Shares 2

Fazer এবং FZS Fi V2 DD মডেল দুটি বাংলাদেশে ডিস্কন্টিনিউ হতে পারে!

Last updated on 16-Jul-2024 , By Raihan Opu Bangla



এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে Yamaha Fazer Fi V2 এবং Yamaha FZS Fi V2 DD বাইকের মডেল দুটি ডিস্কন্টিনিউ করতে যাচ্ছে। ইন্ডিয়াতে বাইক দুটি অনেক আগেই ডিস্কন্টিনিউ করা হয়েছে। দুটি মডেল ইন্ডিয়াতে তৈরি করা হতো বাংলাদেশে চাহিদা অনুযায়ী।

Fazer এবং FZS Fi V2 DD মডেল দুটি বাংলাদেশে ডিস্কন্টিনিউ হতে পারে! yamaha fzs fi v2 dd engine green color exhust

ইয়ামাহা বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টের জন্য অনেক জনপ্রিয়। তাদের প্রিমিয়াম সেগমেন্টে অনেক গুলো মডেলের মধ্যে তিনটি মডেল রয়েছে যা সবাইকে আকর্ষণ করে থাকে। 


১৫০সিসি সেগমেন্টের মডেল গুলো হল - Yamaha Fazer Fi V2, Yamaha FZS FI V2 DD এবং Yamaha FZS Fi V3। আমরা শুনতে পাচ্ছি যে ইয়ামাহা মানে এসিআই মোটরস এই মাসে শেষ দিকে বাইক দুটি আমদানী করবে এবং এই লট মানে এবার যে কয়টি বাইক নিয়ে আসা হবে সেই বাইক কয়টি হবে শেষ লট।


Yamaha FZS FI V2 Dual Disc Test Ride Review


Yamaha FZS Fi V2 DD এবং Yamaha Fazer Fi V2 বাইক দুটি ইন্ডিয়ান মার্কেটে অনেক আগেই ডিস্কন্টিনিউ করা হয়েছে। উভয় বাইকের পরিবর্তে নিয়ে আসা হয়েছে Yamaha FZS FI V3, এই বাইকটিতে কসমেটিক ও গ্রাফিক্স এর পরিবর্তন সহ দেয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস।


Yamaha FZS FI V3 বাইকটি এই সেগমেন্টের প্রথম বাইক যে বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস সহ বাংলাদেশে এসেছে। বাংলাদেশের বাজারে স্পোর্টস কমিউটার সেগমেন্টের বাইকের একটি চাহিদা ছিল, তাই এই বাইকটি বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া এর ইঞ্জিন অনেক বেশি রিফাইন এবং সেফটি হিসেবে এবিএস দেয়ার কারণে বাইকটি অনেকে কাছেই জনপ্রিয়তা পেয়েছে।yamaha fazer red color price in bangladesh

তবে এই দুটি বাইকের মধ্যে Yamaha Fazer বাইকটিকে অনেকেই মিস করবে। কারণ বাইকটি একটি ট্যুরিং বাইক হিসেবে অসাধারণ ছিল। বাংলাদেশের অনেক অভিজ্ঞ বাইকার বাইকটি রাইড করেছেন। বাইকটির লুকস এবং সামনের দিকে দেয়া হয়েছিল হ্যালোজেন হেডলাইট। 


এছাড়া এর স্পোর্টি ডিজাইনের কারণে বাইকটি স্মুথ ভাবে রাইড করা যায়। সম্প্রতি শোনা যাচ্ছে ইয়ামাহা এর বাইকের দাম কিছুটা বেড়ে যেতে পারে। এসিআই মোটরস ও এই ব্যাপারে ঘোষণাটি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই  Yamaha XSR155 বাইকটি লঞ্চ করতে যাচ্ছে। বাইকটি ক্যাফে রেসার বাইক ও সেই সাথে রেট্রো লুকস এবং আধুনিক প্রযুক্তির একটা সমন্বয় ঘটানো হয়েছে। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla