Shares 2
TVS Apache RTR সিরিজে চলছে ফ্রী রেজিস্ট্রেশন অফার!
Last updated on 27-Jul-2024 , By Raihan Opu Bangla
TVS Motorcycle Bangladesh ঘোষণা করেছে ফ্রী রেজিস্ট্রেশন অফার। টিভিএস তাদের জনপ্রিয় TVS Apache RTR সিরিজের দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার। এই অফারটি চলবে নভেম্বরের সারা মাস জুড়ে।
ফ্রী রেজিস্ট্রেশন অফার TVS Apache RTR Series!
বছর শেষ হয়ে আসছে, আর সেই সাথে অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলের উপর দিচ্ছে বিভিন্ন ধরনের অফার। TVS Motorcycle Bangladesh Ltd. তাদের সবচেয়ে জনপ্রিয় দুটি বাইকে দিচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার। TVS Apache RTR 160 4V এবং TVS Apache RTR 160, এই বাইকটি ভি২ নামেও পরিচিত।
Click To See TVS Apache RTR 160 4V Review
TVS Apache RTR 160 4V, এর দুটি ভার্সনেই সিঙ্গেল ডিস্ক ও ডুয়েল ডিস্ক এ দেয়া হচ্ছে ফ্রী রেজিস্ট্রেশন অফার। যেখানে কাস্টোমার পেয়ে যাবে ৫,৬০০/- টাকার ফ্রী রেজিস্ট্রেশন। যখন কেউ এই দুটি বাইকের কোন একটি ক্রয় করবেন তখন তিনি বাজার দরের চেয়ে ৫৬০০/- কমে ক্রয় করতে পারবেন। এই ফ্রী রেজিস্ট্রেশন অফারটি চলবে ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই অফারটি সারা বাংলাদেশে টিভিএস এর সকল শোরুম থেকে উপভোগ করা যাবে। এর মানে হচ্ছে পুরো মাস জুড়েই চলবে এই অফার এবং টিভিএস এর সকল শোরুমে এই অফারটি পাওয়া যাবে।
Model | Regular Price (BDT) | Offer Price (BDT) |
---|---|---|
Apache RTR 160 4V SD | 1,74,900 | 1,69,300 |
Apache RTR 160 Single Disc | 1,59,900 | 1,54,300 |
Apache RTR 160 Dual Disc | 1,69,900 | 1,64,300 |
মোটরবাইকস অফার এবং কোভিড ১৯
কোভিড ১৯ পুরো বিশ্বকে অনেক বড় ধরনের একটি ধাক্কা দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। তারপরও অনেক অফিস আদালত খুলেছে এবং স্বাভাবিক সময়ের মতই কাজ চলছে। তবে জরুরী বিষয় হচ্ছে সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমন করা।
গণ পরিবহনে ভ্রমণ করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ন। বেশির ভাগ ক্ষেত্রে এতে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই বর্তমানে সবাইকে নিজের পরিবহণ বা ব্যক্তিগত পরিবহণ ব্যবহার করতে। বাংলাদেশের মত দেশে এবং শহরে মোটরসাইকেল একমাত্র বাহন যেটা সাধ্যের মধ্যে এবং ব্যক্তিগত পরিবহণ হিসেবে অনেক সুবিধাজনক।
যেহেতু সকল অফিস খুলেছে এবং সকল কাজকর্ম সঠিক ভাবে স্বাভাবিক নিয়েমে চলছে, তাই অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলে মডেলে দিচ্ছে অনেক ধরনের অফার। এই অফার গুলো কাস্টোমারদের সহায়তা করছে তাদের পছন্দের মোটরসাইকেলটি ক্রয় এর ক্ষেত্রে। আশা করছি এই ফ্রী রেজিস্ট্রেশন অফার বাইকারদের সহায়তা করবে তাদের পছন্দের বাইকটি ক্রয় করার ক্ষেত্রে। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla