Shares 2

Honda CB Hornet 160R বাইক নিয়ে মালিকানা রিভিউ - রাহাত

Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla

আমি মোঃ কামরুল আহমেদ রাহাত , আমি ঢাকার ওয়ারী বসবাস করি । আপনাদের সাথে আজ শেয়ার করবো আমার Honda CB Hornet 160R বাইকের মালিকানা রিভিউ । আমি ছোটবেলা থেকেই বাইক ভালোবাসি।

Honda CB Hornet 160R বাইক নিয়ে মালিকানা রিভিউ

বাইক ও বাইকিং কমিউনিটির প্রতি ভালোবাসা অনেক বেশি । তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে প্রথম বাইক চালাই ইমাহা ফেজার V1 । তার পর বিভিন্ন ভাবে অনেক বাইক চালানো হলেও নিজের ব্যক্তিগত একটা বাইক পেতে অনেক সময় লাগে। ২০১৬ সালে নিজের বাইক পাই তারপর ভিন্ন ভিন্ন ব্রান্ড চেন্জ করে চালাই সবশেষ রিসেন্ট আমি হোন্ডার হরনেট ১৬০R ২০১৯ মডেলের বাইটি ব্যবহার করছি।

Honda CB Hornet 160R বাইক

আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই বাইকটি ব্যবহার করছি। মাইলেজ, কমফোর্ট, ব্যলেন্স, ব্রেকিং সব দিক থেকে আমি অন্য বাইকের থেকে অনেক স্যটিসফাইড। ১৯,০০০ কিলোমিটার একসাথে পথচলা এই বাইকের সাথে এখন পর্যন্ত অনেক ভালো সার্ভিস পেয়েছি।

বিশেষ করে আমি হাইওয়েত রাইড করে খুব আরাম পাচ্ছি কারন ওভারটেক করার সময় পাওয়ার টা অসাধারণ দিচ্ছে। টপ স্পিড এর থেকে বাইকের স্মুথনেস নিয়ে বেশি সন্তুষ্ট এইজন্য একবার সর্বোচ্চ ১২৩ ওঠার পর আর কখনো চেকই করা হয়নি । আমি বাইকটি মূলত ব্যবহার করি লং ট্যুর করার জন্য কারন আমি একজন প্রকৃতি প্রেমিক তাই প্রচুর ট্যুর করি । আমি আমার বাইকের অনেক যত্ন করি, সব-সময় পরিস্কার পরিছন্ন রাখার পাশাপাশি খুটিনাটি সব কাজ কমপ্লিট করে রাখি।

Honda CB Hornet 160R

বাইক এবং বাইকিং কমিউনিটির প্রতি সব-সময় একটা সফট কর্নার কাজ করে কারন প্রকৃত বাইকারদের মন অনেক ভালো এবং নমনীয়। আমি নিজেও একজন বাইকার হিসেবে চলার পথে কারও কোনো সমস্যা দেখলে সাহায্য করার জন্য ঝাপিয়ে পরি। বিশ্বাস করুন মানুষকে সাহায্য করতে আমার অনেক ভালো লাগে। সাহয্যের পর যেই হাসিমুখ আর দোয়া টা দেখি তা আসলে অমূল্য। ধন্যবাদ । বাইক মানেই বাইকবিডি ।


লিখেছেনঃ  মোঃ কামরুল আহমেদ রাহাত

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে। 

Published by Shuvo Bangla