Shares 2
Honda CB Hornet 160R VS Honda CB Hornet 160R ABS ৭টি পার্থক্য !
Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla
Honda CB Hornet 160R বর্তমানে বাংলাদেশের তরুন প্রজন্মের রাইডাদের কাছে জনপ্রিয় নেকেড স্পোটর্স মোটরসাইকেল । বাইকটি লঞ্চ হবার পর থেকেই বাইকার সহ সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয় । বর্তমানে বাইকটি এবিএ সহ নতুন গ্রাফিক্স ও ডিজাইনে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে । তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসছি Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS বাইকের ৭টি বড় পার্থক্য ।
CB Hornet 160R এবং CB Hornet 160R ABS বাইকের ৭টি বড় পার্থক্য ।
Honda CB Hornet 160R VS Honda CB Hornet 160R ABS - ৭টি পার্থক্য
মুলত বলা যায় যে, Honda CB Hornet 160R VS Honda CB Hornet 160R ABS বাইক দুটি সব দিকে দিয়ে প্রায় একই রকম । দুটি বাইকের চেসিস, ইঞ্জিন এবং মেক্যানিক্যাল ও বাইরের ডিজাইন প্রায় একই রকম । তারপরও বাইক দুটির মধ্যে বাইরের গ্রাফিক্স ডিজাইন ও ফিচারের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে । যদিও বাইক দুটি একই সেগমেন্টের তবে তাদের মধ্যেও পার্থক্য থাকার কারনে এদের আলাদা করা যায় । তাই বাইক দুটির ভার্সনের মধ্যে যে পার্থক্য রয়েছে তার কারনের বাইক দুটি কে তাদের নিজ নিজ জায়গাতে আলাদা করা যায় । এখানে আমরা Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS বাইক দুটি মধ্যে ৭টি পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব ।
আউটলুক গ্রাফিক্স এবং কালারের পার্থক্য
উভয় বাইকের কালার এবং গ্রাফিক্যাল আউটলুকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে । গ্রাফিক্স, কালার এবং বাইরের দিকের লুকের ক্ষেত্রে হর্নেট এবং হর্নেট এবিএস ভার্সন একদম আলাদা । হর্নেট নন এবিএস ভার্সনের ক্ষেত্রে দেয়া হয়েছে কনভেনশনাল সলিড স্কিন এবং স্ট্রেইট ডুয়েল টোন কালার । কিন্তু এবিএস ভার্সনের ক্ষেত্রে দেয়া হয়েছে স্পোর্টি গ্রাফিক্স এবং টেক্সট এর উপর দেয়া হয়েছে শ্যাডো ক্রাফট । যা এর সৌন্দর্য কে বাড়িয়ে তুলেছে ।
হেডল্যাম্প এসেম্বলির পার্থক্য
সামনের দিক থেকে হোন্ডা সিবি হর্নেট এবং সিবি হর্নেট এবিএস ভার্সন দুটি একদম আলাদা দুটি মোটরসাইকেল । এই পার্থক্যটি চোখ পরে সামনের হেডল্যাম্প এসেম্বলি এর ক্ষেত্রে । কারন দুটি ভার্সন এর হেডল্যাম্প এর ডিজাইন আলাদা ভাবে করা হয়েছে । সিবি হর্নেট এর আগের ভার্সনে দেয়া হয়েছে সলিড সিঙ্গেল পিট হেডল্যাম্প এসেম্বল করা হয়েছে । হেডল্যাম্প ও পাইলট ল্যাম্প হচ্ছে কনভেনশনাল হ্যালোজেন বাল্ব ।
Also Read: Chain Problem & Solution: Honda CB Hornet 160R
এখানে ইলেক্ট্রিক সার্কেল হচ্ছে এসি টাইপ । অপর দিকে হর্নেট ১৬০আর এবিএস এর ক্ষেত্রে হেডল্যাম্প হচ্ছে ডাবল পিট থ্রী পিস এলইডি সেট আপ । এর কারনের সামনের দিকের লুকসে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে এবং এটি ডিসি অপারেটেড ।
