Shares 2
Bajaj Discover 125 এ চলছে ৪,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার !
Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla
Uttara Motors Ltd. বাংলাদেশে বাজাজের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । তারা জানুয়ারি মাসের জন্য ঘোষনা করেছে Bajaj Discover 125cc ডিস্কাউন্ট অফার । এই মাসেই উত্তরা মোটরস ঘোষনা করেছে বাজাজ পালসার এবং বাজাজ ডিস্কভার ১১০ এর উপর ডিস্কাউন্ট অফার । বর্তমানে তারা ১২৫সিসি সেগমেন্টের Bajaj Discover 125 দিচ্ছে ডিস্কাউন্ট অফার ।
Bajaj Discover 125 - ডিস্কাউন্ট অফার জানুয়ারি ২০২০ঃ
২০২০ সালের প্রথম মাসেই, উত্তরা মোটরস লিমিটেড বাজাজের জনপ্রিয় সব মোটরসাইকেলে দিচ্ছে ডিস্কাউন্ট অফার । এই অফারের মধ্যে তারা বাজাজ ডিস্কভার ১২৫ এ দিচ্ছে ৪,০০০ টাকার ডিস্কাউন্ট । এই ডিস্কাউন্ট অফারে পর বাজাজ ডিস্কভার ১২৫সিসি এর ডিস্ক ভার্সনে চলছে ১,২৪,০০০/- টাকা অপর দিকে ড্রাম ব্রেক ভার্সন হচ্ছে ১,২০,০০০/- টাকা ।
এই অফারের সাথে বাজাজ ডিস্কভার তাদের Bajaj Discover 110 মোটরসাইকেলে দিচ্ছে ৮,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার এছাড়া বাজাজ তাদের Bajaj Pulsar সিরিজে দিচ্ছে ১২,০৭৩/- টাকার ক্যাশব্যাক অফার । এই বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্কাউন্ট অফারটি সহ সকল অফার দেয়া হচ্ছে উত্তরা মোটরস এর পক্ষ থেকে । অফারটি চলবে পরবর্তি কোন ঘোষনা না দেয়া পর্যন্ত । আর এই অফার গুলো পুরো বাংলাদেশ জুড়ে বাজাজের সকল শোরুম থেকে উপভোগ করা যাবে ।
Click Here For The First Impression Video of Bajaj Discover 125
Bajaj Discover সিরিজটি সব সময় কমিউটার সেগমেন্টে আলাদা একটা জায়গা দখল করে রেখেছে । ১২৫সিসি এর বাইক গুলোতে কমিউটিং এর পাশাপাশি পাওয়ারও দেয়া হয়েছে । আর দেয়া হয়েছে একটি স্টাইলিশ লুকসও । যা বাইক গুলোকে একটু আলাদা ভাবে সবার সামনে তুলে ধরেছে । বর্তমানে বাজাজ ডিস্কভার ১২৫ বাইকটি ২০১৮ সালে নতুন ভাবে ফিচার সমৃদ্ধ করে বাজারে নিয়ে আসা হয় । ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ডিস্ক ব্রেক, নতুন গ্রাফিক্স দেয়া হয়েছে ।
ডিস্কভার বাইক গুলোর মধ্যে এই বাইকটি বেশ জনপ্রিয় একটি বাইক । উত্তরা মোটরস বর্তমানে বাইকটিতে দিচ্ছে ডিস্কাউন্ট অফার, যাতে বাইকটি কিনতে সবাইকে সাহয্য করবে । ২০২০ সালটির প্রথম মাস ই হচ্ছে ডিস্কাউন্ট ও ক্যাশব্যাক অফারের মাস । বাজাজ সত্যিকার অর্থেই তাদের জনপ্রিয় বাইক গুলোতে দিচ্ছে অফার, যা তাদের প্রতিদন্ধিদের থেকে বাজাজ কে কিছুটা হলেওও এগিয়ে রাখবে ।
T
Published by Ashik Mahmud Bangla