পারবে ।
স্কুটারটির দৈর্ঘ হচ্ছে ১৯২৫মিমি এবং প্রস্থ হচ্ছে ১২৯০ মিমি, ও এর হুইলবেস হচ্ছে ১৩২০ মিমি। এছাড়া এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৮০মিমি এবং এর সিটের উচ্চতা হচ্ছে ৭৬৫মিমি। এটি ওজনে প্রায় ১৪৩ কেজি ও লিফানের মতে এর টপ স্পিড হচ্ছে ৯৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।
T
Published by Raihan Opu Bangla