উইন্ডশিল্ড ডিজাইন পার্থক্য
আমরা আগেই বলেছি যে Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS বাইকটির সামনের দিকের লুকসের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে । হেডল্যাম্পের সাথে সাথে উভয় বাইকের উইন্ড শিল্ডের ডিজাইন এবং সাইজ আলাদা আলাদা । যদিও উভয় বাইকের বিকিনি শিল্ড একই রকম, তবে ডিজাইন ও সাইজ আলাদা । আগের ভার্সনের ছোট এবং ফ্ল্যাট ডিজাইন । অপর দিকে নতুন ভার্সনের ক্ষেত্রে এটি শার্প, এবং এক্সটেন্ডেড উইন্ডশিল্ড ।
ডিজিটাল ওডো ডিসপ্লে ইলুমিনেশন পার্থক্য
উভয় ভার্সনের হর্নেট এ রয়েছে ডিজিটাল ওডো ডিসপ্লে মিটার । ডিজিটাল মিটারে দুটি বাইকের ক্ষেত্রে একই রকম ফিচার্স দেয়া হয়েছে । তবে পার্থক্যটা হচ্ছে ইলুমিনেশনের ক্ষেত্রে । আগের ভার্সনের ক্ষেত্রে দেয়া হয়েছে অরেঞ্জ ব্যাকলাইট । তবে এবিএস ভার্সনের ক্ষেত্রে দেয়া হয়েছে ব্লু ব্যাকলাইট ।
হ্যাজার্ড সুইচ
Honda CB Hornet 160R ABS ভার্সনটিতে দেয়া হয়েছে একটি নতুন সেফটি ফিচার যা এর আগের ভার্সনটিতে দেয়া হয়নি । এই সেফটি ফিচারটি হচ্ছে হ্যাজার্ড সুইচ । এই হ্যাজার্ড সুইচ হচ্ছে ইন্ডিকেটর এর সাথে দেয়া হয়েছে যখন এটি অন করা হয় ইন্ডিকেটর গুলো ব্লিংক করে থাকে । বৃষ্টি, কুয়াশা এবং সোজা পথেও অনেক সময় এই হ্যাজার্ড এর দরকার পরে থাকে ।
চেইন কভার পার্থক্য
Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS উভয় বাইকের ডিজাইন করা হয়ছে নেকেড চেইন ডিজাইন । যেখানে দুটি বাইকের ক্ষেত্রে দেয়া হয়েছে স্পোর্টি বিকিনি চেইন কভার । হর্নেট আগের ভার্সনে দেয়া হয়েছে বিকিনি কাভার টু পার্ট, যেটা চেইন কে টপ টু বট্ম ঢেকে রাখে । অপর দিকে এবিএস ভার্সনে দেয়া হয়েছে সিঙ্গেল পার্ট কভার, যেটা শুধু মাত্র উপরের দিকে থাকে ।
Also Read: Honda CB Hornet 160R ১৫০০০ কিলোমিটার রাইড রিভিউ - জিসান রহমান
ব্রেকিং সিস্টেমের পার্থক্য
সবশেষে, সবচেয়ে বড় যেই পার্থক্য রয়েছে সেটাই এবার বলছি । Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এর ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে । এখানে দুটি বাইকের সামনের দিকে দেয়া হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক । তবে রেয়ার এর ক্ষেত্রে ডিস্ক এবং ড্রাম উভয় ভার্সন ই রয়েছে । কিন্তু এবিএস ভার্সনের ক্ষেত্রে সামনের দিকে দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম । যেটা আগে হর্নেট ভার্সনে ছিল না । রাইডার্স, এই ছিল Honda CB Hornet 160R এবং Honda CB Hornet 160R ABS এর মধ্যে প্রধান ৭টি বড় পার্থক্য । আশা করছি আপনারা দুটি বাইকের পার্থক্য গুলো বুঝতে পেরেছেন । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ । আরও বিস্তারিত আপডেট পাবার জন্য আমাদের সাথেই থাকুন ।
T
Published by Ashik Mahmud Bangla