Shares 2

২০২৪ - ২০২৫ অর্থ বছরে ইয়ামাহা মোটরসাইকেল রয়েছে দ্বিতীয় অবস্থানে

Last updated on 09-Jan-2025 , By Raihan Opu Bangla

২০২৪-২০২৫ অর্থ বছর হিসেব করলে দেখা যায় যে, এই অর্থ বছরে অনেক গুলো মোটরসাইকেল কোম্পানি বাজারে তাদের স্থান শক্ত ভবে ধরে রেখেছে। সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে ইয়ামাহা মোটরসাইকেল এর। তারা ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রথম ভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাদের উপরে রয়েছে শুধু মাত্রা বাজাজ মোটরসাইকেল। 

ইয়ামাহা মার্কেট শেয়ারর অর্থ বছর ২০২৪-২০২৫

ইয়ামাহা মার্কেট শেয়ার

জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তাদের রিপোর্ট অনুযায়ী ডিলারশীপ এ বিক্রয় হয়েছে ২০.১৩ পার্সেন্ট। অপর দিকে রিপোর্ট অনুযায়ী বাজাজের বিক্রয় হয়েছে ২১.১৮ পারসেন্ট। অপর দিকে ইয়ামাহা এর রিটেইল বা কাস্টমার পর্যায়ের রিপোর্ট অনুযায়ী তাদের বিক্রয় হয়েছে ১৯.৫২ পারসেন্ট।

Also Read: Yamaha Motorcycle Price In Bangladesh

ইয়ামাহা মোটরসাইকেল এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের কাস্টমার সার্ভিস, সেই সাথে ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিলারশীপ থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত মোটরসাইকেল পৌছানো এবং সার্ভিস প্রদান সব কিছুতেই ইয়ামাহা এগিয়ে রয়েছে। 

এছাড়া তরুণ, যুবক থেকে শুরু করে সকল বয়সী বাইকারদের কাছে ইয়ামাহা এর আকর্ষণ রয়েছে। ইয়ামাহা এর ব্র্যান্ড ভ্যালু তাকে সবার কাছে পছন্দের এবং স্বপ্নের মোটরসাইকেল হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। 

ইয়ামাহা অর্থ বছর ২০২৪ - ২০২৫

আবার ইয়ামাহা আধুনিক প্রযুক্তি যুক্ত করে তাদের মোটরসাইকেল গুলোকে আরও সমৃদ্ধ করেছে। তাই নিয়মিত ভাবে তাদের মোটরসাইকেল গুলো আধুনিক হচ্ছে। 

Also Read: Yamaha Motorcycle Showroom In Bangladesh

তাই পরিসংখ্যান থেকে এটা বলা যায় যে বর্তমানে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং মার্কেট শেয়ারে এগিয়ে রয়েছে। আশা করা যাচ্ছে এই অর্থ বছরে ইয়ামাহা তাদের অবস্থান শীর্ষে নিয়ে যেতে সক্ষম হবে। 

Published by Raihan Opu Bangla