Shares 2
Crescent Enterprise এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন!
Last updated on 25-Jul-2024 , By Raihan Opu Bangla
Crescent Mirpur সম্প্রতি তাদের ৪র্থ বর্ষপূর্তি পালন করল। ইয়ামাহা বাংলাদেশ এসিআই মোটরস এর সাথে তাদের যাত্রার ৪ বছর পার হয়ে গিয়েছে। ক্রিসেন্ট ইয়ামাহার অন্যতম বড় শোরুম এবং থ্রিএস সেন্টার।গত ১৯ নভেম্বর ২০২০ তারিখে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর তাদের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করে। ওই দিন প্রায় ৩০০+ বাইকার বিভিন্ন গ্রুপ থেকে এবং কাস্টোমাররা অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে অনেক ধরনের আয়োজন ছিল। আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটিং ইভেন্ট, সহ আরও নানা ধরনের আয়োজন।
Crescent Enterprise – Yamaha 3S Center
Crescent Enterprise ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ঠিক তারপর তারা এসিআই মোটরস কাছ থেকে ইয়ামাহা মোটরসাইকেল এর ডিলারশিপ নেয়। শুরু থেকে তারা বাইকার ফ্রেন্ডলি এবং কাস্টোমারদের প্রতি অনেক বেশি যত্নবান। তারা সবসময় কাস্টোমারদের কে যথাযত সার্ভিস দেয়ার চেষ্টা করে যাচ্ছে। ক্রিসেন্ট সব সময় তাদের কাস্টোমার প্রায়োরিটির প্রতি খেয়াল রেখেছে। আর এই চার বছরে তারা তাদের কাস্টোমারদের পাশেই ছিল।
তারা ২০১৮ সালে মিরপুর ৬০ফিটে তাদের তাদের শোরুমের স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তনের কারণ ছিল ভাল সার্ভিস এবং কাস্টোমার স্যাটিসফ্যাকশন প্রদান করা। এছাড়া তারা তাদের স্টাফ এর সংখ্যাও বাড়িয়েছে, যাতে তাদের কাস্টোমার সার্ভিস আরও ভাল হয় এবং কাস্টোমারদের দ্রুত সার্ভিস দেয়া যায়।
তাদের ৪০জন স্টাফ এবং ৩০জন টেকনিশিয়ান এর মাধ্যমে কাস্টোমাদের দ্রুত এবং ভাল মানের সার্ভিস প্রদান করে যাচ্ছে। তাদের বর্তমানে ১২টি সার্ভিস যা আগে ছিল মাত্র দুটি। সার্ভিস বে বাড়ানোর কারনে তারা প্রতি মাসে ২১০০+ মোটরসাইকেল সার্ভিস করতে সক্ষম। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস এর জন্য তারা তাদের সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস সব কিছুই এক জায়গা পাওয়া যাবে।
YRC Presents Cox’s Bazar Riding Fiesta 2019
শুরু থেকেই Crescent Enterprise তারা বাইকিং ও সেফটিকে সব সময় প্রোমোটিং করে থাকে। মিরপুর ৬০ তাদের কারণে বাইকারদের মাঝে অনেক পরিচিত হয়ে উঠেছে। দিন দিন মিরপুর ৬০ফিট আরও অনেক এক্সেসরিজ এর দোকানের কারনে সবার কাছেই পরিচিতি পেয়েছে।
১৯ নভেম্বর ২০২০ তারিখে ৩০০ ফিটের পূর্বাচলে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে। ক্রিসেন্ট এর কাস্টোমার ও বিভিন্ন বাইকিং গ্রুপ থেকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে।
T
Published by Raihan Opu Bangla