Shares 2

হোন্ডা ঈদ উল ফিতর ২০২৫ অফার – ৫,১০০ টাকা পর্যন্ত ছাড়!

Last updated on 13-Mar-2025 , By Raihan Opu Bangla

বিশ্বখ্যাত জাপানী ব্র্যান্ড হোন্ডা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে বাইকারদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে Bangladesh Honda Private Limited (BHL) নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ অফার। 

Honda motorcycle price in Bangladesh

honda-eid-festival -offers-discount

হোন্ডার নির্দিষ্ট কিছু বাইকের উপরে সর্বোচ্চ ৫১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এভেইল করার সুযোগ থাকছে এই অফারে।
 
 নতুন অফার মূল্য:

Also Read: Honda Motorcycle Price In Bangladesh

এছাড়াও হোন্ডা এসপি ১২৫ কিনলেই পাচ্ছেন ৫টি রেগুলার ফ্রি সার্ভিস এর সাথে আরো ২টি ফ্রি সার্ভিস এবং ১টি মিনারেল ইঞ্জিন অয়েল ফ্রি।

অফারটি সীমিত সময়ের জন্য! অফারটি সারা বাংলাদেশের সকল Honda শোরুমে এভেইলেবল। তাই দেরি না করে আজই চলে আসুন নিকটস্থ হোন্ডা অথরাইজড ডিলার শোরুমে। 

Published by Raihan Opu Bangla