Shares 2
২০২০ এর টপ ১০টি চাইনিজ মোটরসাইকেলের মধ্যে Lifan K19!
Last updated on 28-Jul-2024 , By Raihan Opu Bangla
গত ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে "China Inspection Western Cup" ২০২০ এর বার্ষিক মোটরসাইকেল মডেলের তালিকা প্রকাশ করেছে। Lifan K19 এই তালিকার সেরা দশ এর মধ্যে তার জায়গা করে নিয়েছে।
২০১৪ সাল থেকে China Automobile Manufacturers Association, National Motorcycle Quality Supervision এবং Inspection Center এক সাথে চাইনিজ মোটরসাইকেল ও তাদের এক্টিভিটি নিয়ে তালিকা প্রকাশ করে থাকে। এই বছর সপ্তমবারের তারা এই তালিকা প্রকাশ করেছে। এই ইভেন্টের শুরু থেকেই লিফান তাদের বার্ষিক তালিকায় অনেক গুলো মোটরসাইকেল থাকে প্রতি বছর। এছাড়া ইন্ডাস্ট্রি প্রোফেশনাল এবং মোটরসাইকেল প্রেমীরা লিফানের মোটরসাইকেল গুলো অনেক পছন্দ করে থাকেন।
এই বছর বিচারকদের তালিকায় ছিলেন প্রোফেশনাল। এছাড়া মোটরসাইকেল নির্বাচনেও অনেক কিছু শর্তাবলী মানা হয়েছে ও নির্বাচন করা হয়েছে খুব সতর্কতার সাথে। কয়েকটি ধাপ যেমন অডিশন, প্রাথমিক নির্বাচন, সিলেকশন ইত্যাদির পর শেষ দিকে ১৭টি ব্র্যান্ডের ২২টি মডেল নির্বাচন করা হয়। এছাড়া ৭টি ব্র্যান্ডের ১০টি ইলেক্ট্রি মডেলের মোটরসাইকেল নিয়ে আসা হয়েছিল টেস্টিং, ড্রাইভিং এক্সপেরিয়েন্স, বিচারকদের ভোটিং ও অনলাইন ভোটিং এর জন্য রাখা হয়।
Click To See Lifan K19 Price In Bangladesh
Lifan K19 বাইকটি কে এন্ট্রি লেভেল ক্রুজার বাইক হিসেবে ধরা হয়েছে। এই বাইকটির স্টাইল, ডিজাইন এবং রেট্রো ডিজাইন এর এপিয়ারেন্স কে করেছে ইউনিক। ১৫০সিসির ইঞ্জিনে বাইকটি খুব সহজেই রাইড করা যায়। এছাড়া যারা নতুন বাইকার তাদের জন্য বাইকটি কন্ট্রোলিং এবং রাইডিং কম্ফোর্ট অনেক ভাল। ১৫০সিসি এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে বাইকটি ট্যাক্স কম থাকার কারনে লোকাল মার্কেটে কম দামেই পাওয়া যাবে।
বাইকটির এপিয়ারেন্স, রেট্রো ডিজাইন এবং আমেরিকান স্টাইল বাইকটিকে ১৫০সিসি এর কনভেনশনাল ক্রুজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাইকটির এই ইউনিক ডিজাইন ও স্টাইল বাইকটিকে সবার থেকে আলাদা করেছে। লিফান সব সময় তাদের মডেল আপগ্রেড এর ক্ষেত্রে নতুনত্ত্ব নিয়ে আসে। সেটা হতে পারে যেকোন মডেল ডিজাইন, স্টাইল, এক্সেসরিজ, প্রোডাকশন প্রসেস এবং কোয়ালিটি ইনেসপেকশন এর ক্ষেত্রে কোন রকম ছাড় দেয় না।
Click To See Lifan Bike Price In Bangladesh
২ থেকে ৩ বছর লেগে যায় একটি মডেলের টেস্টিং ও ভেরিফিকেশন এবং শেষ পর্যন্ত মার্কেটিং এ যেতে। বাইকের প্রতিটি কম্পোনেন্ট টেস্ট করা হয়, এছাড়া ৩০০টি উপর কম্পনেন্ট টেস্ট করে দেখা হয়। Lifan K19 এর প্রোডাকশন শুরু করার আগে লিফানের রিসার্স এন্ড ডেভলপমেন্ট টিম বাইকটির প্রোটোটাইপ রাস্তা ১০,০০০ কিলোমিটার টেস্ট রাইড করে ছিল। এই টেস্টে তারা ইঞ্জিন, এক্সেলারেশন সহ অনেক গুলো বিষয় টেস্ট করেছে। অপর দিকে বাইকটি ভিন্ন ভিন্ন আবহাওয়া ও রোড কন্ডিশনে টেস্ট করা হয়েছে।
মুল আর্টিকেল লিংকঃ K19 selected as 2020 Top 10 Chinese Motorcycles
T
Published by Raihan Opu Bangla