Shares 2
Lifan KP Mini 150 ২৫০০ কিলোমিটার মালিকানা রিভিউ - নিয়াজ
Last updated on 29-Jul-2024 , By Raihan Opu Bangla
আমি মোহাম্মদ নিয়াজ উদ্দীন। সড়ক ও জনপদ অফিসার্স কোয়ার্টার, চান্দগাঁও ,বহদ্দারহাট, চট্টগ্রাম থাকি। আমি বর্তমানে Lifan KP Mini 150 বাইকটি ব্যবহার করছি। আমার Lifan KP Mini 150 বাইকটি এখন পর্যন্ত ২৫০০ কিলোমিটার চলেছে।
Lifan KP Mini 150 ২৫০০ কিমি মালিকানা রিভিউ
Lifan KP Mini 150 বাইকটি আমার জীবনের প্রথম বাইক। আমার বড় ভাই বাইকটি আমাকে গিফট করে। আমি কোনদিন ভাবিনি যে আমার নিজের একটা বাইক হবে। আমার জীবনে পাওয়া গিফট গুলোর মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ গিফট।
আমরা একটা নিজের বাইক থাকবে এটা অনেক আগে থেকেই আমার সপ্ন ছিল। কিন্তু এইভাবে যে স্বপ্নটা পূরণ হবে ভাবিনি। বাইকটি ব্যবহার করার কারণে আমার অনেকটা সময় বেচে যায়। এই Lifan KP Mini 150 বাইক দিয়ে অনেক লং ট্যুর দেয়ার সপ্ন আছে যেটা এখনো শুরু করিনি। আমার Lifan KP Mini 150 বাইকটি কেনা হয়েছে ১,৫০,০০০ টাকা দিয়ে। বাইকটি চট্টগ্রামের মুরাদপুর থেকে ক্রয় করেছি ।
Lifan KP 150 Test Ride Review In Bangla – Team BikeBD
আমার বড় ভাই আগেই Lifan KP Mini 150 বাইকটি পছন্দ করে বুকিং করে রাখে। ২ দিন পরে আমাকে আমার ভাই বলল একটা জরুরী কাজ আছে সাথে যেতে হবে। সাধারণ সময়ের মতই আমি ভাইয়ার সাথে বের হই। উনি আমাকে সরাসরি Lifan এর শোরুমে নিয়ে গেলো এবং Lifan KP Mini 150 বাইকের দিকে দেখিয়ে বললো এটা তোমার বাইক।
আমি হতবাক হয়ে কিছুক্ষন চুপ করে রইলাম। যাইহোক সেই সময় আমর মধ্যে কি হচ্ছিল আমি নিজেই বুঝতে পারিনি। পরে সব ফর্মালিটি শেষ করে ভাইয়াকে নিয়ে আমি আমার প্রথম বাইক চালিয়ে শোরুম থেকে বাসায় নিয়ে আসি।
আমি বাইক রাইড করছিলাম ঠিকই কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার নিজের বাইক। Lifan KP Mini 150 বাইকটি আমার সত্যি অনেক পছন্দ হয়েছে।
Lifan KP Mini 150 বাইকটির ফিচারস-
- Air-cooled, 4 Stroke single-cylinder engine
- 150cc
- Max power- 12.00 @ 8000rpm
- Max torque- 11.8Nm@6000rpm
- Double Disk
Lifan KP Mini 150 বাইকটির ব্রেক ইন পিরিয়ড গত সপ্তাহে শেষ হলো। এই সময় আমি ৩০-৩৫ স্পিডের বেশি স্পিডে চালাইনি বাইকটি। মাইলেজ এর হিসেব টা বুঝতাম না। কারণ এটিই আমার জীবনের প্রথম বাইক। Lifan KP Mini 150 বাইকটিতে এখন আমি সিটিতে ৪০ মাইলেজ পাচ্ছি। আশা করি ভবিষ্যতে আরো ভালো মাইলেজ পাবো।
Lifan KP Mini 150 বাইকটির এখন পর্যন্ত ২ বার সার্ভিস করা হয়েছে। কিছুদিনের মধ্যেই ৩য় সার্ভিস করবো। বাইকের সার্ভিস আমি Lifan এর সার্ভিস সেন্টার থাকে করাই। বাইকটি সপ্তাহে ২ বার ওয়াশ করাই। প্রতিবার রাইড করার আগে তেল, ব্রেক ইত্যাদি চেক করি। বাইকটিতে আমি 20w40 গ্রেড এর shell Advance মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি। যেটা ৪০০ টাকা দিয়ে ক্রয় করি।
Lifan KP Mini 150 বাইকটিতে এখন পর্যন্ত কোনো পার্টস পরিবর্তন করার প্রয়োজন হয়নি। এখন পর্যন্ত বাইকটিতে আমি টপ স্পীড ৯০ তুলতে পেরেছি। যেটা ব্রেক ইন পিরিয়ড শেষ করে চেষ্টা করেছি।
Lifan KP Mini 150 বাইকটির কিছু ভালো দিক -
- কমফোর্টেবল একটা বাইক।
- সহজেই কন্ট্রোল করা যায় ।
- ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো।
Lifan KP Mini 150 বাইকটির কিছু খারাপ দিক -
- গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম।
- কিক দিয়ে স্টার্ট করার জন্য কিক লিভার নেই।
- ব্রেক সঠিকভাবে না করলে পিছনের চাকা মাঝে মাঝে স্লিপ কর।
এগুলো ছাড়া Lifan KP Mini 150 বাইকটিতে তেমন কোনো সমস্যা নেই। Lifan KP Mini 150 বাইকটি অসাধারণ একটি বাইক। এই বাইকটি দিয়ে এখন পর্যন্ত কোন লং ট্যুর দেয়া হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি লং ট্যুর দেয়া শুরু করবো।
Lifan KP Mini 150 বাইকটি সম্পর্কে একটা প্রবাদ বাক্য প্রযোজ্য। সেটা হলো - "কথা নয়, কাজে বিশ্বাসী"। এই ছিল আমার পছন্দের বাইকটি নিয়ে আমার ২৫০০ কিলোমিটার এর রাইডিং অভিজ্ঞতা । বাইকটি আমার খুব পছন্দের । পরিশেষে বলতে চাই BikeBD.com কে অসংখ্য ধন্যবাদ আমার বাইক সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য।
লিখেছেনঃ মোহাম্মদ নিয়াজ উদ্দীন
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Raihan Opu Bangla