Shares 2
ইন্দোনেশিয়াতে লঞ্চ হলো নতুন Honda CBR150R K45R!
Last updated on 18-Jul-2024 , By Raihan Opu Bangla
হোন্ডা ইন্দোনেশিয়াতে লঞ্চ করেছে CBR এর নতুন একটি ভার্সন Honda CBR150R K45R বাইকটি। বাইকটির অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। টেকনিক্যাল, মেক্যানিল এবং কসমেটিক ডিজাইনের ক্ষেত্রে চেঞ্জ আনা হয়েছে।
ইন্দোনেশিয়াতে লঞ্চ হলো নতুন Honda CBR150R K45R!
iwanbanaran.com এর সূত্র মতে, Honda CBR150R K45R বাইকটির অনেকাংশ বা ডিজাইন এর ক্ষেত্রে Honda CBR250RR থেকে ফ্রন্ট লুকস নেয়া হয়েছে। নতুন এই বাইকটির LED হেডলাইটের উপর দেয়া হয়েছে নতুন DRL (Daytime Runner Light) লাইটস। এছাড়া ইন্ডিকেটর গুলোতেও DRL দেয়া হয়েছে। অপরদিকে সামনের দিকে ফেয়ারিং এ অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে।
Honda CBR150R K45R বাইকটিতে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে -
- সামনের দিকে দেয়া হয়েছে Upside Down Suspensions (USD)
- স্লিপার ক্লাচ সিস্টেম
USD সাসপেনশন সাধারণত উচ্চ সিসির স্পোর্টস বাইকের ক্ষেত্রে দেয়া হয়, কারণ অনেক উচ্চ গতিতে ব্রেকিং এর ক্ষেত্রে অনেক বেশি স্ট্যাবল থাকে। এর কারনে বাইকটি আরও বেশি স্মুথ ভাবে রাইড করা হয়। আবার স্লিপার ক্লাচের ক্ষেত্রেও একই ভাবে বলা যায় যে, এই সিস্টেমটি সাধারণত উচ্চ সিসির বাইকে দেয়া হয়ে থাকে। স্লিপার ক্লাচ ইঞ্জিনের উচ্চ রেভ নিয়ন্ত্রণ করে থাকে এবং গিয়ার শিফটিং অনেক স্মুথ করে থাকে।b
যদিও হোন্ডা বাইকটির ইঞ্জিনের ক্ষেত্রে কোন পরিবর্তন আনেনি। আগের ভার্সনের মতই এই বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি লিকুইড কুলিং ও ৪টি ভাল্ব যুক্ত ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 16.9 BHP @ 9000 RPM & 14.4 NM of Torque @ 7000 RPM পর্যন্ত শক্তি উৎপন্ন করে থাকে।
বাইকটিতে ইমার্জেন্সি স্টপ সিগনাল রয়েছে। এই ফিচার্সটি হচ্ছে আপনাকে যদি হঠাৎ করে ব্রেক করতে হলে তখন আর হ্যাজার্ড আর অন করতে হবে না, এটি অটোমেটিকলি অন হয়ে যাবে।
বর্তমানে যেই CBR রয়েছে এটার মতই নতুন Honda CBR150R বাইকটির এডজাস্টেবল ফ্রন্ট এবং প্রো লিংক রেয়ার সাসপেনশন। যেখানে আপনি আপনার নিজের রাইডিং ও সুবিধামত সাসপেনশন এডজাস্ট করে নিতে পারবেন। আমরা এখনও জানি না যে কবে Honda CBR150R K45R বাইকটি বাংলাদেশে আসবে বা লঞ্চ হবে অফিশিয়ালি।
তবে যেহেতু ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে আশা করা যাচ্ছে ভবিষ্যতে বাইকটি বাংলাদেশেও লঞ্চ করা হবে। আমরাও তৈরি হয়ে আছি যখন বাইকটি বাংলাদেশে আসবে আমরা আপনাদের জানিয়ে দেব বাইকটি সম্পর্কে। হোন্ডা বাইক দাম এর সর্ম্পকে ডিটেইলস পেতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।
ছবিঃ iwanbanaran.com, TMCBLOG.COM
T
Published by Raihan Opu Bangla