Shares 2
৫ম ঢাকা বাইক শো – ২০১৯ এ আসছে FKM মোটরসাইকেল
Last updated on 13-Jul-2024 , By Saleh Bangla
FKM মোটরসাইকেল একটি জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড এবং শীঘ্রই স্পিডোজ লিমিটেড এর হাত ধরে শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে FKM মোটরসাইকেল। FKM মোটরসাইকেল ৫ম ঢাকা বাইক শো ২০১৯ এ লঞ্চ করা হবে!
৫ম ঢাকা বাইক শো – ২০১৯ এ আসছে FKM মোটরসাইকেল
স্পিডোজ বাংলাদেশ অতীতে বেনেল্লি ও কিউওয়ে মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটার ছিল, তবে সম্প্রতি আফতাব অটোমোবাইলস বাংলাদেশে কিউওয়ে এবং বেনেল্লি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটার হয়েছে। FKM মোটরসাইকেল একটি বিখ্যাত চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড, যা ইউরোপীয় বাজারের মধ্যে খুবই জনপ্রিয়। স্পিডোজ সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে মোটরসাইকেল আনতে যাচ্ছে এবং অফিশিয়ালি তারা ডিস্ট্রিবিউট করবে।
FKM মোটরসাইকেল চীনের অপেক্ষাকৃত নতুন মোটরসাইকেল কোম্পানি, বর্তমানে তাদের মাত্র তিনটি মোটরসাইকেল মডেল রয়েছে। তাই তারা তিনটি মডেলের থেকে মাত্র দুটি মোটরসাইকেল ৫ম ঢাকা বাইক শো ২০১৯ এ ডিসপ্লে করা হবে এবং দুটি মডেল সত্যিই আকর্ষণীয়।
FKM Street Fighter
FKM Street Fighter একটি ১৬৫ সিসি এর একটি নেকেড মোটরসাইকেল যার ডিজাইন এবং স্টাইল সম্পূর্ন স্ট্রীট ফাইটার । মোটরসাইকেলটিতে 165cc ইঞ্জিন রয়েছে যা প্রায় 14HP শক্তি এবং 13.5 টর্ক উৎপন্ন করবে। বাইকটির ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন কিন্তু ওয়াটার কুলিং ইঞ্জিন থাকার সম্ভাবনা বেশি। আমরা যা জানি তা হল এটি একটি নেকেড মোটরসাইকেল এবং এতে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকবে।
FKM Scrambler
Scrambler শব্দটির সাথে আমরা আমাদের দেশে খুবই পরিচিত নই । স্ক্র্যামব্লার মোটরসাইকেলের একটি জেনরা, এবং লঞ্চ করার পরে, FKM Scrambler এগ্রসিভ লুক এবং স্টাইলিং এর জন্য এই সিরিজের লিডার হতে পারে। এতে আছে স্পোক হুইল, নেকেড স্টাইল এর নান্দনিকতা এবং আধুনিক বৈশিষ্ট্য সম্পূর্ণ – যার কারনে এর নাম দেওয়া হয়েছে স্ক্র্যামব্লার । এফকেএম স্ক্র্যামব্লার এর F5M স্ট্রিট ফাইটারের মত 165cc ইঞ্জিন থাকতে পারে - 165cc, এয়ার কুল্ড , ফুয়েল ইঞ্জেকটেড ব্লক যা প্রায় 14 হর্স এবং 13.5 এনএম পাওয়ার উৎপাদন করতে পারে।
Also Read: FKM 160cc Price in Bangladesh At A Glance | BikeBD September 2023
দুটি বাইকই বাংলাদেশের বাইকারদের মধ্যে জনপ্রিয় হবে, বিশেষ করে বাংলাদেশের যুবাদের মধ্যে এর আকর্ষণীয় লুক , পাওয়ার এর জন্য পছন্দের তালিকায় থাকবে। স্পিডোজ তাদের দুর্দান্ত মানের পণ্য সরবরাহের জন্য খ্যাতি আছে, আশা করি বাংলাদেশে এফ কে এম মোটরসাইকেল এর ভিন্ন হবে না। এই বাইকের ডিসপ্লেসমেন্ট এবং পাওয়ার ফিগারের এর সাথে সাথে স্পেসিফিকেশন এর একটি আনুমানিক ফিগার দেওয়া হয়েছে। ২০১৯ সালে এর ঢাকা বাইক শোতে এফকেএম মোটরসাইকেল মডেল গুলো লঞ্চ হওয়ার পরে মূল্য এবং বিবরণ সব জানা যাবে। আমাদের বাইকবিডি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজে আমরা সরাসরি FKM মোটরসাইকেল সহ প্রতিটি মোটরসাইকেল কোম্পানি এবং মডেল সম্পর্কে আপডেট জানাবো।
৫ম ঢাকা বাইক শো অনুষ্ঠিত হবে আইসিসিবি - আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা, তিনশ ফুট সড়ক, কুড়িল ফ্লাইওভারে। অনুষ্ঠানটি হবে ২০১৯ এর ১৪ থেকে ১৬ মার্চ। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে। বাইকবিডি ২০১৯ সালের ৫ম ঢাকা বাইক শো অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকবে ।
T
Published by Saleh Bangla