Shares 2
হঠাৎ বাইক স্টার্ট না নিলে যে ৬ টি জিনিস চেক করবেন - বিস্তারিত
Last updated on 28-Jul-2024 , By Shuvo Bangla
বাইক চালাচ্ছেন কিন্তু হঠাৎ বাইক স্টার্ট না নিলে আমরা অনেকেই ঘাবড়ে যায়। বিশেষ করে যারা নতুন বাইক রাইডার আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। আবার বাইক স্টার্ট না হলে অনেকেই বাইকের সেলফ স্টার্ট দিতেই থাকেন বার বার, কিন্তু এমনটা করলে আপনার বাইকের সেলফের ক্ষতি হতে পারে।
হঠাৎ বাইক স্টার্ট না নিলে তেমন চিন্তার কোন কারন নেই। অনেক সময় ছোট্ট ছোট্ট কিছু সমস্যার কারনে বাইক স্টার্ট নাও নিতে পারে। হঠাৎ বাইক স্টার্ট না নিলে যে ৬ টি জিনিস চেক করবেন সেগুলো নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
হঠাৎ বাইক স্টার্ট না নিলে যে ৬ টি জিনিস চেক করবেনঃ
১- ফুয়েল কতটুক আছে চেক করুন:
বাইক ভালোভাবে চলছে কিন্তু হঠাৎ বাইক স্টার্ট নিচ্ছে না, আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে তাহলে সবার প্রথমে ফুয়েল ট্যাংক এর মুখ খুলে চেক করে দেখুন বাইকে ফুয়েল আছে কিনা। অনেক সময় আমাদের বাইকের ফুয়েল মিটার ভুল শো করে। এজন্য বাইক স্টার্ট না নিলে সবার প্রথমে এই কাজটি করে দেখবেন।
২- ফিউজ চেক করুনঃ
বাইকের ফিউজ নষ্ট হয়ে যাওয়া বড় কোন সমস্যা না। আপনার বাইকের ফিউজ নষ্ট হয়ে গেলে বাইকে বেশ কিছু সমস্যা দেখা দিবে, এর মধ্যে বাইক স্টার্ট না নেয়াও একটি। তাই বাইক যদি সেলফ স্টার্ট না নেয় সেক্ষেত্রে আপনার বাইকের ফিউজ ঠিক আছে কিনা সেটা চেক করে দেখুন। আপনি যদি এই কাজটি না বুঝে থাকেন তাহলে অভিজ্ঞ কারও সাহায্য নিন।
৩- ফুয়েল লাইন চেক করুনঃ
অনেক সময় আমাদের বাইকের ফুয়েল চাবি অফ থাকে, যার ফলে বাইক স্টার্ট নেয় না। বর্তমানে সব বাইকে ফুয়েল চাবি থাকে না, যদি আপনার বাইকে এই চাবি থেকে থাকে তাহলে বাইক স্টার্ট না নিলে চাবিটি চেক করে দেখুন। এই সময় বাইকের ফুয়েল লাইনটিও চেক করে নিবেন।
৪- স্পার্ক প্লাগ ঢিলা হয়ে গেলো কিনা চেক করুনঃ
বাইক স্পার্ক প্লাগ ঢিলা হলে অথবা এর সাথে সংযোগ টি ঢিলা হয়ে থাকলে বাইক স্টার্ট নিবে না। হঠাৎ যখন বাইক স্টার্ট নিচ্ছে না তখন স্পার্ক প্লাগ এর সাথে সংযোগ ঠিক আছে কিনা একবার চেক করে নিবেন। আবার যদি স্পার্ক প্লাগের অংশে পানি লাগে তাহলেও বাইক স্টার্ট নিতে সমস্যা করবে। বাইক ওয়াশের পর এই সমস্যাটি অনেকের হয়ে থাকে। এজন্য স্পার্ক প্লাগ চেক করে নিন, সমস্যা থাকলে ভালোভাবে লাগিয়ে নিন অথবা পরিবর্তন করে ফেলুন। স্পার্ক প্লাগ প্রতিটা বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ।
৫- হালকা নড়াচড়া করুনঃ
বাইক পুরনো হয়ে গেলে অনেক বাইকেই এই সমস্যা দেখা দেয়। এই সময় বাইক নিউট্রল (N) করে কিছুটা সামনে পিছনে নিলে কিছুক্ষণ পর আবার বাইক স্টার্ট হয়ে যায়। তবে খুব কম বাইকে এই সমস্যা দেখা দেয়।
৬- ইঞ্জিন অতিরিক্ত হিট হয়েছে কিনা চেক করুনঃ
এয়ার কুলড ইঞ্জিনের বাইক টানা লং রাইড করলে অনেক সময় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যা অনেক বাইকের সাথেই ঘটে থাকে। যদি এমনটা হয় চিন্তার কারন নেই, বাইকটা কিছুক্ষণ অফ করে রাখুন ইঞ্জিন ঠাণ্ডা হওয়ার সুযোগ দিন। আশাকরি বাইক স্টার্ট হয়ে যাবে। হঠাৎ বাইক স্টার্ট না নিলে কখনো ঘাবড়ে যাবেন না, ঠাণ্ডা মাথায় বিষয়গুলো চেক করে দেখুন। আশাকরি আপনার বাইক স্টার্ট হয়ে যাবে, কিন্তু এরপরও যদি আপনার বাইক স্টার্ট না নেয় তাহলে ভালো কোন মেকানিকের সাহায্য নিন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। ধন্যবাদ।
T
Published by Shuvo Bangla