Shares 2
Emflux One ইলেকট্রিক বাইক - টপ স্পীড 200 kmph - বিস্তারিত
Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla
ইলেকট্রিক বাইক নাম শুনলেই অনেকেই কিছুটা অবহেলা করে, কিন্তু Emflux One ইলেকট্রিক বাইক সম্পর্কে জানার পর আপনার চিন্তা অনেকটা পাল্টে যাবে। গোটা বিশ্ব এখন ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে , আর তাই আগামীর দিনগুলোতে আমাদের দেশেও ইলেকট্রিক বাইকের বেশ বড় একটা বাজার হবে বলে আমরা আশাকরি। ইলেকট্রিক বাইক দিয়ে অল্প খরচে অনেক বেশি রাস্তা অতিক্রম করা যায়।
আজ আমরা Emflux One সুপার ইলেকট্রিক বাইক নিয়ে আলোচনা করবো।
Emflux One ইলেকট্রিক বাইকে কি কি আছে ?
Emflux One ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয়েছে 9.7 kwh ( Emflux 3Phase AC Induction With Liquid Cooling ) এর মোটর, যার থেকে 72 bhp ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন হয়। কোম্পানির মতে বাইকটির ম্যাক্সিমাম স্পীড 200 kmph এবং এক চার্জে বাইকটি ২০০ কি.মি পথ অতিক্রম করতে পারবে। বাইকটিতে ০-১০০ গতি উঠতে সময় লাগে মাত্র ৩ সেকেন্ড।
বাইকটির Wheelbase 1395mm, সিট হাইট 810mm। বাইকটির Kerb Weight ১৬৯ কেজি, বাইকটি মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ০-১০০ চার্জ হয়ে যায়। বাইকটি দীর্ঘদিন ভালো রাখতে এতে যুক্ত করা হয়েছে Over voltage, Under voltage, Over Current, and Extreme Temperature Protection ফিচারগুলো।সুপার বাইকের মতো এই বাইকটিতেও অত্যাধুনিক সব ফিচার দেয়া হয়েছে। বাইকটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে NVIDIA Jetson TK1 (NVIDIA Kepler GPU with 192 CUDA Cores and NVIDIA 4-Plus-1™ Quad-Core* ARM® Cortex™- A15 CPU)। বাইকটির মিটার হিসেবে রয়েছে 6.8-inch Touchscreen - Smart Display।
এছাড়া Emflux One ইলেকট্রিক বাইকটিতে রয়েছে Cameras, Navigation, Wired Connectivity , Wireless Connectivity । আমাদের মধ্যে অনেকই আছেন যাদের ধারনা ইলেকট্রিক বাইক মানেই দূর্বল, গতি আরও অনেক কিছু। কিন্তু আপনি হয়তো জানেন না ভালোমানের একটা ইলেকট্রিক বাইক কোন দিক থেকেই ফুয়েল চালিত বাইকের থেকে কম না।
আর সবচেয়ে বড় কথা আপনি যদি খরচের দিক বিবেচনা করেন তাহলে ফুয়েল বাইকে ১ কিলো যেতে যে খরচ হবে ইলেকট্রিক বাইকে তারচেয়ে কম খরচ হবে। আমরা আশাকরি উন্নত বিশ্বের মতো আমরাও আগামীর দিনগুলোতে ভালো ভালো ইলেকট্রিক যানের দেখা আমাদের দেশে পাবো।
T
Published by Ashik Mahmud Bangla