Shares 2
৩ টি নতুন স্কুটার এলো লিফান এর
Last updated on 30-Jul-2024 , By Shuvo Bangla
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো লিফান এর নতুন ৩ টি স্কুটার । রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে পর্যায়ক্রমে লিফান এর স্পোর্টস সেগমেন্ট , কমিউটার সেগমেন্ট, অফরোড সেগমেন্ট এবং ট্যুরিং সেগমেন্ট এর বাইক নিয়ে এসেছে বাকি ছিল শুধুমাত্র স্কুটার ।
৩ টি নতুন স্কুটার এলো লিফান এর
২৯ অক্টোবর ২০২১, ঢাকা মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় এর মাঠে অফিসিয়ালি লঞ্চ হয়েছে লিফান এর ৩ টি স্কুটার ।
• Lifan KPV 150
• Lifan Blink 125
• Lifan Razor 100
লঞ্চিং ইভেন্ট এর পাশাপাশি বাইকারদের জন্য একটি গেট টুগেদার এর আয়োজন করা হয় । এবং উক্ত বাইক গুলো টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা করা হয়,পাশাপাশি বাইক গুলো প্রি বুকিং দেওয়ার ব্যবস্থা ছিল। ইভেন্ট লোকেশনে যারা প্রি বুকিং দিয়েছে তাদের জন্য ছিল ২ বছরের ফ্রি রেজিস্ট্রেশন অফার।
লঞ্চিং ইভেন্টে সবার বাইক গুলো দেখার এবং টেস্ট রাইড দেওয়ার সুযোগ বাইকারদের কাছে ছিল সবচেয়ে আনন্দের বিষয়। ২০০+ বাইকার উক্ত ইভেন্টে বাইক গুলো টেস্ট রাইড দিয়েছে । লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন জনাব নুরুল আবসার রাসেল (চেয়ারম্যান রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব শামসুল বাশার (পরিচালক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব মোঃ মাহমুদুল হাসান বাবুল (ডিজিএম সেলস রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড), জনাব মোঃ নুরুল আমিন (এজিএম সার্ভিস রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।
এছাড়া লঞ্চিং ইভেন্টে ২০০+ বাইকার উপস্থিত ছিলেন। ইভেন্ট দুপুর ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
স্কুটার গুলোর মূল্য নির্ধারন করা হয়েছে -
Lifan KPV 150 -
- Non ABS - 2,80,000 TK
- Dual Channel ABS- 3,20,000 TK
- Tri-Tone Dual Channel ABS Kings & Queens Edition - 3,30,000 TK
Lifan Blink 125 - 1,35,000 TK Lifan Razor 100 - 1,15,000 TK
Lifan KPV 150 স্কুটারটিতে রয়েছে একটি ১৫০ সিসির ৪ স্টোর্ক ওয়াটারকুল LGC-FI ইঞ্জিন । ইঞ্জিনটি প্রডিউস করে 9.0 kw Power @ 8500 RPM এবং 11.8 NM of Tourque @ 8500 RPM ।
LIfan Blink 125 স্কুটারটিতে রয়েছে একটি ১২৫ সিসির ৪ স্টোর্ক ,সিংগেল সিলিন্ডার এয়ারকুল্ড কার্বুরেটর ইঞ্জিন। ইঞ্জিনটি প্রডিউস করে 6.5 kw Power @ 7500 RPM এবং 8.5 NM of Tourque @ 6500 RPM ।
Lifan Razor 100 স্কুটারটিতে রয়েছে একটি ১২৫ সিসির ৪ স্টোর্ক ,সিংগেল সিলিন্ডার এয়ারকুল্ড কার্বুরেটর ইঞ্জিন। ইঞ্জিনটি প্রডিউস করে 6.0 kw Power @ 7500 RPM এবং 6.0 NM of Tourque @ 6500 RPM ।
T
Published by Shuvo Bangla