Shares 2
Bajaj Discover 125 বাইক নিয়ে ২৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শামস
Last updated on 07-Jan-2025 , By Shuvo Bangla
আমি মো: শাহরিয়ার শামস। আমি আজ আপনাদের আমার Bajaj Discover 125 বাইকটির সাথে আমার প্রায় ৫ বছরের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।
আমার বাইকটি কেনার প্রথম অনুপ্রেরণা এক বড় ভাইয়ের থেকে। বাইকটি আমার খুব ভালো লাগে এবং বাইকটি আমার যথেষ্ট পছন্দ হয়। সিদ্ধান্ত নেই যে এই বাইকটি আমার জন্য পারফেক্ট। ইউটিউবে অনেক বাইক রিভিউয়ারের ভিডিও দেখেছি এই বাইকটির সম্পর্কে, তারা কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক উল্লেখ করলো।
এরপর, আমি বাইকটি কিনে ফেলি ১ লাখ ৫৮ হাজার টাকায়, যা এখনকার বাজার মূল্যের চেয়ে কিছুটা বেশি । যদিও আমাকে যথেষ্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল সেই সময়। তারপর পেয়ে গেলাম আমার স্বপ্নের বাইকটি এবং শুরু হলো আমার বাইকটির সাথে পথচলা। আমি ৫/৬ বার গ্রুপ ট্যুর দিয়েছি বাইকটি নিয়ে এবং ১২৫ সিসি বাইক হিসেবে খুব ভালো পার্ফরমেন্স পেয়েছি।
Also Read: Best 100cc Commuter Bikes In Bangladesh - Bikebd
Bajaj Discover 125 বাইকটির কিছু ভালো দিক -
- বাইকটির স্পিড যথেষ্ট ভালো।
- পিলিয়ন সিট এর সমস্যা নেই ।
- বাইকটির লুকিং অনেক ভালো ।
- ১২৫ সিসি ইঞ্জিন হিসেবে মাইলেজ অনেক ভালো ।
- বাইকটির ব্রেকিং মোটামুটি ভালো ।
Bajaj Discover 125 বাইকের কিছু খারাপ দিক -
- বাইকটির হেড ল্যাম্পের আলো কমে গেছে ইদানিং।
- বাইকটির সামনে ড্রাম ব্রেকিং সিস্টেম হওয়াতে একটু সমস্যায় পড়তে হয়।
- মাঝে মধ্যে সেল্ফ স্টার্টে কিছুটা প্রব্লেম হয় , যেটা খুব বড় বিষয় নয়।
কোনো কিছুই পারফেক্ট নাহ সব কিছুরই ভালোদিক খারাপ দিক আছে । আমার জীবনের প্রথম বাইকটি আমার অনেক কষ্টের টাকায় কেনা। যখন মন খারাপ থাকে তখন বাইকটি নিয়ে ঘুরি, বন্ধুদের পিলিওন নিয়ে ঘুরি । এই বাইকটিতে আমি ১২০ কিলোমিটার / ঘণ্টা স্পিড তুলতে পেরেছিলাম ।
Also Read: Bajaj Platina 110 H Gear price in BD
বাইকটি আমি কিনেছি শখের বসত। দৈনিক কাজে কোথাও যাওয়ার হলে এই বাইকটিতে করেই যাই। বাইকটি কেনার বছরে আমি প্রায় ২৪,৯০০ কিলোমিটার চালিয়েছি । বাইকটি দিয়ে আমি কিছুদিন আগে আমাদের উলিপুর উপজেলা থেকে দিনাজপুর গিয়েছিলাম।
যাওয়া আসায় প্রায় ৩০০+ কিলোমিটার পথ রাইড করেছিলাম বাইকের মাইলেজ এভারেজ ৪৫+ এর মত পেয়েছি যেটা ১৬০ সিসি অন্যান্য বাইকের তুলনায় অনেক সন্তুষ্ট জনক । যাইহোক বাইকটি নিয়ে আমি অনেক সন্তুষ্ট । বাইকটি নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর ও দিয়েছিলাম খুব সহজেই তেমন কোনো সমস্যা হয় নাই ।
বাইকের প্রতি ভালোবাসা ছোট বেলা থেকেই ছিল । আরো বেড়ে গেছে এই বাইকটি নেওয়ার পর । বাইকটি নিয়ে অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আসলে বাইকিং কমিউনিটি গুলোর সাথে পরিচয় না হলে রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এত সহজে আপন হয় জানা ছিল না । আর বাইকিং গ্রুপ গুলোতে আমার প্রিয় গ্রুপ হচ্ছে "বাইকবিডি"।
আমি বাইকবিডি তে ২০২৩ সাল থেকেই আছি এবং পোস্ট লাইক কমেন্ট করে গ্রুপ এর সাথেই ছিলাম সব সময় এবং আছি । লেখার মাঝে ভুল ত্রুটি বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আরো অনেক কিছু বলার ছিল সেগুলা আজ আর নয় , সামনে আরো রিভিউ দিবো ইনশা'আল্লাহ । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।
লিখেছেনঃ মো: শাহরিয়ার শামস
T
Published by Shuvo Bangla