Shares 2

সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)'র ৫ বছর পুর্তি উৎযাপন

Last updated on 31-Jul-2024 , By Shuvo Bangla

১৭ ডিসেম্বর ২০২১ সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)'র ৫ বছর পুর্তি উৎযাপন করা হয় । ২০১৬ সালের ১৭ ডিসেম্বর এস.এম ইমাম হাসান রিংকু ( ফাউন্ডার & এডমিন ) সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) প্রতিষ্ঠা করে ।


সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)'র ৫ বছর পুর্তি উৎযাপন

সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) 5 yr

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)'র আয়োজনে চট্রগ্রামে শিরিষতলা, সিআরবিতে অনুষ্ঠিত হয়েছে বাইকারদের মিলনমেলা । যেখানে Road Riderz, RRz এর টিম মোটরসাইকেল স্টান্ট শো করে ।
 
এছাড়া তাদের বিভিন্ন একটিভিটি ছিল যার মধ্যে উল্লেখযোগ্য ছিল - সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) এর পক্ষ থেকে উপস্থিত সকল বাইকারদের ক্রেস্ট উপহার দেওয়া , কেক কেটে ৫ বছর পুর্তি উৎযাপন করা , ডিজে পার্টি এছাড়া আরও অনেক কিছু ।

সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) event বাংলাদেশের প্রথম মটরসাইকেল ব্লগ WWW.BIKEBD.COM এর প্রতিষ্ঠাতা শুভ্র সেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল । এছাড়া বাংলাদেশের অনেক জেলা থেকে ৫০ + বাইকার গ্রুপ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) bikebd

 সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) তাদের এই ৫ বছরের পথচলায় বাইকারদের নিয়ে বেশ কিছু ইভেন্ট করেছে । তারা বাইক নিয়ে ভ্রমন করার পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকান্ড করে থাকে । সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)'র প্রতিষ্ঠাতা এস.এম ইমাম হাসান রিংকু জানায় ৫ বছর ধরে যেভাবে সবাইকে নিয়ে তারা সচেতনতামূলক কর্মকান্ড করে এসেছে ভবিষ্যতেও সবাই এইভাবেই এক হয়ে এগিয়ে যাবে।সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)
 বাংলাদেশের প্রথম মটরসাইকেল ব্লগ WWW.BIKEBD.COM এর প্রতিষ্ঠাতা শুভ্র সেন সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) কে ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের অনুষ্ঠান বাইকারদের মধ্যে সু সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এছাড়া তিনি সকল বাইকারকে হেলমেট ব্যবহার করে নিরাপদে বাইক চালানোর জন্য আহব্বান জানায় ।
সিটিজি বাইকার ক্লাব (সিবিসি) program 2021 
ধন্যবাদ ।
সিটিজি বাইকার ক্লাব (সিবিসি)

Published by Shuvo Bangla