Shares 2
লিফান মোটরসাইকেল নিয়ে এসেছে লিফান কেয়ার ইন্স্যুরেন্স সুবিধা!
Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla
লিফান মোটরসাইকেল নিয়ে এসেছে লিফান কেয়ার ইন্স্যুরেন্স সুবিধা!
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি। রাসেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে লিফান মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি লিফান বাংলাদেশে শুরু করতে যাচ্ছে লিফান কেয়ার। বাংলাদেশে প্রথম বারের মত কোন মোটরসাইকেল কোম্পানি এই ধরনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
যদি আপনি কোভিড আক্রান্ত হন অথবা আপনি দুর্ঘটনায় পতিত হন তবে লিফান কেয়ার এর ইন্স্যুরেন্স থেকে আপনি সহায়তা পাবেন। বাংলাদেশের কোন মোটরসাইকেল কোম্পানি এর আগে ইন্স্যুরেন্স এর সুবিধা দেয়নি। তাই বলা যায় এটি প্রথমবারের মত লিফান শুরু করতে যাচ্ছে। লিফান কেয়ার থেকে কোভিড আক্রান্ত পাবেন ৫,০০০ টাকার ইন্স্যুরেন্স সহায়তা। অপর দিকে যদি কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন, তবে তিনি পাবেন ৬০,০০০ টাকার ইন্স্যুরেন্স সুবিধা। এটি বাইকারদের দুর্ঘটনার পরবর্তিতে আর্থিক ভাবে অনেক বেশি সহায়তা করবে।
তবে আপনি ইন্স্যুরেন্স দাবি করার আগে আপনাকে একটি লিফান বাইক ক্রয় করতে হবে এবং সেই সাথে লিফান কেয়ারে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এই লিফান কেয়ার ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। শর্ত গুলো হচ্ছে -
- সকল লিফান মোটরসাইকেল ব্যাবহারকারী যারা মোটরসাইকেল ক্রয় করেছেন জানুয়ারী ২০২০ সাল থেকে, তারা মোটরসাইকেল এক্সিডেন্ট কাভারেজ পাবেন ৬০,০০০ টাকা পর্যন্ত
- সকল লিফান মোটরসাইকেল ব্যাবহারকারী যারা মোটরসাইকেল ক্রয় করেছেন জানুয়ারী ২০২১ সাল থেকে, তারা কোভিড ১৯ সুবিধা ৫,০০০ টাকা এবং মোটরসাইকেল এক্সিডেন্ট কাভারেজ পাবেন ৬০,০০০ টাকা সহ সর্বমোট ৬৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
আরও বিস্তারিত জানার জন্য আপনি লিফানের হট লাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন - +8801971834488 অথবা +8801971834499
বাইকারদের জন্য এটি অনেক বড় এবং মহৎ একটি উদ্যোগ। বাইকারদের আর্থিক বা খারাপ অবস্থায় এই ইন্স্যুরেন্স অনেক সহায়তা করবে। দুর্ঘটনার পরবর্তিতে বাইকারদের আর্থিক ভাবে অনেক সহায়তা দরকার পরে থাকে। বাংলাদেশে লিফান তাদের স্পোর্টস সিরিজ বাইক Lifan KPR দিয়ে অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশের স্পোর্টস সিরিজ বাইক অনেক বেশি জনপ্রিয়। তাদের মধ্যে বাজেট স্পোর্টস বাইক হচ্ছে Lifan KPR।
বাজেটের মধ্যে স্পোর্টস বাইক হবার কারণে বাইকটি বাংলাদেশের বাইকারদের স্পোর্টস বাইক রাইডের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি লিফান নতুন একটি স্কুটার বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। এই স্কুটারটি একটি এডভেঞ্চার স্কুটার এবং সেই সাথে ১৫০সিসি সেগমেন্টের স্কুটার। লিফানের এই স্কুটারটি হচ্ছে Lifan KPV150। তো এখন আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান এবং বাইকের সাথে ইন্স্যুরেন্স ফ্রী পেতে চান তবে এখনই লিফানের বাইক ক্রয় করুন। ধন্যবাদ।
T
Published by Shuvo Bangla