Shares 2

FNM G03-H4 হেডলাইট ফিচার্স এবং রিভিউ

Last updated on 13-Feb-2025 , By Raihan Opu Bangla

একটা সময় ছিল বাংলাদেশে এভেইলেবল বাইক গুলোতে হেডলাইটে হ্যালোজেন বাল্ব ব্যতিত অন্য কোন ভাল এলইডি বাল্ব ইন্সটল করার সুযোগ ছিল না। ফলে রাতে রাইড করা ছিল খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বর্তমানে এলইডি বাল্ব গুলো যেমন সহজলভ্য তেমনই হ্যালোজেন বাল্বের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে খুব সহজেই ইন্সটল করা যায়। FNM G03-H4 তেমনই একটি হেডলাইট বাল্ব। 

FNM G03-H4 এলইডি হেডলাইট

FNM G03-H4 এলইডি হেডলাইট

এই এলইডি হেডলাইট বাল্বের বিশেষত্ব হচ্ছে বাইকের মেইন ওয়ারিং এ কোনপ্রকার কাটাছেড়া ছাড়াই খুব সহজে ইন্সটল করা যায়। H4 টাইপ সকেটের যে কোন বাইকে এটি সহজেই প্লাগ এন্ড প্লে ভাবে ইন্সটল করা সম্ভব।

বাল্বটির পিছন দিকে একটি কুলিং ফ্যান রয়েছে, যার মাধ্যমে এটি ওভারহিট হয়ে নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। একই সাথে IP68 ওয়াটারপ্রুফ হওয়াতে বৃষ্টির ভেতর রাইড করলে বাল্বটি নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

Also Read: FNM Headlight And Fog Light Price In Bangladesh

পাশাপাশি এর ভিতরে ভোল্টেজ কন্ট্রোল চিপ থাকায় এটি ব্যবহারের জন্য যতটুকু চার্জ প্রয়োজন ঠিক ততটুকু চার্জ ই ব্যাটারি থেকে সংগ্রহ করে এবং এক্সেলেরেটরের বাড়া কমার সাথে এর আলো কম বেশি হওয়ার কোন সম্ভাবনা না থাকায় বেটার পারফর্মেন্স দেয়। 

FNM G03-H4 বাল্বটি ৩০ ওয়াটের এবং ৮০০০ লুমেন পর্যন্ত আলো দিতে সক্ষম। কালার টেম্পারেচার ৬০০০কে যা হাই ও লো উভয় বিমেই সাদা আলো দেয়। এভিয়েশন এলুমিনিয়াম ম্যাটেরিয়ালে তৈরি এই বাল্বটির -৪০ ডিগ্রি থেকে ১০৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়ায় বেশ ভালভাবে কার্যকরী। 

১৫ মাসের ওয়ারেন্টি এবং প্রত্যেক প্রোডাক্টের ইউনিক সিরিয়াল কোডের মাধ্যমে ওয়ারেন্টি সার্ভিস রেজিস্টার্ড হওয়াতে এই বাল্বটির নির্ভরযোগ্যতা যে বাজারের অন্যান্য লাইট গুলোর থেকে বেশি তা কিন্তু বলাই যায়।

যেহেতু আমাদের দেশে ফগলাইটের ব্যবহার ও বৈধতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তাই রাতের রাইডিং কনফিডেন্স বাড়িয়ে তুলতে FNM G03-H4 বাল্বটি সহজেই হতে পারে হ্যালোজেন বাল্ব ও আলোক স্বল্পতার পারফেক্ট রিপ্লেসমেন্ট। 

লাইটটি ক্রয় করতে ও আরো বিস্তারিত জানতে এফএনএম অটোমোটিভ লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন আজই। 

Published by Raihan Opu Bangla