Shares 2

হিরো ইগনাইটর ১২৫ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে নিটল মোটরস

Last updated on 11-Jul-2024 , By Saleh Bangla

বাংলাদেশে হিরো মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে নিলয় মোটরস। তারা সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে হিরো ইগনাইটর ১২৫ । যদিও এই বাইকটিকে এক কথায় বলা যায় যে হিরো গ্ল্যামার ২০১৭ এর ভার্সন । যা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ভাবে হিরো এই বাইকটি হিরো ইগনাইটর ১২৫ নামে বাজারে নিয়ে আসবে।

নিটল মোটরস হিরো ইগনাইটর ১২৫ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে

 

 হিরো ইগনাইটর ১২৫ এর রয়েছে ১২৫সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ১১.৪ বিএইচপি এবং ১১ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনটির সাথে ৪ স্টেপ গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। এছাড়া সেলফ এবং ইলেক্ট্রিক দুই ধরনের স্টার্ট সিস্টেম রয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে বাইকটি সবার সমানে তুলে ধরা হয়। বাইকটির ইঞ্জিন হিরো নিজস্ব ভাবে তৈরি করা। আর এতে টর্ক অন ডিমান্ড(টিওডি), আইথ্রিএস প্রযুক্তি এবং বিএস৪ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

 ইগনাইটরের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। অন্যদিকে রেয়ার এ ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক শক এবজরভার যার সাথে যুক্ত করা হয়েছে ৫ স্টেপ এডজাস্টেবল ফিচার্স। বাইকটির দুটি টায়ারই টিউবলেস টায়ার এবং রেয়ায়ে হচ্ছে ৯০ সেকশন টায়ার। এর রিম গুলো হচ্ছে ১৮ ইঞ্চি। সামনের দিকে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং রেয়ার ব্রেক হচ্ছে ড্রাম ব্রেক। 

 বাইকটির ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১১লিটারের ফুয়েল নেয়া যায়। বাইকটি ওজনে প্রায় ১২৭ কেজি। অন্যান্য ১২৫সিসি মোটরসাইকেল থেকে এর পার্থক্য হচ্ছে এর লুকস। বাইকটির লুকসের দিক থেকে পেশী বহুল। বাইকটিতে রয়েছে এলইডি টেল লাইট, একদম নতুন ভাইজর হেডলাইটের উপরে, সম্পূর্ন নতুন হেড লাইট, নতুন ধরনের স্পিডোমিটার, রেয়ার টায়ার মাড গার্ড, এলয় হুইলস, চেইন কাভার এছাড়াও আরো অনেক ফিচার্স। 

 বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল কোম্পানির মধ্যে হিরো অন্যতম কোম্পানি। বাজাজ এবং টিভিএস এরপরে তৃতীয় মোটরসাইকেল কোম্পানি যারা সর্বোচ্চ পরিমানের মোটরসাইকেল বিক্রয় করেছে। তবে এর পিছনে হিরো হাঙ্ক এবং হিরো গ্ল্যামারের জনপ্রিয়তা অনেক বেশি কাজ করেছে। যদিও বাংলাদেশে ১২৫সিসি মোটরসাইকেল তেমন বেশি জনপ্রিয় নয়। তবে আমাদের বিশ্বাস হিরো ইগনাইটর লঞ্চ হওয়ার সাথে সাথে এই সেগমেন্টে দারুন এক সাড়া ফেলবে। 

 হিরো ইগনাইটর ১২৫ এর দাম ধরা হয়েছে ১,২৪,৯৯০/- টাকা । আর বাইকটি প্রথম রমজান থেকে সাড়া বাংলাদেশে হিরোর ডিলার পয়েন্টে পাওয়া যাবে।

Published by Saleh Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes