Shares 2
Hero HF Deluxe ৫ বছরের রাইডিং অভিজ্ঞতা - আবসার উদ্দিন
Last updated on 15-Nov-2023 , By Shuvo Bangla
আমি আবসার উদ্দিন । আজ আপনাদের সাথে আমার Hero HF Deluxe বাইক নিয়ে আমার ৫ বছরের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।
আমাদের নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইকই বেশি পছন্দ। অফিসের কাজের সুবাধে আমাকে অফিস থেকে এই বাইকটি দেয়। যেটি আমি Hero Showroom থেকে নতুন অবস্থায় রিসিভ করি । আমার কাছে এই বাইকের ডিজাইন, মাইলেজ, কম্ফোর্ট ,বাজেট সব দিক মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে ।
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত হিরো বাইক ৭১,০০০ কিলোমিটার রাইড করেছি । আজকে আমি আমার এই বাইক প্রায় ৫ বছর ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Hero HF Deluxe বাইকের ভালো দিক -
- আমার কাছে এই বাইকের সবচেয়ে ভালো যে বিষয়টি মনে হয়েছে তা হল এর বাজেট অনুযায়ী অভাবনীয় ডিজাইন। সামনের দিক থেকে শুরু করে বাইকের প্রতিটা অংশ একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যা আমার কাছে খুবই ভাল লাগে।
- এদিকে এই বাইকটা রাইড করে আমি খুব আরাম অনুভব করেছি। এই বাইক নিয়ে আমি একদিনে একটানা ৪৬০ কিলোমিটার রাইড করেছি সাতকানিয়া টু সাজেক আপ ডাউন এবং আমার কাছে যথেষ্ট আরামদায়ক বলে মনে হয়েছে।
- মাইলেজের দিক থেকেও আমি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। শহরের মধ্যে আমি এখন মাইলেজ পাচ্ছি ৫৫ কিলোমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৬০ কিলোমিটার প্রতি লিটার । আমার কাছে মাইলেজ দারুন লেগেছে।
- ইঞ্জিন থেকে আমি অনেক ভালো সাপোর্ট পাই এবং ইঞ্জিনের শক্তিটা কমিউটার বাইক হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে। বাংলাদেশের হাইয়েস্ট মোটোরাবল রোড ডিম পাহাড় ও থানচি-আলীকদমের পাহাড়ি রাস্তায় পিলিয়ন সহ গিয়েছি অনেকবার।
Hero HF Deluxe বাইকের কিছু খারাপ দিক -
- বাইকটির চাকা অনেক চিকন। যার কারণে হার্ড ব্রেক করলে চাকা স্কিড করে। যদিও আমি দুইটা চাকাই টিউবলেস করে নিয়েছি।
- হেলোজেন হেডলাইট হওয়াতে হেডলাইটের আলো অনেক কম। বিশেষ করে পাহাড়ের ডাউনহিলে নামার সময় আলো নিয়ে অনেক সমস্যা হয় ।
- লং ট্যুরে ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে যায়। পাওয়ার কমে যায়। সাজেক থেকে আসার সময় বুঝেছি।
- টাইমিং চেনের নয়েজটা খুবই বাজে লাগে।
বাইকটিতে আমি মবিল ওয়ান ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি । ৫৮,০০০ কিলোমিটারে একবার ভালব পরিবর্তন করা হয়েছে । এর বাইরে ইঞ্জিনের কোন কাজ করা দরকার হয়নি । এখনো পর্যন্ত ৯০ টপ স্পিড পেয়েছি । ধন্যবাদ ।
T
Published by Shuvo Bangla