Shares 2
স্ট্রিম ক্লিনিং কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত - BD MOTO SHOP
Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla
স্ট্রিম ক্লিনিং কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত - BD MOTO SHOP
বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে প্রথমবারের মত BD MOTO SHOP নিয়ে এলো প্রফেশনাল কার , মোটরসাইকেল এবং হেলমেট স্ট্রিম ক্লিনিং ওয়াস , চলুন জেনে নেই কি এর উপকারিতা ও নিখুঁত সার্ভিসের বিবরন : -
স্ট্রিম ক্লিনিং কি এবং কোন এর প্রয়োজন ?
গড়ম বাষ্পীয় জল ও মেডিসিনক্যমিকেল এর প্রভাব ঘটিয়ে সর্বচ্চ ক্ষুদ্রতম অংশে মেশিনের সাহায্যে পরিপূর্ণ ক্লিনিং এর একমাত্র মাধ্যম হচ্ছে স্ট্রিম ক্লিনিং ।
মোটরসাইকেল এর প্রতিটি ছোট ও ক্ষুদ্র অংশে জমে থাকা পুরোনো সব ময়লা, জং, ধুলোবালিতে তৈরি লোহার ক্ষয়, পেইন্ট সহ সব যায়গায় জমে থাকা ময়লা এবং জং নির্মুল করতে সক্ষম।
ইঞ্জিন , চেসিস , রেডিয়েটর চেম্বার , সাইলেন্সার পাইপে জমে থাকা ময়লা জং, সিট কভার, কালার, গিয়ার ও ব্রেক পেডেল , হাড্রোলিক প্লেট , রিম, সুইজ বক্স , চেইন , প্রতিটি ড্যাশ বোর্ড রিস্টোরেশন , ইত্যাদি সকল পার্টে ক্লিনিং ও লুবরিকেন্ট করা হয় ।
সর্ভিসিং এ ময়লা বা জং যা এক্টিভ পাওয়ারফুল মেডিসিন দিয়ে রিষ্টরেশন করা হবে এবং ৬ থেকে ৮ ধরনের মেডিসিন প্রয়োগ করা হয় , সাথে পাবেন জেনুইন ফোম ওয়াস এবং পলিশ ।
প্রতি ৪ থেকে ৬ মাসে একটি স্ট্রিম ক্লিনিং করলে মোটরসাইকেল ও হেলমেট থাকবে সব সময় স্মুথ ও নিখুঁত যা লোহার ক্ষয় ও রোধ করবে, দীর্ঘদিন পর্যন্ত থাকবে নতুনের মত, লংজিবিটি বাড়বে।
বাড়তি সুবিধা : - ঘন ঘন বাইক সার্ভিসিং , ওয়াসের প্রয়োজনিয়তা কমবে, ব্রেক প্যাড , চেইন এ সকল পার্টের লংজিবিটি বাড়বে, এ ছাড়া হেলমেট ক্লিনিং স্ট্রিম করে পডিং সহ রিষ্টোরেশন করতে পারবেন এতে করে হেলমেট এর ব্যাকটেরিয়া দূর হবে । রাইডিং ম্যাস জ্যাকেট , রাইডিং গিয়ার ও এর মাধ্যেমে নিখুঁত ভাবে পরিষ্কার করা সম্ভব।
সুতরাং এই স্ট্রিম ওয়াসের উপকারিতা অনেক ধরনের , স্পোর্টস বাইকের জন্য ১২৫০ টাকা , ন্যাকেড স্পোর্টস বাইকের জন্য ১০৫০ টাকায় আপনারা এই স্ট্রিম ক্লিনিং করতে পারবেন । এ সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন BD MOTO SHOP এর পেজের ইনবক্সে অথবা কল করুন 01817280078 ।
BD MOTO SHOP এর ঠিকানা
১ - মিরপুর 60 ফিট , মনিপুর স্কুলের কাছে ।
২ - খিলগাঁও বাসবো , কদমতলা ওয়াসা রোড ।
T
Published by Shuvo Bangla