Shares 2

BluArmor- হেলমেট এসি ইউজার রিভিউ - ভালো দিক এবং খারাপ দিক

Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla

হেলমেট এসি আমাদের অনেকের কাছে নতুন একটি জিনিস, আসছে গরম কাল আর এই গরমে যারা বাইক রাইড করেন তারা সবাই জানেন গরমের দিনে হেলমেট ব্যবহার করা কতটা কষ্টের। কিন্তু নিজের নিরাপত্তার দিকে চিন্তা করলে কখনো হেলমেট ছাড়া বাইক চালানো উচিৎ না। 

BluArmor- হেলমেট এসি ইউজার রিভিউ

কিন্তু বাসা বা অফিসের মতোন যদি আপনার হেলমেটও ঠাণ্ডা থাকে তাহলে কেমন হয়? ইন্ডিয়ার জনপ্রিয় ব্রান্ড BluArmor নিয়ে এসেছে হেলমেট এসি , যা আপনার হেলমেটকে বাহিরের তাপমাত্রা থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রা প্রদান করবে। BluArmor এর বর্তমানে ৩ টি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। 


এর মধ্যে blu3 E20 আমি ব্যবহার করছি, আর আপনাদের সাথে blu3 E20 নিয়ে আমার ভালো মন্দ অভিজ্ঞতার কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো। প্রতিটা জিনিসের ভালো মন্দ দিক থাকে, এই হেলমেটেরও ভালো মন্দ বেশ কিছু দিক রয়েছে।


হেলমেট এসি blu3 E20 ফিচারঃ

  • বাইরের তাপমাত্রা থেকে ১৫ ডিগ্রী পর্যন্ত কম তামপাত্রা পাওয়ার সুযোগ
  • ডাইনামিক ফ্যান কন্ট্রোল , যাতে রয়েছে ৩ টি মুড
  • ভয়েস এসিসটেন সিস্টেম
  • Whatsapp এ মেসেজগুলো শুনতে পারবেন
  • লোকেশন অনুয়ায়ী স্পেশাল কিছু নোট পাবেন
  • গান শোনা , ফোন রিসিভ করাও আপনি এই ডিভাইস দিয়ে করতে পারবেন। আর এই ডিভাইসটির সাউণ্ড সিস্টেম বেশ ভালো এবং ভয়েস কোয়ালিটিও বেশ পরিষ্কার মনে হয়েছে আমার কাছে।


হেলমেট এসি blu3 E20 এর ভালো এবং খারাপ দিকগুলোঃ

প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক থাকে, এই ডিভাইসটি ব্যবহার করার সময় আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি,


  • এসি থেকে যে বাতাস পাওয়া যায় সেটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, আর বাতাসের পাওয়ারও বেশ ভালো। এর ফলে গরমের মধ্যে হেলমেট ব্যবহার করে আমি অন্য রকম একটা শান্তি পেয়েছি। আপনি চাইলে এসি আপনার ইচ্ছা মতোন হাই , মিডিয়াম  এবং লো তে চালাতে পারবেন।
  • এসি যখন অন করা থাকে তখন শীতকাল হউক অথবা গরমকাল আপনার হেলমেটের ভাইসর কখনো ঘোলা হবে না।
  • হেলমেট এসি ব্যবহারের ফলে আপনি যে বাতাসটা পাবেন সেটি বাইরের বাতাসের থেকে অনেকটা বিশুদ্ধ, কারন এতে ফিল্টার ব্যবহার করা হয়েছে।
  • আপনি চাইলে এই ডিভাইস দিয়ে গান শুনতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।


blu3 E20 এর ভালোদিক তো আমরা জানলাম এবার আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগে নি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি,


  • blu3 E20 তে অনেক ফিচার যুক্ত করা হয়েছে এটা ঠিক কিন্তু তারপর ৭,৯৯৯ টাকা মূল্যটি আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে।
  • যেহেতু ডিভাইসটি আপনার হেলমেটে লাগানো থাকে তাই এই ডিভাইসটির ওজন কিছুটা কম হওয়া উচিৎ ছিলো কিন্তু ডিভাইসটির ওজন আমার কাছে বেশি মনে হয়েছে।
  • ডিভাইসের আকার ভালো বড় , তাই অনেক হেলমেটে এটা ঠিকভাবে সেট করা কিছুটা কষ্টকর হবে।


কিন্তু আপনি যদি গরমে কিছুটা শান্তি চান তাহলে এই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি বেশ ভালো এবং মজবুত। বর্তমানে এই ডিভাইসটির দাম আগের চেয়ে কমেছে। blu3 E20 সম্পর্কে বিস্তারিত জানতে BluArmor Bangladesh এর ফেসবুক পেজে ভিজিট করুন। ধন্যবাদ

Published by Shuvo Bangla