Shares 2
শুরু হয়ে গেছে Furious Track Trail BD অফরোড রেসিং চ্যাম্পিয়নশিপ এর প্রাথমিক বাছাইপর্বের নিবন্ধন
Last updated on 06-Jan-2025 , By Badhan Roy
হ্যালো রাইকার্স, আপনি কি নিজেকে যথেষ্ট স্কিলফুল রাইডার মনে করেন? আপনি কি চান নিজের স্কিল ও ক্যাপাবিলিটির প্রমান দিতে? তাহলে রাস্তায় নয়, আসুন রেস ট্র্যাকে! আপনাকেই খুজছে Furious Track Trail BD!
Furious Track Trail BD অফরোড রেসিং চ্যাম্পিয়নশিপ এর নিবন্ধন
বন্ধুরা, অফরোড রেস লাভারদের জন্য Furious Moto Club Comilla গতবছরের মত এবারেও আয়োজন করতে চলেছে Furious Track Trail BD (FTT BD) - Championship 2024 (Season 2) যেখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাইকবিডি।
কুমিল্লার লালমাইতে অনুষ্ঠিত হবে এই এক্সাইটিং রেসিং চ্যাম্পিয়নশীপ যার প্রাথমিক বাছাইপর্বের রেজিস্ট্রেশন কিন্তু চলমান। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বাংলাদেশের বৈধ নিবন্ধিত বাইক থাকলে আপনিও অংশ নিতে পারেন অত্যন্ত আকর্ষণীয় ও থ্রিলিং এই ইভেন্টে।
দুটি ক্যাটাগরি তে এই ট্র্যাক ট্রায়াল অনুষ্ঠিত হবেঃ
ক্যাটাগরি ১ - অফ রোড বাইক, ডার্ট বাইক।
ক্যাটাগরি ২ - যেকোনো স্ট্রিট বাইক, কমিউটার বাইক, ও স্কুটার ,এডিভি বাইক।
প্রাথমিক বাছাইপর্বের প্রতিযোগীতার তারিখ ও স্থান: ২৬ ডিসেম্বর ২০২৪, লালমাই লেকল্যান্ড, লালমাই, কুমিল্লা।
অংশগ্রহণের জন্য আবেদনের শেষ তারিখ- ১০ ডিসেম্বর ২০২৪।
অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশন ফর্ম এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী, ক্যাটাগরি অনুযায়ী রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য সকল বিস্তারিত তথ্যের জন্য এই লিংক অর্থাৎ Furious Track Trail BD এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এখনই।
বিঃদ্র- ওয়েবসাইট লিঙ্ক থেকে সকল তথ্য ভালভাবে পড়ে ও বুঝে সতর্কতার সাথে ফর্ম পূরণ করুন। অসতর্কতাবশতঃ কোন নিয়ম ভঙ্গের কারনে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে Furious Moto Club বা BikeBD কোনোভাবেই দায়ী থাকবে না।
T
Published by Badhan Roy